এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
লকডাউনেও চুটিয়ে ব্যবসা জিও-র, বিশ্বের ধনীতম ব্যক্তিদের তালিকায় নবম স্থানে উঠে এলেন মুকেশ অম্বানি
করোনা অতিমারী আর তা প্রতিরোধ করতে লকডাউনের জেরে গোটা বিশ্বের অর্থনীতি ধাক্কা খেয়েছিল। তবে সমীক্ষায় দেখা গিয়েছে, টেলিকম সংস্থা জিও অনেক সমৃদ্ধ হয়েছে।
মুম্বই: এশিয়ার ধনীতম তিনি। এবার গোটা বিশ্বের ধনীতমদের তালিকার প্রথম দশে জায়গা করে নিলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার মুকেশ অম্বানি। ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, মুকেশের মোট সম্পত্তির পরিমাণ এখন ৬৪.৫ বিলিয়ন মার্কিন ডলারের। ভারতীয় মুদ্রায় অঙ্কটা প্রায় ৫০০ কোটি টাকা।
রিলায়েন্স ইন্ড্রাস্টিজের ৪২ শতাংশ শেয়ার রয়েছে মুকেশের হাতে। সংস্থার ডিজিটাল ইউনিট জিও প্ল্যাটফর্মে বড়সড় বিনিয়োগ করেছে অনেক সংস্থা। ২০২১ সালের মার্চ মাসের মধ্যে রিলায়েন্সকে ঋণমুক্ত করার লক্ষ্যমাত্রার কথা ঘোষণা করেছেন মুকেশ।
ব্লুমবার্গের হিসেব অনুযায়ী, মুকেশ বিশ্বের ধনীতম ব্যক্তিদের তালিকায় নবম। করোনা অতিমারী আর তা প্রতিরোধ করতে লকডাউনের জেরে গোটা বিশ্বের অর্থনীতি ধাক্কা খেয়েছিল। তবে সমীক্ষায় দেখা গিয়েছে, টেলিকম সংস্থা জিও অনেক সমৃদ্ধ হয়েছে। লকডাউনে মানুষের ইন্টারনেট ব্যবহারের পরিমাণ ব্যাপক বৃদ্ধি পেয়েছে। যে বাজারের সিংহভাগই দখল করে রেখেছে জিও। তার প্রতিফলন পড়েছে মুকেশের সম্পত্তিতেও।
ব্যবসা-বাণিজ্যের (Business) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement