Multibagger Stock: ৮ টাকা থেকে সোজা ৮২ টাকায় ! ৩ বছরেই ১ লাখ থেকেই ১০ লাখ রিটার্ন দিয়েছে এই স্টক
Stock Market: এই স্টকে এক মাস আগেই ১ লক্ষ টাকা বিনিয়োগ করা থাকলে আজ আপনি পেতেন ১ লক্ষ ২০ হাজার টাকা। ৩ বছরে দিয়েছে ৯২০ শতাংশ রিটার্ন।
Stock Market: স্টক মার্কেটে সম্পদ বাড়ানোর একটা বড় কৌশল হল উপযুক্ত সময়ে সঠিক ভ্যালুয়েশনে কোনও স্টক কিনে তা বাড়তি দামে বিক্রি করা। সঠিক ভ্যালুয়েশনে এই স্টক কেনাটাই বড় বিনিয়োগকারীদের কৌশল। এমনকী এই স্টক (Multibagger Stock) কিনে রেখে তা দীর্ঘ সময়ের জন্য রেখে দেওয়াটাও একটা কৌশল, কারণ সম্পদ বাড়ে দীর্ঘ মেয়াদেই। কোনও একটি বা একাধিক স্টকে সঠিক সময়ে বিনিয়োগ করে তা দীর্ঘমেয়াদে ধরে রাখার মাধ্যমেই সম্পদ বাড়ানো সম্ভব, এমনটাই মনে করেন বাজার বিশেষজ্ঞরা। আর এভাবেই একটি স্টকে (Stock Market) ধৈর্য ধরে ৩ বছর পর্যন্ত বিনিয়োগ ধরে রাখলে আপনার ১ লাখ টাকাই হয়ে যেত ১০ লাখ। ৩ বছরেই ১০ গুণ বেড়ে যেত বিনিয়োগ।
এই স্টকের নাম আলফ্রা ট্রান্সফর্মার্স, এই স্টকের দাম আজ থেকে ৩ বছর আগে ছিল ১০ টাকারও কম। মাত্র ৮ টাকা দামের এই স্টক কিনে রাখলে আজ তার দাম হয়ে যেত বেড়ে ৮২ টাকা। ৮.০১ টাকা থেকে ১০ গুণ বেড়ে এই স্টকের দাম ১১ এপ্রিল পৌঁছেছে ৮১.৭৩ টাকায়। ২০২২ সালে এই স্টকে কেউ যদি টাকা বিনিয়োগ করে রাখতেন তাহলে ৮.০১ টাকায় কেনা থাকত এই শেয়ার। আর এই বিনিয়োগ আজ পর্যন্ত ধরা থাকলে তিন বছরে ৯২০ শতাংশ রিটার্ন পেতেন আপনি।
আলফ্রা ট্রান্সফর্মার্স স্টকে গত এক মাসে দাম বেড়েছে ২০ শতাংশ। তবে এর গত বছরের দামের থেকে এখনও এর দাম ৯ শতাংশ পতনে রয়েছে। গত বছর নভেম্বর মাসে এই স্টকের দাম ৫২ সপ্তাহের সর্বোচ্চ স্তরে ১৬২.৯৫ টাকায় পৌঁছে গিয়েছিল। আর গত বছর ৭ এপ্রিল তারিখে এই স্টকের দাম ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে ৫৯.৯৩ টাকায় পৌঁছে গিয়েছিল।
এই স্টকে এক মাস আগেই ১ লক্ষ টাকা বিনিয়োগ করা থাকলে আজ আপনি পেতেন ১ লক্ষ ২০ হাজার টাকা। আর এক বছর আগে এই স্টকে একইভাবে ১ লক্ষ টাকা বিনিয়োগ থাকলে আজকের দিনে এই স্টক থেকে আপনি ৯১ হাজার টাকা রিটার্ন পেতেন। অর্থাৎ এক বছরে এই স্টকে ক্ষতি হয়েছে বিনিয়োগকারীদের। তবে যদি আপনি ৩ বছর আগে ১ লক্ষ টাকা রাখতেন এই স্টকে তাহলে আজকের দিনে রিটার্ন পেতেন ১০.২০ লক্ষ টাকা।
গত শুক্রবার সপ্তাহের শেষ ট্রেডিং দিনে আলফ্রা ট্রান্সফর্মার্সের শেয়ারের দাম ১০ শতাংশ বেড়ে বন্ধ হয়েছে ৮১.৭৩ টাকায়। বর্তমানে এই সংস্থার বাজার মূলধন রয়েছে ৭৪.৭৯ কোটি টাকা।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
