Multibagger Stock: সাড়ে ৩ বছরে ২ হাজার শতাংশেরও বেশি মুনাফা, চমকে দিয়েছে এই স্টকের রিটার্ন
Goodluck India Share: বিগত এক বছরের দিকে তাকালে, গুডলাক ইন্ডিয়ার শেয়ারের দাম বেড়েছে ১০৮ শতাংশ। আর বিগত সাড়ে তিন বছরের হিসেবে এই সংস্থার স্টকের দাম ২১০২ শতাংশ বেড়ে গিয়েছে।
Goodluck India Share: মেটাল সেক্টরের একটি ছোট সংস্থাকে কেন্দ্র করেই এখন চর্চা তুঙ্গে বিনিয়োগকারীদের (Multibagger Stock) মধ্যে। আর এই চর্চার মূল কারণ এই ছোট্ট সংস্থার স্টকে (Stock Market) তুমুল রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা। বিগত সাড়ে তিন বছর ধরে এই একটি সংস্থার স্টকে (Goodluck India Share) বিনিয়োগকারীরা পেয়েছেন ২ হাজার শতাংশেরও বেশি রিটার্ন।
এক মাসেই বেড়েছে ৩৬ শতাংশ
স্মলক্যাপ গোত্রের এই মেটাল সংস্থার নাম গুডলাক ইন্ডিয়া। ৬ সেপ্টেম্বর গতকাল যখন দেশীয় বাজারে বড় ধস নামে, তখনও এই মেটাল স্টকে বিপুল হারে মুনাফা এসেছে। শুক্রবার গুডলাক ইন্ডিয়ার শেয়ার ২.১৭ শতাংশ বেড়ে বন্ধ হয়েছে ১২২২ টাকায়। বিগত এক মাসে এই স্টকে মুনাফা এসেছে ৩৬ শতাংশ।
সারা বছর ধরে মাল্টিব্যাগার রিটার্ন দিয়েছে এই স্টক
কিছু সময় ধরে পিছিয়ে থাকার পর এই স্টক আবার মোমেন্টাম নিতে শুরু করেছে। বিগত এক মাস ধরেই এই স্টকে গতি দেখা যাচ্ছে। এর আগে স্টকের গতি ধীর হওয়ার কারণে ৬ মাসে এই স্টকে রিটার্ন এসেছে ৩৩ শতাংশ। আর এই বছরের হিসেবে এই স্টক থেকে বিনিয়োগকারীরা রিটার্ন পেয়েছেন ২২ শতাংশ। বিগত এক বছরের দিকে তাকালে, গুডলাক ইন্ডিয়ার শেয়ারের দাম বেড়েছে ১০৮ শতাংশ। ফলে বোঝাই যাচ্ছে এক বছরেই মাল্টিব্যাগার রিটার্ন এনে দিয়েছে এই স্টক।
সাড়ে তিন বছরে ২১০২ শতাংশ রিটার্ন
আজ থেকে মাত্র ২ বছর আগেই এই শেয়ারের দাম ছিল ৪৮৮ টাকা। অর্থাৎ এই শেয়ারের দাম বিগত ২ বছরে ১৫০ শতাংশ বেড়েছে। বিগত ৩ বছরে ৩০৬ টাকা থেকে শুরু করে এই শেয়ার ৩০০ শতাংশ পর্যন্ত বেড়েছে। আর সাড়ে তিন বছরের হিসেবে গুডলাক ইন্ডিয়ার শেয়ারে ভাগ্য খুলে গিয়েছে বিনিয়োগকারীদের। ২০০০ হাজার শতাংশেরও বেশি রিটার্ন এসেছে এই শেয়ারে। ২০২১ সালের ১ জানুয়ারি গুডলাক ইন্ডিয়ার একটি শেয়ারের দাম ছিল ৫৫.৫০ টাকা। সেই সময় থেকে আজ পর্যন্ত ২১০২ শতাংশ মুনাফা দিয়েছে এই স্মলক্যাপ সংস্থার শেয়ার।
এই র্যালির কারণ জানালেন সিইও
গুডলাক ইন্ডিয়া সংস্থার সিইও রাম আগরওয়াল জানিয়েছেন ২০২১ সাল থেকে তাঁর এই সংস্থা ট্রায়াল এরর মোডে আছে। যে সমস্ত পণ্য বাজারে নিয়ে আসছে এই সংস্থা, সমস্তই নতুন ও উদ্ভাবনী। ২০২১ সাল পর্যন্ত যে পরিমাণ বিনিয়োগ সংস্থায় করেছেন তারা, সেই জোরেই দৌড়েছে সংস্থার স্টক। তিনি এও জানিয়েছেন যে এই সংস্থার মুনাফা ২০২৪-২৫ অর্থবর্ষে হতে চলেছে ১৭০ কোটি টাকা। গত বছর এই সংস্থার মুনাফা হয়েছিল ১৩২ কোটি টাকা।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
আরও পড়ুন: Upcoming IPO: টিসিএসের রেকর্ড ভেঙে দেবে, এই সংস্থা আনতে চলেছে দেশের সবথেকে বড় টেক IPO