Hyundai Tucson 2022: আগস্টেই বাজারে হুন্ডাইয়ের নয়া এসইউভি, চোখ টানবে ডিজাইন-ফিচার
New Car: এই বছরেই আগস্ট মাসে ভারতের বাজারে Tucson লঞ্চ করতে পারে Hyundai
নয়াদিল্লি: ভারতে বাজারে আসতে চলেছে একদমই নতুন একটি এসইউভি। গাড়ি প্রস্তুতকারক সংস্থা হুন্ডাই (Hyundai) -এর হাত ধরেই আসতে চলেছে নয়া গাড়ি। নাম Hyundai Tucson. এটা হুন্ডাইয়ের ফ্ল্যাগশিপ প্রিমিয়াম এসইউভি। এই ব্র্যান্ডেরই আরও একটি SUV আলকাজার (Alcazar) -এর উপরের সেগমেন্টে থাকবে Hyundai Tucson.
নতুন Tucson-এ একাধিক বদল আসছে। ডিজাইনের দিক থেকে অনেক বেশি স্পোর্টিং এবং অ্যাগ্রেসিভ হচ্ছে। সূত্রের খবর, ভারতের জন্য যে Hyundai Tucson আসছে, তার হুইলবেস (Wheelbase) বড় হবে। সাত আসনের গাড়ি হবে এটি। তিন সারির (Three row) এসইউভি হবে এটি। কারণ ভারতের বাজারে এই দামের সেগমেন্টে Three Row-গাড়ির চাহিদাই বেশি।
ডিজাইনে চমক:
হুইলবেস বড় হচ্ছে Hyundai Tucson-এর। নয়া এসইউভিটির হুইলবেস হচ্ছে ২৭৫৫ মিলিমিটার। হুন্ডাই Tucson-এর স্টাইলিং চমৎকার। প্যারামেট্রিক গ্রিল (Parametric Grille) রয়েছে। গ্রিলের মধ্যেই রয়েছে LED DRL. নতুন এই এসইউভি-টির টেইল ল্যাম্প (Tail Lamp) আকারে বড় হচ্ছে। এটাই হুন্ডাইয়ের এমন মডেল যেখানে hidden rear wipers.
অন্দরসজ্জাতেও চমক:
গাড়ির অন্দরসজ্জাতেও নজর দিয়েছে হুন্ডাই। ১০.২৫ ইঞ্চির ডিজিটাল ইন্সট্রুমেন্টাল ক্লাস্টার (digital cluster) রয়েছে, একটি টাচস্ক্রিনও রয়েছে। সেটাও একই মাপের। রয়েছএ Connected Car tech, রয়েছে ভেন্টিলেটেড সিট, ৩৬০ ডিগ্রি ক্যামেরা রয়েছে। গাড়ির অন্দরসজ্জা আরও ভাল করতে রাখা হয়েছে 64 color ambient lighting. হুন্ডাইয়ের ফ্ল্যাগশিপ প্রোডাক্ট Tucson, এখানে আপডেটেড Bluelink technology থাকবে। আরও একাধিক ফিচার রাখছে Hyundai. hree-zone climate control system-থাকতে নতুন এই এসইউভি-তে। সুরক্ষার দিকেও নজর রাখা হয়েছে।
ইঞ্জিনের খোঁজখবর:
বিশ্ববাজারে ১.৬ লিটার টার্বো পেট্রোল ইঞ্জিন রয়েছে Hyundai Tucson-এর। ভারতের জন্য ২ লিটার পেট্রোল ইঞ্জিনে আসতে পারে নতুন এসইউভিটি। ম্যানুয়াল এবং অটোমেটিক-দুরকম গিয়ার অপশনই পাওয়া যাবে এটাতে। ২ লিটারের ডিজেল ইঞ্জিনের অপশনও আনা হতে পারে।
কবে ভারতে:
সূত্রের খবর, এই বছরেই আগস্ট মাসে ভারতের বাজারে Tucson লঞ্চ করতে পারে Hyundai.
আরও পড়ুন: ৪৪ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরার সঙ্গে ৬.৪৪ ইঞ্চি ডিসপ্লে, এই স্মার্টফোন আনল ভিভো