New Maruti Baleno: নতুন বালেনোতে ৬টি এয়ারব্যাগ, আরও কী আলাদা থাকছে হ্যাচব্যাকে ?
Maruti Baleno Facelift: অটো ব্লগারদের কথা সত্যি হলে, ফেব্রুয়ারি থেকেই নতুন বেশ কয়েকটি গাড়ি লঞ্চ করতে চলেছে Maruti Suzuki। তার মধ্যে সবার ওপর রয়েছে বালেনোর নাম।
New Maruti Baleno: আর কিছুদিনের অপেক্ষা। অটো সাইটগুলির মতে, চলতি মাসেই লঞ্চ হতে চলেছে New Maruti Baleno। জেনে নিন, ফেসলিফটেড বালেনোতে থাকছে নতুন কী ফিচার।
Maruti Baleno Facelift: তবে নতুন বলতে এর ফেসলিফ্টের কথা বলছি আমরা। অটো ব্লগারদের কথা সত্যি হলে, ফেব্রুয়ারি থেকেই নতুন বেশ কয়েকটি গাড়ি লঞ্চ করতে চলেছে Maruti Suzuki। তার মধ্যে সবার ওপর রয়েছে বালেনোর নাম। স্টাইলিংয়ের দিকে তাকালে ফেসলিফটেড Baleno-তে নতুন ফ্রন্ট-এন্ড ও একটি ভিন্ন চেহারা দেওয়া হয়েছে। ফ্রন্টের সঙ্গে সঙ্গে বদলানো হয়েছে ব্যাকও। সহ একটি সংশোধিত এমনকী হেডল্যাম্পগুলিতে প্রজেক্টর সহ নতুন LED ইউনিট বসানো হয়েছে। বদলানো হয়েছে সাইড ভিউ। নতুন বালেনোতে অ্যালোয় হুইলে থাকছে চমক। সামগ্রিক চেহারা এখন আরও শার্প ও প্রিমিয়াম হয়েছে।
Maruti Baleno Facelift: বালেনোতে এবার আপডেট বলতে একটি বড় টাচস্ক্রিন ও সাইডের এসি ভেন্ট। ড্যাশবোর্ডে সিলভার ফিনিশ সহ একটি নতুন ডিজাইন দিয়েছে কোম্পানি। আরও বড় টাচস্ক্রিনের সঙ্গে এবার আপনি পাবেন দারুণ টাচ রেসপন্স সহ নতুন সুইচ । সুইফটের মতো একটি নতুন স্টিয়ারিং হুইল থাকবে এই হ্যাচব্যাকে। যদিও ডায়ালগুলি একই থাকছে। বৈশিষ্ট্যের তালিকায় একটি বড় পরিবর্তন হল এর হেডস-আপ ডিসপ্লে, পিছনের ক্যামেরা ডিসপ্লে, ক্লাইমেট কন্ট্রোল, পিছনের এসি ভেন্ট। যাত্রী সুরক্ষার দিক থেকে বড় খবর রয়েছে এর টপ-এন্ড ভ্যারিয়েন্টে। যেখানে ক্রেতা পাবেন ৬টি এয়ারব্যাগ। এ ছাড়াও আগের মতো ডুয়েল এয়ারব্যাগ রয়েছেই। কেবিন স্পেসে কোনও পরিবর্তন চোখে পড়বে না।
Maruti Baleno Facelift: হালকা হাইব্রিড সংস্করণ সহ বর্তমানে 1.2l পেট্রোল ইঞ্জিন থাকছে বালেনো ফেসলিফ্টে। তবে CVT গিয়ারবক্স AMT-তে পরিবর্তিত হতে পারে। যা অবশ্যই একটি আদর্শ 5-স্পিড ম্যানুয়াল হ্যাচব্যাক বানাতে পারে এই গাড়িকে। যা সুইফটে দেওয়া হয়। AMT গিয়ারবক্স অটোমেটিক Baleno-র দাম কমিয়ে দেবে বলে শোনা যাচ্ছে। কারণ এটি CVT-র থেকে সস্তা। নতুন Baleno আগের সংস্করণের তুলনায় একটু বেশি ব্যয়বহুল হবে। যদিও চেহারা ও বৈশিষ্ট্যের কথা বিবেচনা করলে এটি মূল্যবান বলেই মনে হচ্ছে।