New Tucson: নতুন বছরেই লঞ্চ, ভারতের জন্য তৈরি হুন্ডাইয়ের এই গাড়ি
New Hyundai Tucson: আগামী বছরের শুরুতেই লঞ্চ হতে পারে এই গাড়ি। জেনে নিন কী থাকছে স্পেকস ও ফিচার।
New Hyundai Tucson: প্রিমিয়াম MPV Alcazar-র পর এবার ভারতের বাজারে আসতে চলেছে New Hyundai Tucson। আগামী বছরের শুরুতেই লঞ্চ হতে পারে এই গাড়ি। জেনে নিন কী থাকছে স্পেকস ও ফিচার।
আগেই দেশের বাজারে ফেসলিফ্টেড মডেল এসেছে Hyundai Tucson-এর। ইতিমধ্যেই নতুন প্রজন্মের টুসোর কিছু ছবি দেশের রাস্তায় দেখা গিয়েছে। ডিলারশিপে যাওয়ার আগে এই গোপন ছবি পাওয়া যাচ্ছে অনেক সাইটে। নতুন Tucson একটি সম্পূর্ণ নতুন প্রজন্মের মডেল তাই ফেসলিফ্ট নয়। চতুর্থ প্রজন্মের এই মডেলে একেবারে ভোল বদল করা হয়েছে গাড়ির।
New Hyundai Tucson: দেখতে কেমন টুসো ?
নতুন গাড়িতে আনা হয়েছে নয়া স্টাইল স্টেটমেন্ট। সামনে বিশাল গ্রিলের সঙ্গেই রয়েছে LED DRL। আলো না জ্বললে একনজরে বুঝতেই পারবেন না হেডল্যাম্পের অবস্থান। সামনের ডিজাইনের পাশাপাশি পিছনেও করা হয়েছে পরিবর্তন। টেল-ল্যাম্পের সাথে একটি হালকা বার যোগ করা হয়েছে। সামগ্রিকভাবে আক্রমণাত্মক নকশা দেওয়া হয়েছে গাড়িতে।
New Hyundai Tucson: কেবিন কেমন গাড়ির ?
গাড়ির ভিতরে রয়েছে ডুয়েল 10.25-ইঞ্চি স্ক্রিন। যার মধ্যে একটি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার দিয়েছে কোম্পানি। এতে প্রিমিয়াম ফিচার থাকছে। যার মধ্যে রয়েছে থ্রি জোন ক্লাইমেট কন্ট্রোল, প্যানোরামিক সানরুফ ও আরও অনেক ফিচার। সঙ্গে থাকছে আপডেটেড ব্লুলিঙ্ক যুক্ত প্রযুক্তি। নতুন প্রজন্মের Tucson এর ভিতরে আরও জায়গা-সহ পাবেন বড় হুইলবেস।
New Hyundai Tucson: কোন ইঞ্জিন গাড়িতে ?
নতুন Tucson-এ একটি বড় 2.5 লিটার পেট্রল বা 1.6 লিটার টার্বো পেট্রল পেতে পারেন ক্রেতারা। Alcazar-এর মতো বর্তমান 2.0 লিটার ইঞ্জিনও দেখা যেতে পারে সেখানে। ম্যানুয়াল/স্বয়ংক্রিয় বিকল্পগুলির সাথে একটি ডিজেল ইঞ্জিনও থাকবে গাড়িতে। নতুন Tucson স্পষ্টতই আগের তুলনায় আরও ব্যয়বহুল হবে। নতুন Tucson-এর সঙ্গে প্রতিযোগিতা হবে Citroen C5 Aircross, Jeep Compass-এর মতো গাড়িগুলির। তবে একই সেগমেন্টের গাড়ি হলেও অপেক্ষাকৃত কম দাম হতে পারে হুন্ডাই টুসোর।