Unclaimed Amount: ব্যাঙ্কে জমা ৭৮,২১৩ কোটি টাকা ফেরত দেবে কেন্দ্র ! অর্থমন্ত্রী দিলেন নির্দেশ- কারা পাবেন ?
Unclaimed Amount in Banks: রিজার্ভ ব্যাঙ্ক ইন্ডিয়ার নয়া তথ্য অনুসারে, ২০২৪ সালের মার্চ মাস পর্যন্ত ব্যাঙ্কগুলিতে দাবিহীন পড়ে থাকা আমানতের পরিমাণ গত বছরের তুলনায় ২৬ শতাংশ বেড়ে গিয়েছে।

Banking System: ভারতের সমস্ত ব্যাঙ্ক মিলিয়ে ৭৮ হাজার ২১৩ কোটি টাকা দাবিহীন অবস্থায় পড়ে আছে অর্থাৎ এই টাকার কোনও মালিকানা এখনও পাওয়া যায়নি। দাবি করার মত কাউকেই এখনও পাওয়া যায়নি। এমন পরিস্থিতিতে (Unclaimed Amount) মঙ্গলবার অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ব্যাঙ্কিং নিয়ন্ত্রকদের জানিয়েছেন যে এই দাবিহীন আমানতগুলি তাদের আসল মালিকের কাছে ফিরিয়ে দিতে হবে।
ব্যাঙ্কগুলিতে বাড়ছে দাবিহীন টাকার পরিমাণ
আর্থিক স্থিতিশীলতা ও উন্নয়ন কাউন্সিলের (FSDC) ২৯তম সভায় সভাপতিত্ব করার সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন নাগরিকদের জন্য কেওয়াইসি প্রক্রিয়া সহজ করার বিষয়ে কথা বলেন যাতে ব্যাঙ্কিং খাতে স্বচ্ছতা বজায় থাকে। সকলেই যাতে সহজেই এটি অ্যাক্সেস করতে পারে, এবং ডিজিটালভাবে এটি আগের তুলনায় অনেক অনেক উন্নত হয়, সেই জন্য কেওয়াইসির নিয়মে বদল আনা হয়েছিল।
রিজার্ভ ব্যাঙ্ক ইন্ডিয়ার নয়া তথ্য অনুসারে, ২০২৪ সালের মার্চ মাস পর্যন্ত ব্যাঙ্কগুলিতে দাবিহীন পড়ে থাকা আমানতের পরিমাণ গত বছরের তুলনায় ২৬ শতাংশ বেড়ে গিয়েছে। এখন এই সংখ্যা ৭৮,২১৩ কোটিতে এসে ঠেকেছে। ২০২৩ সালের মার্চ মাসের শেষ নাগাদ শুধুমাত্র ডিপোজিটর এডুকেশন অ্যান্ড অ্যাওয়ারনেস ফান্ডের অধীনে ৬২,২২৫ কোটি টাকা জমা হয়েছে। এই দাবিহীন অর্থের মধ্যে রয়েছে ব্যাঙ্কে জমানো টাকা, দাবিহীন শেয়ার ও ডিভিডেন্ড এবং দাবিহীন বিমা ও পেনশনের ফান্ড।
শিবির আয়োজন করে বিতরণ করা হবে এই টাকা
অর্থমন্ত্রী নির্মলা সীতারামন রিজার্ভ ব্যাঙ্ক, সেবি, এমসিএ, পিএফআরডিএ ও আইআরডিএআই-র মত আর্থিক নিয়ন্ত্রকদের জেলা পর্যায়ে বিশেষ শিবির আয়োজনের নির্দেশ দিয়েছেন। এর মাধ্যমে দাবিহীন অর্থ তার সঠিক মালিকদের কাছে ফিরিয়ে দেওয়ার কাজ দ্রুত সম্পন্ন করা হবে। এই বৈঠকে উপস্থিত ছিলেন পিএফআরডিএ, আইআরডিএআই, আইডিবিআইয়ের মত কেন্দ্র সরকারের বিভিন্ন বিভাগের উর্ধ্বতন প্রতিনিধিরা। উপস্থিত ছিলেন প্রাক্তন আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস, বর্তমান আরবিআই প্রধান তুহিন কান্ত পাণ্ডে প্রমুখরা।
দাবিহীন আমানত আপনার নামে কিছু আছে কিনা কীভাবে জানবেন
এর জন্য আপনাকে প্রথমে আরবিআইয়ের UDGAM পোর্টালে যেতে হবে। তারপর রেজিস্টার করে পাসওয়ার্ড সেট করতে হবে।
এবার আপনার দেওয়া মোবাইল নম্বরে ওটিপি আসবে তা বসিয়ে সাবমিট করলেই রেজিস্ট্রেশন সম্পূর্ণ হবে।
এরপরে লগ ইন করে পোর্টালে অ্যাকাউন্টহোল্ডারের নাম লিখতে হবে এবং তালিকায় প্রদত্ত ব্যাঙ্কগুলি থেকে নির্দিষ্ট ব্যাঙ্ক বেছে নিতে হবে।
তারপর অ্যাকাউন্টহোল্ডারের প্যান কার্ড নম্বর, ভোটার আইডি, পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্সের নম্বর লিখতে হবে।
এরপরে সার্চ বাটনে ক্লিক করলেই আপনার নামে ব্যাঙ্কে কোনও দাবিহীন আমানত পড়ে থাকলে তা স্ক্রিনে দেখিয়ে দেবে।






















