Patanjali: ফুসফুসের রোগ সারাতে অব্যর্থ ওষুধ 'ব্রঙ্কম', দাবি পতঞ্জলির গবেষণায়
Patanjali Bronchom:

Patanjali Research: আজকের দিনে সারা বিশ্ব গুরুতর স্বাস্থ্য সমস্যায় ভুগছে প্লাস্টিকের কারণে। এই ধরনের ক্ষুদ্রাতিক্ষুদ্র প্লাস্টিক কণা যাকে বলা হয় মাইক্রোপ্লাস্টিক এখন জলে, বাতাসে এবং খাবারের মধ্যেও পাওয়া যাচ্ছে। এই ধরনের কণা যখন আমাদের শরীরে প্রবেশ করে, বিশেষত ফুসফুসের ভিতরে প্রবেশ করে, তখন নানারকম বিপত্তি (Patanjali News) দেখা যায় শরীরে। প্রদাহ দেখা যায়, জ্বালা হয়, কোশ ক্ষতিগ্রস্ত হয় এই কারণে। এর ফলে গুরুতর বিপত্তি দেখা যায়, এতে ফুসফুসের প্রদাহ দেখা যায়, এয়ারওয়ে হাইপার রেসপন্সিভনেসের মত রোগ দেখা যায় শরীরে।
পতঞ্জলি সাম্প্রতিক গবেষণায় সংস্থার বিজ্ঞানীরা দাবি করেছে এবং নিশ্চিত করেছে যে মাইক্রোপ্লাস্টিকের কারণে ফুসফুসের কার্যকারিতার সমস্যাগুলি আয়ুর্বেদিক ওষুধ 'ব্রঙ্কম' দ্বারা প্রতিরোধ করা যেতে পারে।
কী দাবি করেছে পতঞ্জলি
পতঞ্জলি দাবি করেছে, 'এই মৌলিক স্বতন্ত্র গবেষণায় নিশ্চিত করেছে যে ব্রঙ্কম ওষুধের চিকিৎসায় মাইক্রোপ্লাস্টিকের কারণে ফুসফুসের প্রদাহ সেরে যায়। সাইটোকাইনিন ক্ষরণ, এয়ারওয়ে হাইপার রেসপন্সিভনেসের মত রোগ কমে যায় এই ওষুধের প্রভাবে'। পতঞ্জলি সংস্থা দাবি করেছে যে, এই গবেষণাপত্রটি আন্তর্জাতিক গবেষণা জার্নাল 'বায়োমেডিসিন অ্যান্ড ফার্মাকোথেরাপি'তে প্রকাশ পেয়েছে। বিশ্বখ্যাত প্রকাশনী এলসভায়ার থেকে এই জার্নাল প্রকাশ পেয়েছে।
এই বিশেষ কৃতিত্বের দিন উপলক্ষ্যে আচার্য বালকৃষ্ণ বলেন, 'পতঞ্জলির উদ্দেশ্য হল আয়ুর্বেদকে বিজ্ঞানসম্মত উপায়ে অনুমোদন দেওয়া এবং বিশ্বজুড়ে চলা সাম্প্রতিক স্বাস্থ্য সমস্যার নিরাময় ঘটানো। এই গবেষণা প্রমাণ করে যে পরিবেশগত কারণে উদ্ভূত রোগের নিরাময় সম্ভব প্রাচীন ভারতীয় জ্ঞান, অনুসন্ধান, গবেষণা এবং প্রমাণ সাপেক্ষ ওষুধের মাধ্যমে। এরই মধ্যে পতঞ্জলি রিসার্চ ইনস্টিটিউটের সহ সভাপতি এবং মুখ্য বিজ্ঞানী ডা. অনুরাগ বর্ষণে জানিয়েছেন, 'প্রাচীন জ্ঞান ও আধুনিক বিজ্ঞানের এই অভূতপূর্ব সঙ্গমস্থল সমগ্র বিশ্বকে সুস্থ করে তোলার অপরিসীম সম্ভাবনা ধারণ করে। আমাদের প্রচেষ্টা হল আয়ুর্বেদের এই প্রাচীন জ্ঞানকে বৈজ্ঞানিক প্রমাণ সহ উপস্থাপন করা'।
পতঞ্জলি জানিয়েছে যে, ৫০০-রও বেশি বিজ্ঞানী পতঞ্জলি রিসার্চ ইনস্টিটিউটে প্রমাণ-ভিত্তিক ওষুধ নির্মাণে ব্যস্ত, যাতে আয়ুর্বেদ ও আধুনিক ওষুধের যথাযোগ্য মেলবন্ধন রয়েছে। সংস্থা দাবি করছে পতঞ্জলির টেলিমেডিসিন উদ্যোগ এবং হার্বাল পণ্যগুলি ভারতের সমস্ত গ্রামাঞ্চলে সাশ্রয়ী মূল্যে সহজলভ্য স্বাস্থ্য পরিষেবা এনে দিচ্ছে। আর এই লক্ষ্যেই পতঞ্জলি রিসার্চ ইনস্টিটিউট এক ছাদের নিচে নিয়ে এসেছে আয়ুর্বেদ ও আধুনিক বিজ্ঞানকে।






















