Investment Tips: স্টেট ব্যাঙ্কের এফডি বনাম পোস্ট অফিসের টিডি, কোথায় টাকা রাখলে আপনার বেশি লাভ ?
Investment Options: দেশের সবচেয়ে বড় ব্যাঙ্ক অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তার 5 বছরের ফিক্সড ডিপোজিটে প্রায় 5.5 শতাংশ সুদের হার দেয়। পোস্ট অফিসের টার্ম ডিপোজিটেও পাবেন বেশি সুদ।
Investment Options: একটা সময় ছিল, যখন বিনিয়োগ বলতেই কেবল ধনীদের কথা ভাবা হোতো। তবে সময়ের সঙ্গে সঙ্গে এখন বদলেছে ভাবনা। দেশের প্রতিটি শ্রেণিই এখন বিনিয়োগের গুরুত্ব বুঝতে শুরু করেছে। আজকাল পোস্ট অফিস (Post Office) থেকে মিউচুয়াল ফান্ড(Mutual Fund) , স্টক মার্কেট (Stock Market) থেকে ব্যাঙ্ক এফডি (Bank FD) সবেতেই লগ্নি করছে দেশবাসী।
Investment Tips: ঝুঁকির বিনিয়োগ থেকে দূরে থাকুন
তবে বহু ক্ষেত্রে সঠিক পরিকল্পনা না করেই বিনিয়োগ করে ফেলছেন আমানতকারীরা। সব সময় বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ লগ্নি থেকে দূরে থাকুন। আজ আমরা আপনাকে এমন দুটি বিনিয়োগের অপশন সম্পর্কে তথ্য দেব, যা বাজারের ঝুঁকি থেকে দূরে থাকে। এই বিকল্পগুলি হল পোস্ট অফিস টিডি স্কিম (Post Office TD Scheme) ও এসবিআই এফডি(SBI FD)।
SBI FD-তে সুদের হার
দেশের সবচেয়ে বড় ব্যাঙ্ক অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তার 5 বছরের ফিক্সড ডিপোজিটে প্রায় 5.5 শতাংশ সুদের হার দেয়। এর পাশাপাশি, ব্যাঙ্কটি সাধারণ নাগরিকদের 7 থেকে 45 দিনের FD-তে 2.9 শতাংশ সুদের হার দিচ্ছে। 46 থেকে 179 দিনের এফডিতে 3.9 শতাংশ, 180 থেকে 210 দিনের এফডিতে 4.4 শতাংশ, 211 দিন থেকে 1 বছরের কম সময়ের এফডিতে 4.4 শতাংশ, 1 থেকে 2 বছরের এফডিতে 5.1 শতাংশ, 2 থেকে 2 বছরের এফডিতে 5.2 শতাংশ 3 বছর, 3 থেকে 5 বছরের এফডিতে 5.45 শতাংশ ও 5 থেকে 10 বছরের এফডিতে 5.5 শতাংশ সুদের হার পাওয়া যায় স্টেট ব্যাঙ্কে (State bank Of India)।
Post Office TD Scheme: এই স্কিমে সুদের হার
অন্যদিকে, পোস্ট অফিস টার্ম ডিপোজিট স্কিমে টাকা বিনিয়োগ করলে আপনি 6.7 শতাংশ হারে সুদ পাবেন। এই সুদের হার 5 বছরের মেয়াদের জন্য দেওয়া হয়। পোস্ট অফিস 2020 সাল থেকে এই সুদের হার অফার করছে। একই সময়ে 1 বছর থেকে তিন বছরের মেয়াদী আমানতের ওপর 5.5 শতাংশ সুদ দেয় পোস্ট অফিস(Post Office)। এমন পরিস্থিতিতে, আপনি যদি কোনও একটি স্কিমে বিনিয়োগ করার পরিকল্পনা করেন, তবে পোস্ট অফিসের মেয়াদী আমানত প্রকল্প আপনাকে আরও বেশি রিটার্ন দেবে।