LIC IPO: এলআইসি-র আইপিওতে বিনিয়োগ করবেন ? অবশ্যই জেনে নিন এই গুরুত্বপূর্ণ বিষয়
LIC IPO Update: দেশের সবচেয়ে বড় আইপিও নিয়ে কৌতূহলের শেষ নেই বিনিয়োগকারীদের মধ্যে। এই ক্ষেত্রে কেবল এলআইসি-র নাম দেখে শেয়ারে বিনিয়োগ করতে রাজি নয় লগ্নিকারীরা।
LIC IPO Recommendations: আর বেশি দিনের অপেক্ষা নয়। ৪ মে আসতে চলেছে LIC IPO,থাকবে ৯ মে পর্যন্ত। দেশের সবচেয়ে বড় আইপিও নিয়ে কৌতূহলের শেষ নেই বিনিয়োগকারীদের মধ্যে। এই ক্ষেত্রে কেবল এলআইসি-র নাম দেখে শেয়ারে বিনিয়োগ করতে রাজি নয় লগ্নিকারীরা। এই বিনিয়োগ লাভজনক চুক্তি হবে কিনা তা নিয়ে সন্দিহান তাঁরা।? জেনে নিন LIC IPO-র ভাল-মন্দ।
LIC IPO : শেয়ার কিনলেই কি লাভবান হবেন ?
LIC IPO-র শেয়ার নিয়ে আশাবাদী বাজার বিশেষজ্ঞরা। অনেকেই ধারণা, কোম্পানিটি দীর্ঘমেয়াদে লাভজনক ব্যবসা করে চলেছে। তাই আগামী দিনেও সেই ধারা বজায় রাখবে। দেশের সবথেকে বড় জীবন বিমা কোম্পানি হওয়ায় এমনিতেই এর গ্রাহক সংখ্যা সবার থেকে বেশি। এমনকী আইপিওতে যে দামে কোম্পানি শেয়ার ইস্যু করেছে, তা খুবই আকর্ষণীয়। উপরন্তু, দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত কোম্পানি হওয়ায় এতে বিনিয়োগের ঝুঁকিও অন্য বেসরকারি কোম্পানির থেকে অনেকটাই কম।
LIC IPO : আইপিওতে নেবেন না কিছুদিন অপেক্ষা করবেন ?
কিছু বাজার বিশেষজ্ঞের মতে, এখনই LIC IPO কিনতে হামলে পড়া উচিত নয়। কেনার হলে শেয়ারবাজারে এই শেয়ার তালিকাভুক্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করা উচিত। পরে শেয়ারগুলির ওপর নজর রেখেই লগ্নির কথা ভাবা উচিত।
LIC IPO : জেনে নিন এলআইসি-র আইপিও-র গুরুত্বপূর্ণ বিষয়গুলি
কেন্দ্রীয় সরকার এই আইপিওর মাধ্যমে কোম্পানির 3.5 শতাংশ শেয়ার বিক্রি করার পরিকল্পনা করেছে। এই আইপিও-র মাধ্যমে সরকার 20,557.23 কোটি টাকা সংগ্রহ করতে চায়।
এই আইপিওতে LIC-র 22.13 কোটি শেয়ার ইস্যু করা হবে।অফার ফর সেলের মাধ্যমে, সরকার 22,13,74,920 কোটি শেয়ার বিক্রি করবে। মূল উদ্দেশ্য কোম্পানির 3.5 শতাংশ শেয়ার বিলগ্নিকরণ করা।।
LIC-এর IPO 4 মে খুলবে, 9 মে বন্ধ হবে। এই আইপিওতে কোম্পানি শেয়ার প্রতি 902-949 টাকা মূল্যের ব্যান্ড নির্ধারণ করেছে৷
এই আইপিওতে কোম্পানির কর্মচারীদের জন্য 15,81,249 কোটি শেয়ার ও পলিসি হোল্ডারদের জন্য 2,21,37,492 কোটি শেয়ার সংরক্ষণ করা হয়েছে।