LIC jeevan shiromani plan: কম সময়ে পান ১ কোটি , LIC আনল এই প্ল্যান
LIC Policy Update: এই কোম্পানিতে নিশ্চিত লাভের পাশাপাশি পাওয়া যায় সরকারের আর্থিক সুরক্ষা। ফলে আজও দেশের একটি বড় অংশ এলআইসিতে বিনিয়োগ করে।
LIC Policy Update: বেসরকারি একাধিক বিমা কোম্পানির ভিড়ে আজও LIC-র ওপর ভরসা রাখে দেশবাসী। রাষ্ট্রায়ত্ত এই কোম্পানিতে নিশ্চিত লাভের পাশাপাশি পাওয়া যায় সরকারের আর্থিক সুরক্ষা। ফলে নিত্যদিন বেড়েই চলেছে Life Insurance Corporation of India-র চাহিদা। দেশবাসীর এই চাহিদার কথা মাথায় রেখে এবার এক দারুণ পলিসি আনল LIC। জেনে নিন কী এই স্কিম ?
LIC jeevan shiromani plan: কম সময়ে বেশি লাভ
দেশের সবথেকে পুরোনো ও বৃহত্তম বিমা সংস্থা হওয়ায় আজও দেশের একটি বড় অংশ এলআইসিতে বিনিয়োগ করে। চাহিদা অনুযায়ী বিভিন্ন শ্রেণির জন্য নানা স্কিম অফার করে LIC। আপনি যদি উচ্চ আয়ের গোষ্ঠীর অন্তর্ভুক্ত হন ও অল্প সময়ের মধ্যে ১ কোটির মতো বিশাল তহবিল গড়তে চান, তাহলে LIC-র জীবন শিরোমণি প্ল্যানে (LIC jeevan shiromani plan) বিনিয়োগ করতে পারেন। এই স্কিমের বিশেষ বৈশিষ্ট্য হ'ল, সঞ্চয়ের পাশাপাশি বিনিয়োগকারী নিশ্চিত সুবিধা পাবেন এই প্রকল্পে।
LIC Policy Update: জীবন শিরোমণি প্ল্যান কী?
মূলত, উচ্চ আয়ের গোষ্ঠীর কথা মাথায় রেখেই এই জীবন শিরোমণি পরিকল্পনা করেছে এলআইসি (LIC jeevan shiromani plan)। এই পরিকল্পনাটি 2017 সালে শুরু করেছিল এলআইসি (LIC)। এই প্ল্যান একটি নন-লিঙ্কড মানি ব্যাক প্ল্যান।গুরুতর রোগ তথা জরুরী পরিস্থিতিতে পলিসি হোল্ডারদের কভার দেয় এই প্ল্যান। এই প্ল্যানের আওতায় LIC বিনিয়োগকারীদের 3 ধরনের অপশন দেয়। পলিসি হোল্ডার এখানে টাকা রেখে নিশ্চিত বিমারাশির পাশাপাশি ঋণের সুবিধাও পাবেন।
LIC jeevan shiromani plan: পরিবার পাবে এই সুবিধা
জীবন শিরোমণি প্ল্যানে বিনিয়োগ করলে মৃত্যুর পর বিনিয়োগের সুবিধা পাবে পরিবার। পলিসিহোল্ডার মারা গেলে সেই পরিস্থিতিতে নমিনি একটি নির্দিষ্ট অর্থ পাবেন। এছাড়াও, পলিসির মেয়াদ শেষ হওয়ার পরে নমিনিকে নিশ্চিত অর্থ রাশি দিয়ে দেওয়া হয়।
LIC Policy Update: কোন বছরে কত মানিব্যাক
এই প্ল্যানে ১৪, ১৬, ১৮ ও ২০ বছরের জন্য বিনিয়োগ করতে পারেন আমানতকারী।
এই প্ল্যান অনুযায়ী, ১৪ বছরের পলিসিতে ৩০ শতাংশ করে নিশ্চিত বিমারাশির ১০ ও ১২ বছরে পাবেন বিনিয়োগকীরা।
১৬ বছরের পলিসিতে ১২ ও ১৪তম বছরে পলিসির ৩০-৩৫ শতাংশ টাকা পাওয়া যাবে।
১৮ বছরের পলিসির ক্ষেত্রে ৪০-৪৫ শতাংশ য্থাক্রমে ১৪ ও ১৬ তম বছরে পাওয়া যাবে।
২০ বছরের পলিসিতে ১৬ ও ১৮ তম বছরে ৪৫শতাংশ বিমাকৃত অর্থ পাবেন পলিসি হোল্ডার৷
LIC jeevan shiromani plan: ১ কোটি টাকার পলিসি
ন্যূনতম নিশ্চিত রাশির পরিমাণ – ১ কোটি
সর্বোচ্চ নিশ্চিত রাশির পরিমাণ - কোনও সীমা নেই।
পলিসির মেয়াদ ১৪,১৬,১৮ ও ২০ বছর।
পলিসি গ্রহণের বয়স - ১৮ বছর।
আপনি ৫৫ বছর পর্যন্ত ১৪ বছরের পলিসি, ৫১ বছর পর্যন্ত ১৬ বছরের পলিসি, ৪৮ বছর পর্যন্ত ১৮ বছরের পলিসি ও ৪৫ বছর পর্যন্ত ২০ বছরের পলিসি নিতে পারেন।
আরও পড়ুন : LIC Policy ALert: প্রতারকদের হাতে টাকা দিচ্ছেন ? এই নামে কোনও পলিসি নেই LIC-র