Post Office FD Interest: ব্যাঙ্কের থেকে ভাল সুদ, দেখুন ফিক্সড ডিপোজিটে কত দিচ্ছে পোস্ট অফিস
Post Office FD Interest Rate: নিশ্চিত আর্থিক ভবিষ্যতের পাশাপাশি গচ্ছিত অর্থের ওপর পাবেন সরকারি সুরক্ষা। তাই টাকা প্রতারণা বা ব্যাঙ্কের মতো দেউলিয়া হওয়ার সমস্যা নেই।
Post Office Savings Scheme: বিনিয়োগের একাধিক বিকল্প থাকলেও ভারতে ফিক্সড ডিপোজিটের (Fixed Deposits) জনপ্রিয়তা বেশি। শেয়ার বাজারের অস্থিরতা বা সোনার দামের ওঠানামার পরিবর্তে বেশিরভাগ দেশবাসী ফিক্সড ডিপোজিট(Fixed Deposits) বা স্থায়ী আমানতের ওপর ভরসা রাখেন। সেই ক্ষেত্রে ব্যাঙ্ককেই ফিক্সড ডিপোজিটের জন্য বেছে নেন লগ্নিকারীরা। জানেন কি, ব্যাঙ্কের থেকেও ফিক্সড ডিপোজিটে বেশি সুদ দেয় পোস্ট অফিস(Post Office) ।
Post Office FD Benefits: কী সুবিধা পাবেন এখানে ?
১ নিশ্চিত আর্থিক ভবিষ্যতের পাশাপাশি গচ্ছিত অর্থের ওপর পাবেন সরকারি সুরক্ষা। তাই টাকা প্রতারণা বা ব্যাঙ্কের মতো দেউলিয়া হওয়ার সমস্যা নেই।
২ ব্যাঙ্কের থেকে বেশি সুদ পাবেন এখানে। পোস্ট অফিসে যেকোনও ব্যাঙ্কের থেকে অনেকটাই বেশি সুদ দেয় ইন্ডিয়া পোস্ট (India Post)।
৩ পোস্ট অফিসে স্থায়ী আমানতে টাকা জমালে আয়করেও ছাড়ের সুযোগ পাবেন বিনিয়োগকারী।
Post Office FD Features: পোস্ট অফিসের বৈশিষ্ট্য
ন্যূনতম 1,000 টাকা দিয়ে পোস্ট অফিসে FD করা যায়। সেই ক্ষেত্রে 100 টাকার গুণিতকে টাকা জমা দেওয়া যায় অ্যাকাউন্টে। তবে এই অ্যাকাউন্টগুলিতে বিনিয়োগের জন্য কোনও সর্বোচ্চ সীমা রাখা হয়নি৷ পোস্ট অফিসের ওয়েবসাইট বলছে, এই ক্ষেত্রে ফিক্সড ডিপোজিটের সুদ বছরের ভিত্তিতে পাবেন আমানতকারী। তবে ত্রৈমাসিক ভিত্তিতে চক্রবৃদ্ধি হারে সুদ গোনা হবে গ্রাহকদের।
Post Office FD Interest Rate: কত সুদ পোস্ট অফিসে ?
সাধারণত পোস্ট অফিসের এফডি রেট প্রতি ত্রৈমাসিকে সংশোধিত হওয়ার কথা। তবে 1 এপ্রিল, 2020 থেকে সেগুলি অপরিবর্তিত রয়েছে। এক বছরের এফডি স্কিমে টাকা রাখলে 5.5 শতাংশ সুদ পাবেন গ্রাহক। তবে জমা টাকার মেয়াদ অনুসারে এই সুদের হার 6.7 শতাংশ পর্যন্ত হতে পারে।
ইন্ডিয়া পোস্ট এফডি রেট 1 বছরের জন্য -5.5 শতাংশ
ইন্ডিয়া পোস্ট FD রেট 2 বছরের জন্য -5.5 শতাংশ
ইন্ডিয়া পোস্ট এফডি রেট 3 বছরের জন্য -5.5 শতাংশ
ইন্ডিয়া পোস্ট FD রেট 5 বছরের জন্য -6.7 শতাংশ
Maturity of Post Office FD: মেয়াদ শেষে কী সুবিধা ?
পোস্ট অফিস ফিক্সড ডিপোজিটের এক বছর, দু-বছর, তিন বছর বা পাঁচ বছর মেয়াদের পরই গ্রাহককে টাকা ফেরত দিয়ে থাকে। পাঁচ বছরের জন্য কোনও ব্যক্তি পোস্ট অফিসে TD করলে তিনি আয়কর আইন, 1961-এর ধারা 80C অনুসারে বিশেষ আয়কর ছাড়ের সুবিধা পাবেন।
আরও পড়ুন: Post Office Rules: এই পরিমাণ টাকা তুললে দিতে হবে চার্জ, নতুন নিয়ম পোস্ট অফিসে