Stock Market update: কাল থেকে কেমন থাকবে শেয়ার বাজার ? বিনিয়োগের আগে জেনে নিন এই বিষয়গুলি
Stock Market Update: এ সপ্তাহেও থাকতে পারে বেশকিছু জটিলতা। নিফটি, সেনসেক্স উপরে যাওয়ার কথা থাকলেও নিচে নামাতে পারে বেশ কয়েকটি বিষয়। জেনে নিন কী সেই বিষয়গুলি।
Stock Market Update: রাত পোহালেই ঘণ্টা বাজবে দালাল স্ট্রিটের। গত সপ্তাহেও অস্থিরতা জারি ছিল বাজারে। এ সপ্তাহেও থাকতে পারে বেশকিছু জটিলতা। নিফটি, সেনসেক্স উপরে যাওয়ার কথা থাকলেও নিচে নামাতে পারে বেশ কয়েকটি বিষয়। জেনে নিন কী সেই বিষয়গুলি।
Share Market update: কী কী থাকবে নজরে ?
এই সপ্তাহে RBI-এর মুদ্রানীতি ছাড়াও কিছু বড় কোম্পানির ত্রৈমাসিক ফল বাজারের গতিপথ ঠিক করবে। এমনই মত বাজার বিশেষজ্ঞরা। এছাড়াও বাজারের বিনিয়োগকারীরা রুপির অস্থিরতা, ব্রেন্ট অশোধিত তেলের দাম ও Foreign Institutional Investors (FIIs) মনোভাবের দিকেও নজর রাখবেন।
Stock Market Update: আইআইপি ডেটা আসবে ১১ ফেব্রুয়ারি
Index of Industrial Production (IIP) ডেটার ওপর অনেকটাই নির্ভর করবে বাজার। বাজারের অস্থিরতা প্রসঙ্গে রেলিগেয়ার ব্রোকিংয়ের ভাইস প্রেসিডেন্ট রিসার্চ অজিত মিশ্র জানান, এই সপ্তাহেই বাজারের অংশগ্রহণকারীরা Monetary Policy Committee(MPC) সভা রয়েছে। সেখানে সব নীতি পর্যালোচনা করে দেখা হবে। এই সভার ফলাফল ৯ ফেব্রুয়ারি আসবে। এছাড়াও, ১১ ফেব্রুয়ারি রয়েছে Index of Industrial Production (IIP) ডেটা প্রকাশের দিন। যা বাজারের ওপর প্রভাব ফেলতে পারে।
এই সপ্তাহেই আসবে ভারতী এয়ারটেল, জিন্দাল স্টিল, এসিসি, হিরো মোটোকর্প, টাটা পাওয়ার, হিন্দালকো, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা-সহ অনেক বড় কোম্পানির ত্রৈমাসিকের ফল। থাকছে TVS মোটর , ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ,IRCTC, NMDC ও SAIL-এর ত্রৈমাসিক ফলও।
কোন দিকে যাবে বাজার ?
মার্কেট প্রসঙ্গে স্বস্তিকা ইনভেস্টমার্টের রিসার্চের প্রধান সন্তোষ মীনা জানান, দেশীয় সূচকগুলি এই সপ্তাহে বাজারকে গাইড করবে৷ ৯ ফেব্রুয়ারি রিজার্ভ ব্যাঙ্কের আর্থিক পর্যালোচনা সভার ফলাফলের দিকে সকলের নজর থাকবে। এছাড়া বাজারের দিক থেকে কোম্পানিগুলোর ত্রৈমাসিকের ফলাফল একটি গুরুত্বপূর্ণ বিষয়। শুক্রবার IIP ঘোষণা করা হবে। তবে বাজার বন্ধ হওয়ার পর এই পরিসংখ্যান প্রকাশ করা হবে।
FII-এর ক্রয়-বিক্রয় একটা গুরুত্বপূর্ণ বিষয়
এই সপ্তাহে বিশ্বের সূচকগুলোতেও অবস্থাও পরিষ্কার নয়। জিও পলিটিক্যাল অবস্থা, অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি বাজারের জন্য একটি প্রধান উদ্বেগের বিষয়। তার ওপর এফআইআইগুলি এখনও বিক্রির মেজাজে রয়েছে। তাদের অবস্থানও বাজারের দিক নির্দেশ করতে পারে। বাজার বিশেষজ্ঞরা জানিয়েছেন, গত সপ্তাহের শুরুর দিনগুলোতেও প্রত্যাশার সঙ্গে তাল মিলিয়ে বাজার উঠেছিল। গত সপ্তাহে, ৩০ শেয়ারের BSE সেনসেক্স 1,444.59 পয়েন্ট বা 2.52 শতাংশ বেড়েছে।