Petrol Diesel Price: ৭ জেলায় দাম কমল পেট্রোল ডিজেলের, ষষ্ঠীর দিনে ফুলট্যাঙ্ক তেল ভরাতে কমবে খরচ ?
Petrol Price Today on 9 October: আজ ষষ্ঠীর দিনে বুধবার ৯ অক্টোবর পেট্রোলের দাম (Petrol Rate Today) অন্যান্য জেলায় অনেকটাই কমে গিয়েছে। আজ তেল ভরাতে কত খরচ হবে, গাড়ি বা বাইক নিয়ে বেরনোর আগে দেখে নিন।
Fuel Price Today: দুর্গাপুজো শুরু হয়ে গিয়েছে। এদিকে বিশ্বের নিরিখে চলছে ইরান-ইজরায়েল সংঘাত। সেই আবহে অনেকেই ধারণা করেছিলেন যে এর ফলে দেশে তেলের দাম হু হু করে বাড়বে। কারণ মধ্য প্রাচ্যের এই দুটি দেশ থেকেই বেশিরভাগ অন্যান্য দেশে তেল (Petrol Diesel Price) সরবরাহ হয়। পেট্রোল ডিজেলের দামে সেভাবে কোনও প্রভাব পড়বে না, জানিয়েছেন হরদীপ সিং পুরী। এরপরে আজ ষষ্ঠীর দিনে বুধবার ৯ অক্টোবর পেট্রোলের দাম (Petrol Rate Today) অন্যান্য জেলায় অনেকটাই কমে গিয়েছে। আজ তেল ভরাতে কত খরচ হবে, গাড়ি বা বাইক নিয়ে বেরনোর আগে দেখে নিন।
আজ কলকাতা-সহ অন্যান্য জেলায় জ্বালানির দর
কলকাতায় পেট্রোলের লিটার প্রতি দাম ১০৪.৯৫ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯১.৭৬ টাকা।
বাঁকুড়াতে পেট্রোলের লিটার প্রতি দাম ১০৫.৪০ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯২.১৯ টাকা।
হুগলিতে পেট্রোলের লিটার প্রতি দাম ১০৪.৯৫ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯১.৭৬ টাকা।
মুর্শিদাবাদে পেট্রোলের লিটার প্রতি দাম ১০৬.০৮ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯২.৮১ টাকা।
পশ্চিম বর্ধমানে পেট্রোলের লিটার প্রতি দাম ১০৪.৭৮ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯১.৬১ টাকা।
পশ্চিম মেদিনীপুরে পেট্রোলের লিটার প্রতি দাম ১০৫.৫০ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯২.২৪ টাকা।
মালদাতে পেট্রোলের লিটার প্রতি দাম ১০৪.৭৩ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯১.৫৬ টাকা।
উত্তর ২৪ পরগনা পেট্রোলের লিটার প্রতি দাম ১০৫.৬৯ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯২.৪৫ টাকা।
পূর্ব মেদিনীপুরে পেট্রোলের লিটার প্রতি দাম ১০৪.৪৪ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯১.২৫ টাকা।
পুরুলিয়াতে পেট্রোলের লিটার প্রতি দাম ১০৫.৬৪ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯২.৪১ টাকা।
ঘরে বসে কীভাবে মোবাইলে পেট্রোল ও ডিজেলের দাম জানবেন ?
উল্লেখ্য, প্রতিদিন পেট্রোল-ডিজেলের নতুন হার (Petrol Diesel Price Today) দেশের সরকারি তেল কোম্পানিগুলি ঘোষণা করে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের ওপর ভিত্তি করে এই দর নির্ধারণ করা হয়।উল্লেখ্য, আপনি যদি একজন BPCL গ্রাহক হন, তাহলে পেট্রল-ডিজেলের দাম দেখতে RSP <ডিলার কোড> লিখে 9223112222 নম্বরে পাঠান। অন্যদিকে, HPCL গ্রাহকরা HPPRICE <ডিলার কোড> লিখে 9222201122 নম্বরে পাঠান। পাশাপাশি ইন্ডিয়ান অয়েল (IOC) গ্রাহকরা RSP <ডিলার কোড> লিখে 9224992249 নম্বরে পাঠালে মেসেজের মাধ্যমে আজকের সর্বশেষ পেট্রল ও ডিজেলের দাম সম্পর্কে জানতে পারবেন।
আরও পড়ুন: SEBI Alert: নিশ্চিত রিটার্নের দাবি ! ১২০টিরও বেশি স্টক ব্রোকারকে শোকজ করল সেবি, তালিকায় কাদের নাম ?