Petrol Diesel Price: পেট্রোল ডিজেল সস্তা হল ৬ জেলায়, কলকাতায় কবে কমবে দাম ?
Petrol Diesel Rate on 4 July: মহারাষ্ট্র সরকার সেই রাজ্যে ডিজেলের উপর বিক্রয় কর ২৬ শতাংশ থেকে কমিয়ে আনে ২৪ শতাংশে আর তার ফলেই ডিজেলের দাম মুম্বইতে লিটারে ২ টাকা হারে কমে যায়।
Petrol Price Today: ২০২২ সালের মে মাস থেকে দেশে জ্বালানি তেলের দাম একই রয়েছে। যদিও একেক রাজ্যে একেক রকম দাম হয় পেট্রোল ডিজেলের (Petrol Diesel Price)। ২০২২ সালেই কেন্দ্র সরকার এবং কয়েকটি রাজ্যে আলাদাভাবে কর কমানো হয়েছিল জ্বালানি তেলে। তারপর থেকে দামে সেভাবে কোনও হেরফের নেই। অন্যান্য দিনের মত আজও ভোর ৬টায় তেল বিপণনকারী সংস্থাগুলি পেট্রোল ও ডিজেলের দাম (Petrol Price Today) প্রকাশ করেছে।
কিছুদিন আগেই পশ্চিমবঙ্গে রাজ্য সরকারের তরফে জ্বালানি তেলের উপর বিক্রয় কর বাড়ানো হয় যার ফলে এখানে তেলের দাম (Petrol Diesel Price) কিছুটা বেড়ে যায়। অন্যদিকে মুম্বইতে দাম কমে যায় পেট্রোল ডিজেলের। মহারাষ্ট্র সরকার সেই রাজ্যে পেট্রোল ও ডিজেলের উপর বিক্রয় কর কমিয়ে আনে, ডিজেলের উপর বিক্রয় কর ২৬ শতাংশ থেকে কমে হয় ২৪ শতাংশ আর তার ফলেই ডিজেলের দাম মুম্বইতে লিটারে ২ টাকা হারে কমে যায়।
আজ পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলাতে সস্তা হয়েছে পেট্রোল ডিজেল। গতকালের থেকে দাম কমে গিয়েছে অনেক জেলায়। আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম, জলাপাইগুড়ি, হাওড়া, হুগলি, কালিম্পং, মুর্শিদাবাদ, নদীয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম ও পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগণা জেলায় দাম কমেছে পেট্রোল ডিজেলের।
বাংলার কোন কোন জেলায় সস্তা হল পেট্রোল ডিজেল
বাঁকুড়াতে আজ পেট্রোলের দাম লিটারে ৩৩ পয়সা কমে হয়েছে ১০৫.২১ টাকা, ডিজেলের দাম প্রতি লিটারে ৩১ পয়সা কমে হল ৯২.০১ টাকা।
বীরভূমে পেট্রোলের দাম ৮ পয়সা কমে লিটারে ১০৫.৫৬ টাকা, ডিজেলের দাম প্রতি লিটারে ৭ পয়সা কমে ৯২.৩৭ টাকা।
হাওড়াতে আজ পেট্রোলের দাম লিটারে ২৯ পয়সা কমে হয়েছে ১০৪.৯৫ টাকা, ডিজেলের দাম ২৭ পয়সা কমে প্রতি লিটারে আজ ৯১.৭৬ টাকা।
হুগলিতে ৪ জুলাই পেট্রোলের দাম লিটারে ৬ পয়সা কমে হয়েছে ১০৫.২২ টাকা, ডিজেলের দাম প্রতি লিটারে ৫ পয়সা কমে হল ৯২.০১ টাকা।
নদিয়ায় আজ পেট্রোলের দাম ৪৬ পয়সা কমে হল লিটারে ১০৫.৯৭ টাকা, ডিজেলের দাম ৪৩ পয়সা প্রতি লিটারে কমে হল ৯২.৭১ টাকা।
জলপাইগুড়িতে পেট্রোলের দাম ১৩ পয়সা কমে হল লিটারে ১০৪.৬৬ টাকা, ডিজেলের দাম ১৩ পয়সা কমে প্রতি লিটারে ৯১.৪৮ টাকা।
আরও পড়ুন: Indian Spices Controversy: মশলা প্রস্তুত করতে পারবে না ১১১টি সংস্থা, লাইসেন্স বাতিল করল FSSAI