Pharma Stocks: ট্রাম্পের ২০০ শতাংশ কর আরোপের হুমকি, তবুও ব্যাপক গতি এই ফার্মা স্টকগুলিতে; দিচ্ছে দেদার মুনাফা
Pharma Stocks Rally: এই কর আরোপের হুমকি সত্ত্বেও ভারতের বাজারে বিনিয়োগকারীরা মোটেও বিচলিত হননি। আজ সকাল ৯টা ২৫ পর্যন্ত নিফটি ফার্মা সূচক ০.৪ শতাংশ বেড়ে ২২,২৫২-এর স্তরে পৌঁছে গিয়েছিল।

Pharma Stocks Rally: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমস্ত ওষুধ আমদানির উপরে ২০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। তবু এই হুমকিকে পাত্তাই (US Tariff) দেয়নি ভারতের শেয়ার বাজারের ফার্মা স্টকগুলি। ৯ জুলাই এই কর আরোপের (Pharma Stocks) হুমকির পরেও বেশ কিছু সংস্থার শেয়ারের দাম হু হু করে বেড়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে নতুন আমদানি শুল্ক আরোপের আগে ওষুধ প্রস্তুতকারকদের তাদের কার্যক্রম মার্কিন যুক্তরাষ্ট্রে স্থানান্তরিত করার জন্য সময় দেওয়া হবে। ট্রাম্প বলেন যে সমস্ত লোকজনকে দেশে আসতে এক থেকে দেড় বছর সময় দেওয়া হবে, পরে তাদের উপরে শুল্ক আরোপ করা হবে। তাদের উপর খুবই উচ্চমাত্রায় শুল্ক আরোপ করা হবে যেমন ২০০ শতাংশ। ট্রাম্প আরও বলেন যে তাদের কাজ শেষ করার জন্য একটি নির্দিষ্ট সময় দেবেন তিনি।
এই কর আরোপের হুমকি সত্ত্বেও ভারতের বাজারে বিনিয়োগকারীরা মোটেও বিচলিত হননি। আজ সকাল ৯টা ২৫ পর্যন্ত নিফটি ফার্মা সূচক ০.৪ শতাংশ বেড়ে ২২,২৫২-এর স্তরে পৌঁছে গিয়েছিল। লুপিন, বায়োকন, অরবিন্দ ফার্মা, লরাস ল্যাবস এই স্টকগুলি ছিল সকালের বাজারে টপ গেনার্স। এগুলি সবকটিই প্রাথমিক লেনদেনে ১.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছিল।
তবে বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়েছেন যে এই সম্ভাব্য কর আরোপের হুমকি ভারতের ওষুধ প্রস্তুতকারক সংস্থাগুলিকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করতে পারে যারা মার্কিন যুক্তরাষ্ট্রের জেনেরিক ওষুধ ফর্মুলেশনের রফতানির উপরে ব্যাপকভাবে নির্ভর করে। এই সংস্থাগুলি খুব কম মার্জিনে কাজ করে, এবং যদি এই সংস্থাগুলি দাম না বাড়ায় বা মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের উৎপাদন কেন্দ্র স্থানান্তর করতে সক্ষম না হয়, তাহলে কিছু কিছু সংস্থায় উৎপাদন সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাওয়ার সামিল হবে। এতে মার্কিন বাজারে ওষুধের ঘাটতি দেখা দিতে পারে।
জুলাই মাসে এখনও পর্যন্ত নিফটি ফার্মা সূচক স্থিতিশীল থেকেছে, মাত্র ০.৬ শতাংশ বেড়েছে এই সূচক। মার্কিন কর আরোপের আশঙ্কায় এই এক মাসে এই সূচকে ৫.৫ শতাংশ পতন এসেছে ইতিমধ্যেই। সোমবারের বাজারে এক ব্রোকারেজ ফার্ম ড. রেড্ডির ল্যাবরেটরিজ এবং অরবিন্দ ফার্মা স্টককে ডাউনগ্রেড করার পরে ৫টি প্রধান ফার্মা স্টকের দামের লক্ষ্যমাত্রা কমিয়ে দিয়েছে আর এর পরেই এই ফার্মা সেক্টরে আশঙ্কা দেখা গিয়েছিল।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)






















