PM Kisan: এই তারিখে অ্যাকাউন্টে পিএম কিষাণের টাকা, এইভাবে করুন কেওয়াইসি আপডেট-ব্যালেন্স চেক
PM Kisan Samman Nidhi Yojana: প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির ১২তম কিস্তির টাকা পেতে বেশিদিন অপেক্ষা করতে হবে না।
PM Kisan Samman Nidhi Yojana: প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির ১২তম কিস্তির টাকা পেতে বেশিদিন অপেক্ষা করতে হবে না। সূত্রের খবর, অগাস্ট-নভেম্বরের মধ্যে রেজিস্টার্ড সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে PM Kisan Yojana-র টাকা পৌঁছে যাবে। তবে এই টাকা পেতে কৃষকদের অবশ্যই PM Kisan eKYC প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে। দেখে নিন, কীভাবে সম্পূর্ণ করবেন এই প্রক্রিয়া।
PM Kisan: কীভাবে অনলাইনে পিএম কিষাণ ই-কেওয়াইসি পদ্ধতি সম্পূর্ণ করবেন ?
1. পিএম কিষাণের অফিশিয়াল ওয়েবসাইট দেখুন https://pmkisan.gov.in/NewHome3.aspx
2. 'eKYC' বিকল্পে ক্লিক করুন
3. এখন আপনার আধার কার্ড নম্বর ও ক্যাপচা কোড লিখুন ও 'সার্চ' এ ক্লিক করুন
4. এখন, আপনাকে আধার কার্ডের সাথে লিঙ্ক করা অফিশিয়াল মোবাইল নম্বর লিখতে হবে
5. 'Get OTP'-এ ক্লিক করুন ও আপনি আপনার নম্বরে OTP পাবেন
6. শেষে নির্দিষ্ট জায়গায় ওটিপি লিখুন ও এন্টার টিপুন
কীভাবে অফলাইনে প্রধানমন্ত্রী কিষাণ কেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ করবেন?
1. আপনার নিকটতম PM KISAN CSC কেন্দ্রে যান।
2. PM কিষাণ অ্যাকাউন্টে আপনার আধার আপডেট করুন
3. PM KISAN অ্যাকাউন্টে লগ ইন করতে আপনার বায়োমেট্রিক্স লিখুন
4. এখন আধার কার্ড নম্বর আপডেট করুন
5. কেন্দ্রে ফর্ম জমা দিন।
6. শেষে আপনি আপনার ফোনে একটি নিশ্চিতকরণ বার্তা পাবেন৷
PM-কিষাণ কিস্তি চেক করার পদক্ষেপ
১ সরকারের অফিশিয়াল ওয়েবসাইটে যান - https://pmkisan.gov.in/ এখন
২ হোমপেজে ‘Farmer’s Corner Section খুঁজুন
৩ 'বেনিফিশিয়ারি স্ট্যাটাস' বিকল্পটি নির্বাচন করুন।
৪ এখানে, সুবিধাভোগী তার আবেদনের স্থিতি পরীক্ষা করতে পারেন।
৫ তালিকায় কৃষকের নাম ও তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত টাকা পাঠানো হয়েছে তার পরিমাণ থাকবে।
৬ এখন আপনার আধার নম্বর বা অ্যাকাউন্ট নম্বর বা মোবাইল নম্বর লিখুন।
৭ তারপর ‘Get data’-য় ক্লিক করুন
আরও পড়ুন : EPFO New Update: ইপিএফ-এ পেতে পারেন আরও বেশি সুদ, শীঘ্রই বড় সিদ্ধান্ত !