Rojgar Mela: রোজগার প্রকল্পে সরকারি চাকরি পেল ৫১ হাজার যুবক, নিয়োগপত্র দিলেন মোদি
PM Modi: এই নিয়োগপত্র তুলে দেওয়ার পাশাপাশি ৭০ বছর বা তার বেশি বয়সীদের জন্য নরেন্দ্র মোদি চালু করবেন স্বাস্থ্যবিমা প্রকল্প। আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনে এই স্বাস্থ্যবিমা প্রকল্প শুরু হবে।
PM Modi: আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) দেশের যুবক ও প্রবীণদের জন্য বড় উপহার দিতে চলেছেন। রোজগার মেলার অধীনে সরকারি বিভাগগুলিতে মোট ৫১ হাজার যুবকের হাতে নিয়োগপত্র (Rojgar Mela) তুলে দেবেন তিনি। এই চাকরি মেলার (Job News) উদ্বোধনও করবেন তিনি। ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রার্থীদের নিয়োগপত্র দেবেন প্রধানমন্ত্রী।
সত্তরোর্ধ্ব প্রবীণদের জন্য শুরু হবে স্বাস্থ্যবিমা প্রকল্প
এই নিয়োগপত্র তুলে দেওয়ার পাশাপাশি ৭০ বছর বা তার বেশি বয়সীদের জন্য নরেন্দ্র মোদি চালু করবেন স্বাস্থ্যবিমা প্রকল্প। আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনে এই স্বাস্থ্যবিমা প্রকল্প শুরু করা হবে। এছাড়া আজ আরও কিছু কিছু প্রকল্প চালু করবেন তিনি। দেশের স্বাস্থ্য পরিষেবা বিভাগে ১২,৮৫০ কোটি টাকার প্রকল্প শুরু করবেন মোদি।
রোজগার মেলায় দেওয়া হবে চাকরি
দেশে কর্মসংস্থান বাড়ানোর জন্য প্রতি বছর রোজগার মেলা আয়োজন করেন নরেন্দ্র মোদি। যুবক-তরুণদের কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়াই এই মেলার মুখ্য উদ্দেশ্য। দেশ ও জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার যোগ্য করে তুলতেই এই কর্মসংস্থান আদপেই জরুরি। দেশের মধ্যে মোট ৪০টি স্থানে এই চাকরি মেলার আয়োজন করা হয়েছে। এই চাকরি মেলার মাধ্যমে মূলত ফ্রেশারদের কেন্দ্র সরকারি বিভিন্ন দফতরে নিয়োগ করা হবে। সরকারের রাজস্ব বিভাগ, উচ্চশিক্ষা বিভাগ, স্বরাষ্ট্রমন্ত্রক, স্বাস্থ্য ও পরিবার মন্ত্রকে এই রোজগার মেলার মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে।
নিয়োগের পরে IGOT কর্মযোগী পোর্টালের অধীনে 'কর্মযোগী প্রাধ্যম' নামে একটি অনলাইন প্রশিক্ষণ মডিউলে কর্মীদের প্রাথমিক প্রশিক্ষণ দেওয়া হবে। এই পোর্টালে পাওয়া যাবে ১৪০০-রও বেশি ই-লার্নিং সিলেবাস। এই নতুন পোর্টালের প্রশিক্ষণ মডিউলে দেশের উন্নতির লক্ষ্যে প্রয়োজনীয় সমস্ত স্কিল শেখানো হবে যার মাধ্যমে নতুন নিয়োগপ্রাপ্ত কর্মীরাও নিজেদের পেশাগত স্তরে উন্নতি করতে পারবে। ২০২২ সালের ২২ অক্টোবর থেকে দেশে শুরু হয়েছিল এই রোজগার মেলা। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র প্রসাদ জানান যে এই রোজগার মেলার মাধ্যমে একটি বোতাম টিপেই ৫১ হাজার বেকার যুবককে চাকরি দিয়েছেন নরেন্দ্র মোদি।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
Dhanteras 2024: ধনতেরসে সোনা-রুপো বা হীরের গয়না কিনবেন ? এই ৫ সংস্থা দিচ্ছে দুরন্ত ছাড়