Small Savings Scheme: এই সরকারি প্রকল্প দিচ্ছে ৭.৪ শতাংশ সুদ, মাসে উপার্জনের সুবিধা
Post Office Monthly Income Scheme: নিরাপদ ভবিষ্যতের পাশাপাশি এই সরকারি আর্থিক প্রকল্প দেবে ভাল রিটার্ন।
Post Office Monthly Income Scheme: নিরাপদ ভবিষ্যতের পাশাপাশি এই সরকারি আর্থিক প্রকল্প দেবে ভাল রিটার্ন। নতুন করে সুদেরহার বৃদ্ধির পর ৭.৪ শতাংশ সুদ পাবেন এই প্রকল্পে। জেনে নিন, এর বৈশিষ্ট্য ও সুবিধা।
Investment Plan: জনগণকে অর্থ সঞ্চয় করতে উৎসাহিত করতে ও তাদের একটি নিরাপদ বিনিয়োগের বিকল্প দিতে বেশ কয়েকটি সঞ্চয় প্রকল্প নিয়ে এসেছে সরকার। ভারত সরকারের দেওয়া কিছু জনপ্রিয় সঞ্চয় প্রকল্প হল পাবলিক প্রভিডেন্ট ফান্ড, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট, সুকন্যা সমৃদ্ধি যোজনা, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম এবং কিষাণ বিকাশ পাত্র (KVP)।
MIS Update: ন্যাশনাল সেভিংস মাসিক ইনকাম স্কিম অ্যাকাউন্ট হল ভারতে এমনই একটি সরকার-সমর্থিত সঞ্চয় প্রকল্প যা বিনিয়োগকারীদের একটি নির্দিষ্ট মাসিক আয় দিয়ে থাকে। এটি পোস্ট অফিসের মাধ্যমে করতে পারবেন বিনিয়োগকারীরা। সারা দেশে সব পোস্ট অফিসে পাওয়া যায় এই প্রকল্প।
পোস্ট অফিস মাসিক ইনকাম স্কিম অ্যাকাউন্ট (MIS)
পোস্ট অফিস মাসিক আয় স্কিম অ্যাকাউন্ট পোস্ট অফিসের অফার করা একটি জনপ্রিয় সঞ্চয় প্রকল্প। এটি একটি স্বল্প-ঝুঁকির সঞ্চয় প্রকল্প যা সুদের একটি নির্দিষ্ট হার অফার করে ও বিনিয়োগকারীদের আয়ের একটি নিয়মিত উৎস প্রদান করে।
এখানে পোস্ট অফিস এমআইএস অ্যাকাউন্টের কিছু মূল বৈশিষ্ট্য রয়েছে:
এখানে ন্যূনতম ১০০০টাকা বা এর গুণিতকে বিনিয়োগ করা যায়।
এখানে সিঙ্গল অ্যাকাউন্টে সর্বাধিক ৯ লক্ষ টাকা এবং যৌথ অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা বিনিয়োগ করা যেতে পারে।
একজন আমানতকারী এই স্কিমের অধীনে একটির বেশি অ্যাকাউন্ট খুলতে পারেন।
একজন অভিভাবকও একজন নাবালকের পক্ষে এখানে একটি অ্যাকাউন্ট খোলা সম্ভব।
আমানতের ২ শতাংশ কেটে নেওয়ার পরে অ্যাকাউন্টটি এক বছরের আগে কিন্তু তিন বছরের মেয়াদ শেষ হওয়ার আগে বন্ধ করা যেতে পারে।
যদি অ্যাকাউন্টটি তিন বছরের মেয়াদ শেষ হওয়ার পরে বন্ধ হয়ে যায় তবে জমার ১ কেটে নেওয়া হবে।
কে একটি পোস্ট অফিস মাসিক আয় স্কিম অ্যাকাউন্ট খুলতে পারে?
একক প্রাপ্তবয়স্ক জয়েন্ট অ্যাকাউন্ট (৩ প্রাপ্তবয়স্ক পর্যন্ত) (জয়েন্ট এ বা জয়েন্ট বি)) অপ্রাপ্তবয়স্কের পক্ষে একজন অ্য়াকাউন্ট খুলতে পারেন।
অভিভাবক নিজের নামে ১০ বছরের বেশি বয়সী নাবালকের জন্য অ্য়াকাউন্ট খুলতে পারেন।
পোস্ট অফিস মাসিক আয় প্রকল্প অ্যাকাউন্ট: মেয়াদের আগেই অ্যাকাউন্ট বন্ধ
আমানতের তারিখ থেকে ১ বছরের মেয়াদ শেষ হওয়ার আগে কোনও আমানত তোলা যাবে না।
যদি অ্যাকাউন্টটি ১ বছর পরে এবং অ্যাকাউন্ট খোলার তারিখ থেকে ১ বছরের আগে বন্ধ করা হয়, তাহলে মূল থেকে ২ শতাংসের সমান টাকা কাটা হবে। অবশিষ্ট অর্থ পেয়ে যাবেন আমানতকারী।
যদি একটি অ্যাকাউন্ট ৩ বছর পরে এবং অ্যাকাউন্ট খোলার তারিখ থেকে ৫ বছরের আগে বন্ধ হয়ে যায়, তাহলে মূল থেকে ১ শতাংশ টাকা কাটা হবে।
সংশ্লিষ্ট পোস্ট অফিসে একটি পাস বই সহ একটি নির্ধারিত আবেদনপত্র জমা দিয়ে অ্যাকাউন্টটি সময়ের আগেই বন্ধ করা যেতে পারে।
পোস্ট অফিস মাসিক আয় প্রকল্প অ্যাকাউন্ট: মেদারপূরণের সময়
সংশ্লিষ্ট পোস্ট অফিসে একটি পাস বই সহ একটি নির্ধারিত আবেদনপত্র জমা দিয়ে খোলার তারিখ থেকে ৫ বছরের মেয়াদ শেষ হলে অ্যাকাউন্ট বন্ধ করা যেতে পারে।
যদি অ্যাকাউন্টধারীর মেয়াদপূর্তির আগে মৃত্যু হয়, তাহলে অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া হতে পারে। সেই ক্ষেত্রে অর্থ নমিনি/আইনগত উত্তরাধিকারীদের কাছে ফেরত দেওয়া হবে। পূর্ববর্তী মাস পর্যন্ত সুদ প্রদান করা হবে, যাতে ফেরত দেওয়া হয়।
পোস্ট অফিস মাসিক আয় প্রকল্প অ্যাকাউন্ট: সুদের হার
এপ্রিল ১, ২০২৩ থেকে ৩০ জুন, ২০২৩ পর্যন্ত সুদের হার হল প্রতি বছর ৭.৪ শতাংশ৷
আরও পড়ুন : PAN Aadhaar Linking: আধার প্যান লিঙ্কের নিয়মে পরিবর্তন, ১০০০ টাকা লেট ফি দেওয়ার আগে জানুন