HUL Hike Prices: ২০ শতাংশ পর্যন্ত দাম বাড়ল সাবান ও ডিটারজেন্টের, কত দামি হল রিন, ডাভ, ভিম বার ?
HUL Hike Prices: কোম্পানি জানিয়েছে, ক্রমাগত কাঁচামালের দাম বৃদ্ধির কারণেই সাবান ও ডিটারজেন্টের দাম বাড়ানো হয়েছে। গত বছরও ইনপুট খরচ বেড়ে যাওয়ায় সাবান ও সার্ফের দাম বাড়ানো হয়েছিল।
HUL product price hike: ফের মূল্যবৃদ্ধির কবলে পড়ল সাধারণ মানুষ। পেট্রল-ডিজেলের পর দামি হয়েছে গ্যাস সিলিন্ডার। এবার সেই তালিকায় নাম লেখাল সাবান ও সার্ফ। হিন্দুস্তান ইউনিলিভার (HUL) জানিয়েছে, সাবান ও গুড়ো সাবানের দাম বাড়িয়েছে কোম্পানি। জেনে নিন, হুইল, রিন, লাইফবয় সহ অন্য সাবানের কত দাম বাড়ল।
Surf Excel Price: কেন দাম বাড়াল কোম্পানি ?
কোম্পানি জানিয়েছে, ক্রমাগত কাঁচামালের দাম বৃদ্ধির কারণেই সাবান ও ডিটারজেন্টের দাম বাড়ানো হয়েছে। গত বছরও ইনপুট খরচ বেড়ে যাওয়ায় সাবান ও সার্ফের দাম বাড়ানো হয়েছিল। বর্তমানে ২০ শতাংশ পর্যন্ত পণ্যের দাম বাড়িয়েছে এই এফএমসিজি কোম্পানি। যেই কারণে আগের থেকে দাম বাড়াল হুইল, রিন, লাইফবয় সহ অনেক সাবানের।
HUL Hike Prices: কত দাম বাড়ল কার ?
ডাভ ও পিয়ারসের প্রতি ইউনিট 125 গ্রাম প্যাকের দাম 10-12 টাকা বাড়ানো হয়েছে। একই সময়ে, লাইফবয় সাবানের 4 টি স্টিকযুক্ত 1 বান্ডিলের দাম 124-136 টাকা করা হয়েছে। পাশাপাশি 500 গ্রাম ও 1 কেজি হুইল ডিটারজেন্টের প্যাকের দাম 32 টাকা থেকে 33 টাকা ও 63 টাকা থেকে 65 টাকা করা হয়েছে। কোম্পানি ভিম লিকুইডের 500 মিলি পাউচের দাম 99 টাকা থেকে বাড়িয়ে 104 টাকা করেছে।
Price Hike: ক্রমাগত কাঁচামালের দাম বাড়ায় পণ্যের দাম বাড়াচ্ছে প্রতিষ্ঠানটি। তবে HUL এক নয়, এই পথে হাঁটতে চলেছে আরও FMCG কোম্পানিগুলি। মূলত, ডিজেলের দাম বৃদ্ধি কোম্পানিগুলিকে দাম বাড়াতে বাধ্য করেছে।রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব পড়ছে সারা পৃথিবীতে। অপরিশোধিত তেলের দাম আন্তর্জাতিক বাজারে বৃদ্ধি হওয়ায় ভারতেও দাম বেড়েছে পেট্রল-ডিজেলের। যেহেতু ভারী পণ্যবাহী গাড়ি ডিজেল নির্ভর,তাই পণ্য সরবরাহের ক্ষেত্রে বেশি খরচ হচ্ছে কোম্পানিগুলির। এমনকী কাঁচামালের দাম বাড়ায় বেড়েছে প্রোডাকশন কস্ট। সেই কারণেই প্রেডাক্টের দাম বৃদ্ধির পথে হাঁটছে কোম্পানিগুলি।
আরও পড়ুন : Post Office Scheme: ১ টাকার কয়েন নিয়ে সমস্যা ! সমাধান পেতে করুন এই কাজ