RBI Action: তিন ব্যাঙ্কের উপর কড়া পদক্ষেপ RBI-এর, কী সিদ্ধান্ত হল ?
Penalty on Banks: দেশের বৃহত্তম ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, কানারা ব্যাঙ্ক এবং সিটি ইউনিয়ন ব্যাঙ্কের উপর কড়া ব্যবস্থা নিল আরবিআই। কী সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় ব্যাঙ্ক ?
Penalty on Banks: দেশের বেশ কিছু রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক নিয়ন্ত্রক বিধি (Regulatory Norms) উল্লঙ্ঘন করায় তাদের উপর কড়া পদক্ষেপ করল ভারতের রিজার্ভ ব্যাঙ্ক। এমনকী ৩ কোটি টাকার জরিমানাও ধার্য করা হয়েছে এই ব্যাঙ্কগুলির উপর। একটি এনবিএফসিও এই জরিমানার আওতায় পড়েছে। দেশের বৃহত্তম ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI), কানারা ব্যাঙ্ক (Canara Bank) এবং সিটি ইউনিয়ন ব্যাঙ্কের (City Union Bank) উপর কড়া ব্যবস্থা নিল আরবিআই।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার উপর ২ কোটি টাকার জরিমানা
জানা গিয়েছে, স্টেট ব্যাঙ্ক ডিপোজিটর অ্যাওয়ারনেস ফান্ড স্কিম ২০১৪-এর কিছু নিয়মনীতি লঙ্ঘন করার অপরাধে সোমবার আরবিআইয়ের (RBI) পক্ষ থেকে এই ব্যাঙ্কের (State Bank of India) উপর জরিমানা আরোপের সিদ্ধান্ত জানানো হয়েছে। এছাড়া সিতি ইউনিয়ন ব্যাঙ্কের উপরেও ৬৬ লক্ষ টাকা জরিমানা আরোপ করেছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। জানা গিয়েছে, স্টেট ব্যাঙ্ক RBI-এর এনপিএ অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত আয় স্বীকৃতির কিছু গুরুত্বপূর্ণ বিধি, সম্পদের শ্রেণিবিভাগ এবং অগ্রিম বিধানের নিয়ম ছাড়াও আরও কিছু রাষ্ট্রায়ত্ত নিয়মের উল্লঙ্ঘনের আরোপ করা হয়েছে। নির্দেশিকা না মানার অভিযোগ রয়েছে কানারা ব্যাঙ্কের উপরেও। এই কানারা ব্যাঙ্কের উপর ৩২.৩০ লক্ষ টাকা জরিমানা ধার্য করেছে আরবিআই।
পদক্ষেপ করা হয়েছে Ocean Capital Market Ltd.-এর বিরুদ্ধেও
আরবিআই জানিয়েছে, ওড়িশার রৌরকেল্লায় অবস্থিত ওশান ক্যাপিটাল মার্কেটের উপরেও ১৬ লক্ষ টাকার জরিমানা আরোপ করা হয়েছে। এই সংস্থার উপরে এনবিএফসি (NBFC) সংক্রান্ত নিয়ম-নীতি না মানার অভিযোগ রয়েছে। কেন্দ্রীয় ব্যাঙ্কের সূত্রে জানা গিয়েছে, নিয়ন্ত্রক তদন্তে ফাঁক খুঁজে পাওয়া গিয়েছে বলেই এই জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই সিদ্ধান্ত ব্যাঙ্কের গ্রাহকের উপর কোনও প্রভাব ফেলবে না।
পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে
৩১ জানুয়ারি নিয়ন্ত্রক নিয়ম লঙ্ঘনের কারণে পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের বিরুদ্ধেও আমানত জমায় নিষেধাজ্ঞা জারি করেছিল কেন্দ্রীয় ব্যাঙ্ক। আদেশ অনুসারে পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক আগামী ১৫ মার্চের পর থেকে আর আমানত, ক্রেডিট লেনদেন, টপ আপ লেনদেন করতে পারবে না। সোমবার পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের সহ প্রতিষ্ঠাতা বিজয় শেখর শর্মা নন-এক্সিকিউটিভ চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিয়েছেন। One97 Communications Limited পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের বোর্ড থেকে তাঁর মনোনীত প্রার্থীকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে। এর পরেই পদত্যাগ করেছেন বিজয় শেখর শর্মা। ভবিষ্যতে আবারও একটি বোর্ড গঠন করা হবে এবং পেটিএম ব্যাঙ্কের ব্যবসা পরিচালনা করবে এই নতুন সংগঠিত বোর্ড।
আরও পড়ুন: Vijay Shekhar Sharma: পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের বোর্ড থেকে ইস্তফা বিজয়শেখর শর্মার