RBI Repo Rate: বদল নেই রেপো রেটে! বাড়ি-গাড়ি ঋণে স্বস্তি- নাগরিকের!
Loan EMI:রেপো রেট অপরিবর্তিত থাকায় ব্যাঙ্কগুলিও ঋণের সুদের হার অপরিবর্তিত রাখবে বলে আশা করা হচ্ছে।
নয়াদিল্লি: সাধারণ নাগরিককে স্বস্তি দিয়ে রেপো রেট অপরিবর্তিত রাখল ভারতের রিজার্ভ ব্যাঙ্ক। আগের ৬.৫ শতাংশ হারই অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই নিয়ে টানা তৃতীয়বারের জন্য অপরিবর্তিত থাকল RBI-এক রেপো রেট। এদিন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন, Monetary Policy Committee- এর সবাই এক সিদ্ধান্তে এসেছেন যে এবারও রেপো রেট অপরিবর্তিত রাখা হবে। রেপো রেট অপরিবর্তিত থাকায় ব্যাঙ্কগুলিও ঋণের সুদের হার অপরিবর্তিত রাখবে বলে আশা করা হচ্ছে। সেক্ষেত্রের পকেটে অতিরিক্ত চাপ পড়ার চিন্তাও থাকবে না বলে আশা।
রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর জানিয়েছেন, বিশ্ববাজারের নানা ধাক্কা এলেও ভারতীয় অর্থনীতি নিজের শক্তিশালী জায়গা বজায় রেখেছে। এখন যা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে অর্থনীতি ও ব্যবসার জগৎ, তাতেও ভারত লাভ করতে পারবে। বিশ্বের মোট Growth-এর ১৫ শতাংশ ভারতের, দাবি শক্তিকান্ত দাসের।
মুদ্রাস্ফীতি নিয়ে অবশ্য আশঙ্কার কথা শুনিয়েছে ভারতের রিজার্ভ ব্যাঙ্ক। চলতি অর্থবর্ষে মুদ্রাস্ফীতি আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে তারা। ৫.১ শতাংশ থেকে ৫.৪ শতাংশে পৌঁছতে পারে মূল্যবৃদ্ধি। সবজির দাম চড়া, সেই কারণেই এমন হতে পারে। মে মাসে মুদ্রাস্ফীতির হার ছিল ৪.৩ শতাংশ, জুনে সেটা পৌঁছেছে ৪.৮ শতাংশে। জুলাই এবং আগস্টে এই হার আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর বলেছেন, টোম্যাটোর দাম বাড়তে থাকায় জুলাই মাসে খাদ্যদ্রব্যের দাম বাড়তে পারে। তবে তাঁর আশ্বাস, এই মূল্যবৃদ্ধি স্বল্প সময়ের জন্য হবে, শীঘ্রই দাম কমে আসবে।
আমাদের দেশের ব্যাঙ্কগুলির স্বাস্থ্য খুবই ভাল অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন রিজার্ভ ব্যাঙ্কের গর্ভনর। মূলধনের পরিমাণ অনেকটাই বেশি, নন পারফর্মিং অ্যাসেটের পরিমাণ কমেছে। ব্যাঙ্কগুলির লাভের খতিয়ানও বেড়েছে বলে জানিয়েছেন তিনি।
ঋণ কাঠামো নিয়েও প্রস্তাব:
ঋণের ও সুদের ক্ষেত্রে ফ্লেক্সিবিলিটি এবং স্বচ্ছতা যাতে আরও বাড়ে তার জন্য রিজার্ভ ব্যাঙ্ক একটি প্রস্তাব সামনে এনেছে। ফ্লোটিং ইন্টারেস্ট লোনের (floating interest loan) ক্ষেত্রে সুদের হার স্থির করার জন্য একটি স্বচ্ছ ফ্রেমওয়ার্কের প্রস্তাব দেওয়া হয়েছে।
UPI-এর মাধ্যমে অফলাইন পেমেন্ট:
ভারতের রিজার্ভ ব্যাঙ্ক UPI-এ অফলাইন পেমেন্টের সুবিধা আনবে বলে জানিয়েছে। near-field communication-এর মাধ্যমে এই সুবিধা দেওয়া হবে। UPI Lite-এর মাধ্যমে এই লেনদেনের সীমা ২০০ থেকে বাড়িয়ে ৫০০ টাকা করা হচ্ছে।
আরও পড়ুন: বড়সড় সিদ্ধান্ত লার্সেন অ্যান্ড টুব্রোর! কিনে নিতে পারে এই অংশীদারিত্ব