Rekha Jhunjhunwala: টাটার এই ৫ শেয়ার বেচে দিলেন রেখা ঝুনঝুনওয়ালা, দাম কি পড়বে ?
Share Market: ডিসেম্বর ত্রৈমাসিকের শেষ পর্যন্ত টাটা কমিউনিকেশনে রেখার (Rekha Jhunjhunwala Portfolio) স্টেক ছিল ১.৮ শতাংশ, এখন তা কমে হয়েছে ১.৬ শতাংশ।
Share Market: দেশের অন্যতম ধনকুবের বিনিয়োগকারীদের মধ্যে শীর্ষে আছেন রেখা ঝুনঝুনওয়ালা। তাঁর পোর্টফোলিওর দিকেই নজর থাকে অন্যান্য বিনিয়োগকারীদের। কোন শেয়ার তিনি কিনলেন, কোন শেয়ার বিক্রি করলেন, এসব নিয়েই চর্চা চলে বাজারে। কারণ রেখা ঝুনঝুনওয়ালা (Rekha Jhunjhunwala Portfolio) যে সংস্থাতেই বিনিয়োগ করেন, তাই মাল্টিব্যাগার রিটার্ন এনে দেয়। সম্প্রতি জানা গিয়েছে টাটা কমিউনিকেশনস সহ আরও ৪টি টাটার শেয়ার বিক্রি করে দিলেন রেখা ঝুনঝুনওয়ালা।
কোন সংস্থায় স্টেক কমালেন রেখা ঝুনঝুনওয়ালা
ডিসেম্বর ত্রৈমাসিকের শেষ পর্যন্ত টাটা কমিউনিকেশনে রেখার (Rekha Jhunjhunwala Portfolio) স্টেক ছিল ১.৮ শতাংশ, এখন তা কমে হয়েছে ১.৬ শতাংশ। এছাড়া রাঘব প্রোডাক্টিভিটি এনহান্সার, কানারা ব্যাঙ্ক, ফর্টিস হেলথকেয়ার, এনসিসিতে তাঁর স্টেক কমিয়ে ফেলেছেন ইতিমধ্যেই। মূলত রাকেশ ঝুনঝুনওয়ালার মৃত্যুর পর তাঁর পোর্টফোলিওর দায়িত্বই সামলান তাঁর স্ত্রী রেখা ঝুনঝুনওয়ালা।
শেয়ারের দাম কমছিল এই সংস্থার
রাঘব প্রোডাক্টিভিটি সংস্থায় রেখা ঝুনঝুনওয়ালার (Rekha Jhunjhunwala Portfolio) স্টেক এখন কমে হয়েছে ০.১ শতাংশ। তাছাড়া কানারা ব্যাঙ্ক, ফর্টিস হেলথকেয়ারে নিজের ০.৬ শতাংশ স্টেক বিক্রি করেছে রেখা ঝুনঝুনওয়ালা। ২০২৪ সালে এসে রাঘব প্রোডাক্টিভিটি সংস্থার শেয়ারের দাম ১৫ শতাংশ কমে গিয়েছে। এটি একটি সিলিকা র্যামিং মাস নির্মাতা সংস্থা। অনেক বিনিয়োগকারীই এই সংস্থার শেয়ার বিক্রি করতে শুরু করেছেন। তবে অন্যদিকে বিগত অর্থবর্ষের তুলনায় এই বছর কানারা ব্যাঙ্কের শেয়ারে বিপুল মুনাফা এসেছে। এক বছরের মধ্যেই এই শেয়ার ১০০ শতাংশ রিটার্ন এনে দিয়েছে। ২০২৪ সালে এই সংস্থার শেয়ারের দাম বেড়েছে ৩৮ শতাংশ। এছাড়া এনসিসিতে ১২.৫ শতাংশ এবং ফর্টিসে ৪.১ শতাংশ স্টেক ধরে রেখেছেন রেখা ঝুনঝুনওয়ালা।
পোর্টফোলিওর মূল্য ৫০,২৩০ কোটি টাকা
রেখা ঝুনঝুনওয়ালা এখন মোট ২৬টি কোম্পানির শেয়ারহোল্ডার। তাঁর মোট সম্পদের পরিমাণ ৫০,২৩০ কোটি টাকা। টাটা মোটরস, টাইটান, ইন্ডিয়ান হোটেলস, নাজারা টেক, ডেল্টা কর্পোরেশনের মত বড় বড় সংস্থার শেয়ার রয়েছে তাঁর ঝুলিতে।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না। )