নয়াদিল্লি: উৎসবের মরশুমে রয়্যাল এনফিল্ডের (Royal Enfield) বাইক কিনবেন বলে ঠিক করেছেন। কিছুদিন অপেক্ষা করলে পেতে পারেন আরও বেশকিছু মডেল। অটো ব্লগারদের রিপোর্ট বলছে, বছর শেষের আগেই আরও দুটো মডেল লঞ্চ করতে চলেছে ইন্ডিয়ান ক্রুজার বাইকের জায়ান্ট।


সম্প্রতি Classic 350 লঞ্চ করেছে Royal Enfield। নতুন বাইকে বেশকিছু আপডেট এনেছে কোম্পানি। বিশেষ করে বাইকের ইঞ্জিন ও কালার অপশন চমকে দিয়েছে রয়্যাল এনফিল্ড অনুরাগীদের। এর ক্রোম ফিনিস ক্রজার বাইকের ডিজাইন ল্যাঙ্গোয়েজ বদলে দিয়েছে। তবে কোম্পানি জানাচ্ছে, এ বছর এখানেই থমকে থাকছে না (RE)। আগামী কয়েক মাসের মধ্যেই লঞ্চ হতে চলেছে কোম্পানির বেশকিছু নতুন মডেল।


Royal Enfield Scram 411
অটো সাইটগুলির রিপোর্ট বলছে, Royal Enfield Himalayan-এর ওপর কাজ করছে কোম্পানি। শীঘ্রই এই বাইকের ডিজাইনের ওপর বেস করে একটা সাধারণ রোড নির্ভর বাইক আনতে চলেছে (RE)। শোনা যাচ্ছে, এর ইঞ্জিন পাওয়ার আগের মতোই হবে। রাফ রোডে চলতে হবে না বলে বদলে দেওয়া হবে উঁচু-নিচু রাস্তায় চলার টায়ার। ইতিমধ্যেই এই বাইকের কিছু গোপন ছবি প্রকাশ্যে এসেছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে লঞ্চ হতে পারে এই বাইক।


Royal Enfield 650 Twins Anniversary Edition
২০২১ সালেই ১২০ বছর পূর্ণ হতে চলেছে রয়্যাল এনফিল্ডের।চেন্নাইয়ের কোম্পানির এই স্মৃতির কথা মাথায় রেখে 650 Twins Anniversary Edition আনতে চলেছে কোম্পানি। যেখানে Interceptor 650 ছাড়াও Continental GT 650-এর রং বদলে দেবে কোম্পানি। সামান্য দাম বাড়িয়ে এই নতুন এডিশন বাজারে আনবে চেন্নাইয়ের কোম্পানি। এই দুই মডেল দিয়েই বিশ্ব বাজারে ধামাকা করে দিয়েছে Royal Enfield। 


Royal Enfield Cruiser 650 (Shotgun)
ভারতীয় বাজারে বহু প্রতীক্ষিত বাইক রয়্যাল এনফিল্ড শটগান। ইতিমধ্যেই বাইকের বেশকিছু ছবি প্রকাশ্যে এসেছে। রাস্তায় এর টেস্ট করতে দেখা গিয়েছে কোম্পানিকে। শটগান নামেই রেজিস্ট্রেশন সেরেছে বাইকের নাম। ক্রুজার টাইপ বাইক হলেও ববার লুক দেওয়া হয়েছে গাড়িতে। ভারতের বাজারে লঞ্চ হলে Kawasaki Vulcan S-এর সঙ্গে প্রতিযোগিতা হবে এই বাইকের।


আরও পড়ুন : How To Control A Car: গাড়ির ব্রেক ফেল করলে কীভাবে বাঁচবেন দুর্ঘটনা থেকে ? মেনে চলুন এই রুল


আরও পড়ুন : Honda BR-V Launch: ভোল বদলে প্রিমিয়াম লুক, প্রকাশ্যে এল নতুন Honda BR-V


আরও পড়ুন : TVS Raider 125 launch: Honda ও HERO-র সঙ্গে হবে লড়াই, বাজারে এল TVS Raider 125


আরও পড়ুন : MG Astor India: Creta-Seltos-এর সঙ্গে লড়াই ! সামনে এল MG Astor SUV