SBI Strong Password Tips: সঠিক পাসওয়ার্ডে সুরক্ষিত রাখুন টাকা, আট টিপস
SBI Password: ডিজিটাল ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে গ্রাহকদের জন্য অনলাইন পরিষেবাগুলি আরও সুরক্ষিত করতে এবার নয়া পন্থা অবলম্বনের কথা জানাচ্ছে এসবিআই।
নয়া দিল্লি: ডিজিটাল যুগে ইন্টারনেটের মাধ্যমে ডিজিটাল লেনদেন যেমন সহজ তেমন প্রতারণারও অনেক ঝুঁকি থাকে। গ্রাহকদের বিশেষ করে প্রবীণ নাগরিকদের জন্য এই ইন্টারনেট ব্যাঙ্কিং অনেকসময়ই সমস্যা সৃষ্টি করে। মূলত পাসওয়ার্ডের জন্য। টাকা লেনদেন যাতে সুরক্ষিত ভাবে করতে পারা যায়, সেই চেষ্টাই করছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
ডিজিটাল ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে গ্রাহকদের জন্য অনলাইন পরিষেবাগুলি আরও সুরক্ষিত করতে এবার নয়া পন্থা অবলম্বনের কথা জানাচ্ছে এসবিআই। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ইন্টারনেট ব্যাঙ্কিং পরিষেবা অনলাইনএসবিআই নামে পরিচিত তা যাতে কর্পোরেট গ্রাহকরা যে কোনও জায়গা থেকে অ্যাকাউন্টগুলি অ্যাক্সেস করতে পারেন সেদিকে নজর দিচ্ছে।
OnlineSBI-এ একটি অনলাইন ব্যাঙ্কিং অ্যাকাউন্ট খুলতে গ্রাহকদের একটি শক্তিশালী ইউজার আইডি এবং পাসওয়ার্ড তৈরি করার কথা জানিয়েছে। অনলাইন স্ক্যাম এবং প্রতারণামূলক কার্যকলাপের কথা মাথায় রেখে ঋণদাতা সম্প্রতি সাইবার অপরাধ এড়াতে একটি শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করার বিভিন্ন উপায় শেয়ার করেছে।
টুইটার হ্যান্ডেলের মাধ্যমে এসবিআই সম্প্রতি বলেছে যে "একটি শক্তিশালী পাসওয়ার্ড উচ্চ স্তরের নিরাপত্তা নিশ্চিত করে। এখানে ৮টি উপায় রয়েছে যার মাধ্যমে আপনি একটি শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করতে পারেন এবং সাইবার অপরাধ থেকে নিজেকে রক্ষা করতে পারেন।"
কীভাবে তা করবেন দেখুন-
* বড় হাতের এবং ছোট হাতের অক্ষর মিলিয়ে মিশিয়ে পাসওয়ার্ড তৈরি করুন। যেমন- aBjsE7uG
* সংখ্যা এবং প্রতীক উভয়ই ব্যবহার করুন। যেমন AbjsE7uG61!@
* পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে ন্যূনতম ৮টি অক্ষর ব্যবহার করুন। যেমন aBjsE7uG
* কোন সাধারণ আভিধানিক শব্দ ব্যবহার করবেন না। যেমন itislocked বা thisismypassword জাতীয়
* 'qwerty' বা "asdfg'-এর মতো স্মরণীয় কীওয়ার্ড পাথ ব্যবহার করবেন না৷ পরিবর্তে, আপনার কীবোর্ডের অন্য ইমোটিকন ব্যবহার করুন
* 12345678 বা abcdefg এই জাতীয় পাসওয়ার্ড ব্যবহার করবেন না
* আপনার পাসওয়ার্ড দীর্ঘ রাখুন এবং আপনার পরিবার/জন্ম তারিখ ব্যবহার করবেন না