এক্সপ্লোর
Aadhaar Card: ৫ বছর এবং ১৫ বছর বয়সীদের আধার কার্ডে এই কাজগুলি করা দরকার, জানুন নিয়ম
Aadhaar Card Rules: ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা, স্কুলে ভর্তি থেকে চাকরি সবেতেই গুরুত্বপূর্ণ নথি হিসেবে প্রয়োজন হয় আধার কার্ডের। এই আধার কার্ড শিশুদের ক্ষেত্রে ৫ বছর ও ১৫ বছরে আপডেট করানো দরকার।
কী কী বিষয় খেয়াল রাখতে হবে ?
1/10

ভারতের নাগরিকদের নাগরিকত্বের প্রমাণ হিসেবে আধার কার্ড এবং ভোটার কার্ড করানো আবশ্যিক। এগুলিই একজন নাগরিকের সরকারি পরিচয়পত্র।
2/10

ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা, স্কুলে ভর্তি থেকে চাকরি সবেতেই গুরুত্বপূর্ণ নথি হিসেবে প্রয়োজন হয় আধার কার্ডের।
3/10

দেশের মোট জনসংখ্যার প্রায় ৯০ শতাংশ মানুষের কাছেই যথাযথ আধার কার্ড রয়েছে সরকারি পরিচয়পত্রের নথি হিসেবে।
4/10

ছোট বাচ্চাদের জন্যও আধার কার্ড করানো হয় ভারতে। তবে এক্ষেত্রে কিছু আলাদা নিয়ম-কানুন আছে।
5/10

বাচ্চাদের আধার কার্ড করাতে পারবেন সকলেই। তবে সেই আধার কার্ড আপডেট করাতে হবে বেশ কিছুদিন পরে।
6/10

৫ বছরের কম বয়সী শিশুদের আধার কার্ড করানোর সময় তাদের ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয় না। তাই ৫ বছর বয়স হলে আবার এই ফিঙ্গারপ্রিন্ট সহ বায়োমেট্রিক আপডেট করাতে হয়।
7/10

এই ধরনের আধারকে বলে বাল-আধার। বার্থ সার্টিফিকেটের সাহায্যে এই আধার কার্ড বানানো হয়। আর এতে বাবা-মায়ের আধার নম্বর লিঙ্ক করা থাকে।
8/10

আর এই ৫ বছরে একবার আপডেট করালেই কাজ শেষ হয়ে যায় না। শিশুর বয়স ১৫ হলে আরও একবার আপডেট করানোর নিয়ম রয়েছে।
9/10

১৫ বছর বয়স হলে শিশুর ছবি আবশ্যিকভাবে আপডেট করানো দরকার। এর সঙ্গে আরও একবার বায়োমেট্রিক আপডেট করাতে হবে।
10/10

সাধারণত ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার নিয়ম অনুসারে প্রতি ১০ বছর অন্তর আধার কার্ডের তথ্য ছবি আপডেট করিয়ে নিতে হবে।
Published at : 18 May 2025 05:02 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















