Titagarh News: টিটাগড় বিস্ফোরণকাণ্ডে গ্রেফতার TMC কাউন্সিলর মহম্মদ রিয়াজউদ্দিন-সহ ৩
Titagarh Blast TMC Councilor Arrested: তাঁর দখল করা ফ্ল্যাটেই সাতসকালে হয়েছিল বিস্ফোরণ ! অভিযোগ অস্বীকার করেও শেষ রক্ষা হল না TMC কাউন্সিলর মহম্মদ রিয়াজউদ্দিনের..

হিন্দোল দে ও সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: এদিন সাত সকালে বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে উত্তর ২৪ পরগনার টিটাগড়। টিটাগড়ের বাঁশবাগানের একটি ফ্ল্যাটে ভয়ঙ্কর বিস্ফোরণের তীব্রতায় উড়ে যায় ছাদের একাংশ। কংক্রিটের পাঁচিল ভেঙে পড়ে পাশের ঝুপড়িতে। ফ্ল্যাটের প্রোমোটারের অভিযোগ, পাঁচ তলার ওই ফ্ল্যাটটি দীর্ঘদিন জবরদখল করে রেখেছিলেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর মহম্মদ রিয়াজউদ্দিন ওরফে আরমান মণ্ডল। যদিও সেই অভিযোগ অস্বীকার করেন কাউন্সিলর। তবে তা শেষ অবধি ধোপে টেকেনি। টিটাগড় বিস্ফোরণ কাণ্ডে ওই তৃণমূল কাউন্সিলর মহম্মদ রিয়াজউদ্দিন ওরফে আরমান মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় মোট তিন জনকে গ্রেফতার করা হয়েছে বলে খবর।
আরও পড়ুন, জমা পড়েনি হলফনামা, কুণাল ঘোষ-সহ ৮ জনের বিরুদ্ধে রুল জারি করল কলকাতা হাইকোর্ট
এধিন সাতসকালে হয় বিকট আওয়াজ। ভয়ঙ্কর শব্দে কেঁপে ওঠে উত্তর ২৪ পরগনার টিটাগড়। টিটাগ়ড়ের বাঁশবাগান এলাকায় একটি ফ্ল্যাটে ভয়ঙ্কর বিস্ফোরণ হয়! বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল, যে, উড়ে যায় দেওয়ালের একাংশ। কংক্রিটের পাঁচিল ভেঙে পড়ল আবাসনের পাশের ঝুপড়ির ওপর। যে ফ্ল্য়াটে বিস্ফোরণ, অভিযোগ, সেই ফ্ল্য়াটটি জবরদখল করে রেখেছেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর। ঘরটা কার দখলে ছিল?..যে ঘরটায় বিস্ফোরণ হয়েছে, সেই ঘরটা কার দখলে ছিল? সাংবাদিকের প্রশ্নের উত্তরে, অভিযুক্ত প্রোমোটার অনিল গুপ্ত বলেন, আরমান মণ্ডলের দখলে ছিল।
এই আবাসনের ৪ তলায় থাকেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর মহম্মদ রিয়াজউদ্দিন ওরফে আরমান মণ্ডল।প্রোমোটারের অভিযোগ, দীর্ঘদিন ধরে ৫ তলার ঘরটিও দখল করে রেখেছেন তৃণমূল কাউন্সিলর। প্রোমোটার বলছে আপনি সব দখল করে রেখেছেন? এবিপি আনন্দ-র প্রশ্নের উত্তরে টিটাগড় পুরসভার ৪ নং ওয়ার্ডের অভিযুক্ত তৃণমূল নেতা ও কাউন্সিলর মহম্মদ রিয়াজউদ্দিন বলেন,আরে আমি কেন করব? ওটা তো ঘর না, ছোটো একটা হল ওটা।'
তবে পুলিশের প্রাথমিক অনুমান,পাঁচতলার ওই ফ্ল্যাটের শৌচাগারে বোমা মজুত করা ছিল।মজুত বোমা ফেটেই বিস্ফোরণ হয়েছে। কিন্তু, প্রশ্ন উঠছে,ফ্ল্য়াটে কে বা কারা বোমা মজুত করেছিল?কী উদ্দেশ্য়ে বোমা মজুত করা হয়? প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিংহ বলেন, 'তৃণমূল-কংগ্রেসের টিটাগড় কেন সারা বাংলায় কাউন্সিলর, পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েত প্রধান এরা সব ক্রিমিনালরাই হয়। ও(আরমান মণ্ডল) কুখ্যাত ক্রিমিনাল। এখানে সেনা ইন্টেলিজেন্সের দরকার আছে এই তদন্তে। 'ব্য়ারাকপুর তৃণমূল কংগ্রেস বিধায়ক রাজ চক্রবর্তী বলেন , 'তদন্ত করে দেখা হবে।'
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)






















