এক্সপ্লোর
SIM Card: সিমকার্ড নিয়ে নতুন নিয়ম জারি, এই পরিষেবা বন্ধ করল টেলিকম মন্ত্রক; কী বদল হল ?
SIM Card Rule: এই পরিষেবার মাধ্যমে গ্রাহকরা ঘরে বসে কয়েক মিনিটের মধ্যেই সিমকার্ড পেয়ে যাচ্ছিলেন এবং এক্ষেত্রেই দরকার হত সেলফ কেওয়াইসি। এই পরিষেবা বন্ধ করে দিয়েছে টেলিকম মন্ত্রক।
সিমকার্ড নিয়ে নয়া নিয়ম জারি
1/9

কিছুদিন আগে পর্যন্ত বেসরকারি টেলিকম সংস্থা এয়ারটেলের পক্ষ থেকে ঘরে বসে সিমকার্ড ডেলিভারির সুবিধে দেওয়া হচ্ছিল।
2/9

গ্রসারি ডেলিভারি অ্যাপ ব্লিঙ্কইটের সঙ্গে যৌথভাবে কয়েক মিনিটের মধ্যেই সিমকার্ড ডেলিভারি চালু করেছিল এয়ারটেল।
3/9

এই পরিষেবার মাধ্যমে গ্রাহকরা ঘরে বসে কয়েক মিনিটের মধ্যেই সিমকার্ড পেয়ে যাচ্ছিলেন এবং এক্ষেত্রেই দরকার হত সেলফ কেওয়াইসি।
4/9

এই সেলফ কেওয়াইসির পদ্ধতিকেই বন্ধ করে দিয়েছে ভারতের কেন্দ্রীয় টেলিকম মন্ত্রক। এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপের মাধ্যমে আর এই সেলফ কেওয়াইসি করানো যাবে না।
5/9

কোনও স্টোরে না গিয়ে বাড়ি বসে সিমকার্ড নেওয়ার সময় যাচাইকরণ প্রক্রিয়া সম্পন্ন করা যাবে না আর।
6/9

আধারের মাধ্যমে গ্রাহক নিজের যাচাইকরণ করে থাকেন বাড়ি বসেই এই সেলফ কেওয়াইসির মাধ্যমে। এর জন্য বায়োমেট্রিক যাচাইকরণেরও দরকার হয় না।
7/9

এই পরিষেবা শুরু হয়েছিল ১৬টি বড় শহরে। এর মধ্যে রয়েছে দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, পুনে, লক্ষ্ণৌ, চেন্নাই ইত্যাদি।
8/9

কেন্দ্রীয় টেলিকম মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে যে, আধার-ভিত্তিক কেওয়াইসি সবার আগে প্রয়োজনীয় একটি সিমকার্ড ইস্যু করার আগে।
9/9

সেলফ কেওয়াইসির ক্ষেত্রে এই সিমকার্ড অপরাধমূলক কাজে ব্যবহৃত হওয়ার ঝুঁকি থেকেই যায়। আর তা থেকে সাইবার অপরাধের মাত্রাও বাড়তে পারে।
Published at : 04 May 2025 06:28 PM (IST)
আরও দেখুন
সেরা শিরোনাম
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের






















