UPI Failure Rates : UPI লেনদেনে ব্যর্থতার হারে সবার ওপরে SBI, কোন ব্যাঙ্কে কম ফেলিওর ?
SBI Updates: সেই ক্ষেত্রে টাকা পাঠাতে (Online Money Transfer) গিয়ে সমস্য়ার মুখে পড়তে হচ্ছে গ্রাহকদের।

SBI Updates: ডিজিটাল ইন্ডিয়ায় (Digital India) সাম্প্রতিককালে বেড়েই চলেছে UPI লেনদেনে ব্যর্থতার হার। সেই ক্ষেত্রে টাকা পাঠাতে (Online Money Transfer) গিয়ে সমস্য়ার মুখে পড়তে হচ্ছে গ্রাহকদের। রিপোর্ট বলছে, এই ব্যর্থতার হারে সবার ওপরে রয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক SBI ।
কী বলছে রিপোর্ট
হিন্দু বিজনেস লাইন রিপোর্ট অনুযায়ী, ভারতের বৃহত্তম ঋণদাতা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ২০২৫ অর্থবর্ষে সর্বাধিক ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস (ইউপিআই) লেনদেনে ব্যর্থ হয়েছে। যেখানে ব্যাঙ্ক অফ বরোদা, এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক এবং অ্যাক্সিস ব্যাঙ্ক অনেক লেনদেনের সাক্ষী থেকেছে। UPI লেনদেন ব্যর্থতার বিশ্লেষণ থেকে করা হয়েছে এই রিপোর্ট।
কোন ব্যাঙ্কের ব্যর্থতার হার কত
SBI, যা শুধুমাত্র মার্চ মাসে 4.95 বিলিয়ন লেনদেন সাপেক্ষে বৃহত্তম UPI রেমিটার ব্যাঙ্ক, যার প্রযুক্তিগত পতন বা টেকনিক্যাল ডিক্লাইন(TD) হার ছিল 0.9 শতাংশ। যেখানে দ্বিতীয় বৃহত্তম সরকারি ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বরোদার প্রযুক্তিগত পতনের হার ছিল 0.03 শতাংশ৷মার্চ মাসে, এইচডিএফসি ব্যাঙ্ক (যা 1.5 বিলিয়ন লেনদেনের রিপোর্ট করেছে) প্রযুক্তিগত পতনের হার 0.02 শতাংশ ছিল, যেখানে অ্যাক্সিস ব্যাঙ্কের জন্য সংশ্লিষ্ট চিত্রটি ছিল 0.03 শতাংশ। আইসিআইসিআই ব্যাঙ্কের জন্য এটি ছিল 0.13 শতাংশ।
কী কারণে এই লেনদেনে সমস্যা
UPI লেনদেন ব্যর্থতা দুটি কারণে ব্যাঙ্কে ঘটে
১ একজন ব্যবহারকারী অবৈধ বা ভুল পিন দিয়ে সুবিধাভোগীর অ্যাকাউন্টে প্রবেশ করার চেষ্টা করলে লেনদেন ব্যর্ত হয়।
২ প্রযুক্তিগত কারণে সিস্টেমে বা নেটওয়ার্কে সমস্যা হলে লেনদেন বাতিল করা হয়।
গত মাসে একাধিক ডাউনটাইমের ফলে UPI বিভ্রাট হয়েছে। এনপিসিআই, ইউপিআই-এর নিয়ন্ত্রক সংস্থা এই সপ্তাহে ব্যাঙ্কার এবং পেমেন্ট ইকোসিস্টেম প্লেয়ারদের সঙ্গে এই ধরনের বিভ্রাট প্রতিরোধ করার উপায়গুলি নিয়ে আলোচনা করেছে, যা গ্রাহকদের বড় অসুবিধার কারণ হয়ে ওঠে৷ এই সমস্যার পিছনে একসঙ্গে অনেক বেশি লেনদেন, হার্ডওয়্যার সমস্যা ও রক্ষণাবেক্ষণের আপগ্রেডকে দায়ী করা হয়েছে।
State Bank : এবার ফিক্সড ডিপোজিটে (Fixed Deposit) সুদের হার কমাল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। স্টেট ব্যাঙ্কের ওয়েবসাইট বলছে, ১৫ এপ্রিল থেকে কার্যকর হবে এই ফিক্সড ডিপোজিট (FD) সুদের হার। ব্যাঙ্ক নির্দিষ্ট মধ্যমেয়াদি আমানতের জন্য সুদের হার ১০ বেসিস পয়েন্ট কমিয়েছে।
অমৃত বৃষ্টি FD স্কিম ফের চালু
ব্যাঙ্ক 1 থেকে 3 বছরের মেয়াদে সাধারণ গ্রাহক ও প্রবীণ নাগরিক উভয়ের জন্যই এই হার প্রযোজ্য বলে জানিয়েছে৷ এই সংশোধনের পাশাপাশি SBI 444 দিনের মেয়াদের জন্য পরিবর্তিত হারের সঙ্গে বিশেষ "অমৃত বৃষ্টি" FD স্কিমও পুনরায় চালু করেছে।






















