Sensex Record High: ৮০ হাজার পেরিয়ে গেল সেনসেক্স ! দুরন্ত গতি বাজারে- এখনই ঢোকার সময় ?
Sensex Today: সেনসেক্স এই প্রথমবার ৮০,০৩৯.০২ পয়েন্টে উঠে আসে। অন্যদিকে নিফটি ২৪,২৯১ পয়েন্ট ছুঁয়ে ফেলে। সকাল ৯টা ২০ নাগাদ, সেনসেক্স ৭৯,৮০০ পয়েন্টে ছিল, ৩৫৮.৪৪ পয়েন্ট লাফিয়ে সেনসেক্স চলে যায় ৮০ হাজারে।
Share Market Today: আজ ৩ জুলাই বুধবার বৈশ্বিক বাজারের সাপোর্ট থাকায় দুরন্ত গতি নিল ভারতীয় শেয়ার বাজার। গড়ল এক ঐতিহাসিক রেকর্ড। আজকের বাজার (Sensex Today) খোলার পর থেকেই সেনসেক্স ৫৭০ পয়েন্টেরও বেশি লাফ মারে এবং শেয়ার বাজারের (Stock Market) ইতিহাসে প্রথমবার ৮০ হাজারের সীমা পেরিয়ে যায়। প্রথম কয়েক মিনিটে বাজারের গতি কিছুটা শ্লথ থাকলেও পরে সর্বকালীন উচ্চতায় পৌঁছে যায় সেনসেক্স (Stock Market Record High)।
সেনসেক্স এই প্রথমবার ৮০,০৩৯.০২ পয়েন্টে উঠে আসে। অন্যদিকে নিফটি ২৪,২৯১ পয়েন্ট ছুঁয়ে ফেলে। সকাল ৯টা ২০ নাগাদ, সেনসেক্স ৭৯,৮০০ পয়েন্টে ছিল, ৩৫৮.৪৪ পয়েন্ট লাফিয়ে সেনসেক্স চলে যায় ৮০ হাজার ছাড়িয়ে। ঐ সময় নিফটি ছিল ২৪,২৩২ পয়েন্টে, সেখান থেকে ১০৭.৮০ পয়েন্ট বেড়ে যায় এই সূচক।
হু হু করে ছুটতে থাকে বাজার
বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স প্রি-ওপেন মার্কেটেই ৭৫০ পয়েন্ট লাফ দিয়ে পৌঁছে যায় ৮০ হাজারের স্তরে। তারপর ৮০,২০০ পয়েন্টে পৌঁছে যায় এই সূচক। প্রি-ওপেন মার্কেটে ১৭০ পয়েন্ট লাফ দিয়ে নিফটি চলে যায় ২৪,৩০০ পয়েন্টে। বাজার খোলার আগেই নিফটি ফিউচার গিফট সিটিতে ২৪,৩৪০ পয়েন্টে উঠে গিয়েছিল যা কিনা ১৪০ পয়েন্ট বৃদ্ধি বলা চলে। আর এ থেকেই আন্দাজ করা যাচ্ছিল যে বাজার আজ এক নতুন উচ্চতায় নিয়ে যাবে।
গতকাল সামান্য পতন দেখা গিয়েছিল বাজারে
গতকাল মঙ্গলবার ভারতের বাজারে পতন লক্ষ্য করা গিয়েছিল। বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স ৩৪.৭৩ পয়েন্ট পড়ে ৭৯,৪৪১.৪৫ পয়েন্টে বন্ধ হয়। অন্যদিকে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি ৫০ ১৮.১০ পয়েন্ট পড়ে বন্ধ হয় ২৪,১২৩.২৫-এর স্তরে।
বৈশ্বিক বাজারে সবুজ সঙ্কেত
ভারতের বাজার আজকের দিনে বৈশ্বিক বাজারের সাপোর্ট পেয়েছে। মঙ্গলবার ওয়াল স্ট্রিটের বাজারের সূচক সবুজ সঙ্কেত দেখাচ্ছে আজ, ডাউ জোনস ইন্ডাস্ট্রিয়াল সূচক ০.৪১ শতাংশ বেড়েছে, S&P 500 সূচক ০.৬২ শতাংশ বেড়েছে। এশিয়ান বাজারও আজকে বেশ শক্তিশালী।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
Petrol Diesel Price: সস্তা হল পেট্রোল ডিজেল ? বুধের বাজারে কত দরে বিকোচ্ছে জ্বালানি তেল ?