Share Market Tips: হারাতে পারেন সব টাকা, শেয়ার বাজার ঊর্ধ্বমুখী দেখে করবেন না এই ৫টি ভুল
Share Market Tips: খুচরো বিনিয়োগকারীদের কখনোই মিউচুয়াল ফান্ড থেকে সরাসরি শেয়ারে অর্থ বিনিয়োগ করা উচিত নয়। কারণ মিউচুয়াল ফান্ডে আপনার টাকা বিশেষজ্ঞরা বিনিয়োগ করেন।
Share Market Tips: দেশের কোভিড পরিস্থিতি শোধরাতেই ফের গতি পেয়েছে শেয়ার বাজার। মার্কেটের ফিন্যান্সিয়াল গ্রাফ বলছে, নিত্যদিন বাজারে প্রবেশ করছেন নতুন বিনিয়োগকারী। করোনা মহামারীর পর শেয়ারবাজারে বিনিয়োগে আগ্রহ বেড়েছে দেশবাসীর। তবে শুরুতেই বাজার ঊর্ধ্বমুখী দেখে কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলছেন বিনিয়োগকারীরা। যার মাশুল গুণতে হচ্ছে তাদের। জেনে নিন কী সেই ভুল।
১ বাজার ঊর্ধ্বমুখী থাকার সময় কিছু লাভ তুলে রাখা উচিত খুচরা বিনিয়োগকারীদের।নিরাপদ লগ্নিতে এটি ট্রান্সফার করা উচিত। পরবর্তীকালে বাজার পড়লে আপনি ফের নিচ থেকে এই বাজারে বিনিয়োগ করতে পারবেন। এটাই এই নীতির সুবিধা।
২ খুচরো বিনিয়োগকারীদের কখনোই মিউচুয়াল ফান্ড থেকে সরাসরি শেয়ারে অর্থ বিনিয়োগ করা উচিত নয়। কারণ মিউচুয়াল ফান্ডে আপনার টাকা বিশেষজ্ঞরা বিনিয়োগ করেন। আপনি নিজে এই কাজটি ভালভাবে করতে পারবেন না। তাই সরাসরি প্রথমেই শেয়ারে নামা ঠিক নয়।
৩ বাজারে 'বুল রান' থাকলে খুচরা বিনিয়োগকারীদের এমন খাতে বিনিয়োগ করা উচিত নয় যেগুলি ইতিমধ্যেই দুর্দান্ত রিটার্ন দিয়েছে। পুঁজিবাজারে উত্থানের সময় খুচরা বিনিয়োগকারীদের সেই খাতে বিনিয়োগ করা উচিত, যেগুলি অন্যদের থেকে অপেক্ষাকৃত দুর্বল স্টক। তবে সেগুলির আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।
৪ আইপিওতে সাবধানে বিনিয়োগ করুন। মূল্যায়ন করে তবেই ভাল আইপিওতে বিনিয়োগ করা উচিত। এমন অনেক দৃষ্টান্ত রয়েছে, যেখানে বাজার রেকর্ড পর্যায়ে থাকলেও খুচরা বিনিয়োগকারীরা কিছু কোম্পানির আইপিওতে বিনিয়োগ করে লোকসান করেছেন।
৫ খুচরো বিনিয়োগকারীদের মার্জিন ট্রেডিং এড়াতে হবে। এতে বিনিয়োগকারী অল্প পরিমাণ বিনিয়োগ করে ও ব্রোকারেজ ফার্মের ব্রোকার তার ক্লায়েন্টকে বিনিয়োগ মূল্যের 4-5 গুণ এক্সপোজার নিতে দেয়। এতে, দামের ওঠানামা যদি ব্যবসায়ীর অনুকূলে থাকে, তবে তিনি প্রচুর অর্থ উপার্জন করেন। কিন্তু ব্যবসায়ীদের প্রত্যাশা অনুযায়ী দাম না উঠলে তারও বড় ধরনের ক্ষতি হতে পারে।
আরও পড়ুন : Investment Tips: এক বছরে দুর্দান্ত রিটার্ন, দেখে নিন টেকনোলজি সেক্টরের সেরা ৫ ফান্ড
আরও পড়ুন : Bumper Mutual Fund Return: ১৫ বছরেই হতে পারেন কোটিপতি, জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের এই বিশেষ নিয়ম
আরও পড়ুন : Home Loan Tips: হোম লোন পেতে সমস্যা হবে না, মাথায় রাখুন এই ৬টি বিষয়