Silicon Valley Bank: মন্দার গ্রাসে মার্কিন মুলুক, বন্ধ হয়ে গেল সিলিকন ভ্যালি ব্যাঙ্ক
Silicon Valley Bank is Shut down: বন্ধ হল এবার সিলিকন ভ্যালি ব্যাঙ্ক, কী বলছে ফেডারেল ডিপোজিট ইন্সুরেন্স কর্পোরেশন ?
ক্যালিফোর্নিয়া: মন্দার গ্রাসে মার্কিন মুলুক। বিশ্ব আর্থিক মন্দার পর সবচয়ে বড় ব্যাঙ্ক ব্যর্থতার জ্বলন্ত উদাহরণ এটাই। নিয়ন্ত্রকদের দ্বারা বন্ধ হল এবার সিলিকন ভ্যালি ব্যাঙ্ক (Silicon Valley Bank)। বাজেয়াপ্ত করা হল যাবতীয় অ্যাসেট। ব্যাঙ্কটির নিয়ন্ত্রণ নেবে ইউএস ফেডারেল ডিপোজিট ইন্সুরেন্স কর্পোরেশন (FDIC)। পরে এফডিআইডি প্রযুক্তিখাতে বিনিয়োগকারী এই ব্যাঙ্কটির সম্পত্তি বিক্রি করে সেই অর্থ গ্রাহকদের মাঝে বিতরণ করবে। সিলিকন ভ্যালি ব্যাঙ্ক বন্ধ ঘোষণা করেছে, ১০ মার্চ ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের নিয়ন্ত্রক সংস্থা।
সিলিকন ভ্যালির প্রধান কার্যালয় এবং সকল শাখা ১৩ মার্চ পুনরায় খুলবে। ইউএস ফেডারেল ডিপোজিট ইন্সুরেন্স কর্পোরেশন (FDIC) জানিয়েছে, সকল আমানতকারী সোমবার সকালের পর সম্পূর্ণ অ্যাক্সেস পাবেন। কিন্তু এফডিআইসি অনুসারে, ব্যাঙ্কের ১৭৫ বিলিয়ন ডলারের আমনতের ৮৯ শতাংশ ২০২২ সালের শেষ অবধি বীমাবিহীন ছিল। যা নির্ধারণ করা এখনও বাকি রয়েছে।
সিলিকন ভ্যালি ব্যাঙ্ক বন্ধের ঘোষণায় উদ্বিগ্ন হয়ে পড়েন গ্রাহকরা। মূলত গত বুধবার ব্যাঙ্কটি বন্ধের উপক্রম হয়। তারা ঘোষণা করে , লোকসানের কারণে বড় সংখ্যায় শেয়ার বিক্রি করা হয়েছে। পাশাপাশি এও বলা হয়, ব্যালেন্স শিটে ঘাটতি মোকাবিলায় নতুন করে , আরও ২২৫ কোটি শেয়ার বিক্রি করা হতে পারে। এরপরেই ভেনচার ক্যাপিটাল কোম্পানিগুলি মাঝে তোড়জোড় শুরু হয়। এই কোম্পানিগুলি আগেই ব্যাঙ্কের গ্রাহকদের অর্থ তুলে নেওয়ার পরামর্শ দিয়েছিল।
ফেডারেল ডিপোজিট ইন্সুরেন্স কর্পোরেশন জানিয়েছে, সিলিকন ভ্যালি ব্যাঙ্কের অ্যাসেট তারা বিক্রি করতে চাইবে। ভবিষ্যতে লভ্যাংশ প্রদান করা হতে পারে বীমা না করা আমানতকারীদের জন্য। শুক্রবার বন্ধ ঘোষণার পর সিলিকন ভ্যালি ব্যাঙ্কের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে খবর।তবে সানফ্রান্সিকোয় সিলিকন ভ্যালি ব্যাঙ্ক-র একটি শাখায় একটি নোটিস দেখতে পাওয়া গিয়েছে। যেখানে দেওয়া হয়েছে একটি টোল ফ্রি টেলিফোন নাম্বার। এবং সেই নম্বরে কল করতে বলা হয়েছে।
আরও পড়ুন, ২০২৩-২৪ অর্থবর্ষ শুরুর আগেই নেওয়া উচিত এই পদক্ষেপ
প্রসঙ্গত, যদিও মার্কিন মুলুকে আর্থিক মন্দা চললেও, বছর শুরুর আর্থিক সমীক্ষা অন্য কথা বলছে। বিশ্বের উন্নত দেশগুলিতে এখনও কোভিডের ছায়া রয়েছে। সেই তুলনায় অনেকটাই সুস্থ ভারতের অর্থনীতি। তাই বিদেশের মাটিতে আর্থিক মন্দার আশঙ্কা থাকলেও ভারত তুলনামূলকভাবে অনেক ভাল জায়গায় রয়েছে। বিশ্বের উন্নত দেশগুলিতে আর্থিক মন্দার আশঙ্কা থাকায় এখন ভারতের দিকে ঝুঁকছে বিনিয়োগকারীরা। আগের বছরের তুলনায় এখন অনেকটাই নিয়ন্ত্রণে মূল্যবৃদ্ধি। সব মিলিয়ে ৬ শতাংশের মধ্যে রয়েছে মূদ্রাস্ফীতির রেট। যা ভারতকে বিনিয়োগের অন্যতম গন্তব্যে পরিণত করেছে।