Small Cap Stock: শেয়ারের দাম ১০ টাকারও কম ! এক ধাক্কায় ৫ শতাংশ আপার সার্কিটে- কিনে রাখলে লাভ ?
Vikas Lifecare: একটা নতুন পেটেন্ট পাওয়ার পর থেকেই এই সংস্থার শেয়ারের দাম বাড়ছে। বৃহস্পতিবারের বাজারে সকালের সেশনেই এক ধাক্কায় ৫ শতাংশ আপার সার্কিটে উঠে যায় এই স্টকের দাম।
Share Market: দাম ১০ টাকারও কম। আদপে একটি পেনিস্টক। কিন্তু এই স্টকের দামই এখন আপার সার্কিটে চলছে। এক ধাক্কায় ৫ শতাংশ বেড়েছে এই স্টকের (Small Cap Stock) দাম। এই স্মলক্যাপ কোম্পানির বাজারগত মূলধনের পরিমাণ ৯৬১ কোটি টাকা। একটা নতুন পেটেন্ট পাওয়ার পর থেকেই এই সংস্থার শেয়ারের দাম বাড়ছে। বৃহস্পতিবারের বাজারে সকালের সেশনেই এক ধাক্কায় ৫ শতাংশ আপার সার্কিটে উঠে যায় এই স্টকের দাম। পেনিস্টকের (Vikash Lifecare Stock) গতিতে সাড়া পড়েছে বাজারে। কিনে রাখলে লাভ ?
জানা গিয়েছে এই বিকাশ লাইফকেয়ার (Vikash Lifecare Stock) সংস্থা মূলত মাল্টি-লেয়ারড প্লাস্টিক রিসাইক্লিং পদ্ধতির জন্য মূলত পেটেন্ট পেয়েছে আর তাই এই সংস্থার স্টকে আশাবাদী হয়েছেন বিনিয়োগকারীরা। আজকের বাজারে NSE-তে বিকাশ লাইফকেয়ারের শেয়ার খোলে ৫.৮০ টাকায়। তারপর ইন্ট্রাডেতে ৬ টাকা দামের শীর্ষও ছুঁয়ে ফেলে বাজার। আর এর মাধ্যমেই ৫ শতাংশ বৃদ্ধি লক্ষ করা যায় শেয়ারের দামে। এই স্টকের ৫২ সপ্তাহের সর্বোচ্চ উচ্চতা ৮ টাকার খুব কাছাকাছি ঘোরাফেরা করছে শেয়ারের দাম।
আজ এক্সচেঞ্জ ফাইলিংইয়ে বিকাশ লাইফকেয়ার (Vikash Lifecare Stock) জানিয়েছে, 'বিকাশ লাইফকেয়ার লিমিটেড আনন্দের সঙ্গে জানাচ্ছে যে ভারত সরকারের ইন্ডিয়ান পেটেন্ট অফিসের পক্ষ থেকে তাঁদের মাল্টি লেয়ারড প্লাস্টিক রিসাইক্লিংয়ের অভিনব পদ্ধতির জন্য একটি নতুন পেটেন্ট পেয়েছে সংস্থা। ২০২৪ সালের ২১ ফেব্রুয়ারি এই পেটেন্ট স্বীকৃত হয়েছে।' মূলত ফুড ও প্যাকেজিং ইন্ডাস্ট্রিতে বহুলভাবে ব্যবহৃত হয় এই মাল্টি লেয়ারড প্লাস্টিক। এই ধরনের প্লাস্টিক ওজনে হালকা, নন-টক্সিক, আর্দ্রতা রোধক এবং ব্যাক্টেরিয়া প্রতিরোধকারী হয়ে থাকে। চিপসের প্যাকেট, দুধের গুঁড়োর প্যাকেটে এই ধরনের প্লাস্টিক ব্যবহার হয়ে থাকে।
এর আগেও জানুয়ারি মাসে এই সংস্থা দুবাইয়ের স্কাই ২.০ ক্লাবে স্টেক নেওয়ার খবরে ১৮ শতাংশ বেড়েছিল শেয়ারের দাম। ৫২ সপ্তাহের সর্বকালীন উচ্চতা ছুঁয়ে ফেলেছিল এই শেয়ার, দাম উঠেছিল ৭.৯২ টাকায়। ২০২৩ সালের মে মাস থেকে ধরলে জানুয়ারি মাস পর্যন্ত এই শেয়ারে মিলেছে ২০০ শতাংশ রিটার্ন। ডিসেম্বরেই শুধু ১৫ শতাংশ বেড়েছে শেয়ারের দাম।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয় কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
আরও পড়ুন: Mukka Proteins IPO: লিস্টিংয়েই দারুণ সাড়া এই শেয়ারে, ৫৭ শতাংশ বাড়ল দাম- আপনার কেনা আছে ?
আরও পড়ুন: Mukka Proteins IPO: লিস্টিংয়েই দারুণ সাড়া এই শেয়ারে, ৫৭ শতাংশ বাড়ল দাম- আপনার কেনা আছে ?