Stock Market Update: ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ ঘোষণার পরই শেয়ার বাজারে ব্যাপক ধস
Stock Market Update:প্রি-ওপেনিংয়ের দেশের শেয়ার বাজার প্রায় ৩ শতাংশ পড়ে যায়। আইসিআইসিআই ব্যাঙ্কের শেয়ার বাজার খুলতেই ৪ শতাংশ নিচে নেমে যায়।
নয়াদিল্লি: ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ ঘোষণার পরই শেয়ার বাজারে ধস। বাজার খুলতেই বম্বে স্টক এক্সচেঞ্চের সূচক সেনসেক্সের বড় পতন। সেনসেক্স পড়ল ১ হাজার ৮০০ পয়েন্টের বেশি। প্রি-ওপেনিংয়ের দেশের শেয়ার বাজার প্রায় ৩ শতাংশ পড়ে যায়। আইসিআইসিআই ব্যাঙ্কের শেয়ার বাজার খুলতেই ৪ শতাংশ নিচে নেমে যায়। সমস্ত সেক্টোরিয়াল সূচকই লাল চিহ্ন সহ নিম্নমুখী হয়ে পড়েছে।
দেশের শেয়ার বাজার এদিন এমন ওপেনিং নিয়ে খোলে যা, চতুর্দিকে লাল সঙ্কেতের ছায়া দেখা যায়। সেনসেক্স ১৮১৩ পয়েন্ট পড়ে ৫৫ হাজার ৪১৮ পয়েন্টে খোলে। ন্যাশনাল স্টক এক্সচেঞ্চের সূচকও ৫১৪ পয়েন্ট পড়ে ১৬ হাজার ৫৪৮ পয়েন্টে খোলে।
সবদিক থেকে সূচকের ব্যাপক পতন ও অনিশ্চয়চার মনোভাব শুরু থেকেই শেয়ার বাজারে লেনদেনে প্রভাব ফেলে। শেয়ার বাজারে রক্তক্ষরণের পরিস্থিতি তৈরি হয়। নিফটির ৫০ শেয়ারের ৫০ টিই নিম্নমুখী হয়ে লেনদেন করে। ব্যাঙ্ক নিফটি প্রায় ১০০০ পয়েন্ট বা ২.৬৯ শতাংশ পড়ে ৩৬,৪২২-এর স্তরে নেমে লেনদেন করছিল। ব্যাঙ্ক নিফটির সমস্ত ১২ টি শেয়ারই নিম্নমুখী হয়ে লেনদেন করছে।
সকাল পৌনে দশটা নাগাদ সেনসেক্স ২,০২০.৯০ পয়েন্ট অর্থাৎ ৩.৫৩ শতাংশ পড়ে গিয়ে ৫৫,২১১.১৬ পয়েন্টে মেমে আসে। এছাড়া নিফটি ৫৯৪.৪০ পয়েন্ট অর্থাৎ ৩.৪৮ শতাংশ পড়ে গিয়ে ১৬,৪৬৮-তে লেনদেন করছিল।
যে শেয়ারগুলি পড়েছে
টাটা মোটর্সের শেয়ার ৫.২৩ শতাংশ পড়ে যায়। টেক মাহিন্দ্রার শেয়ারও ৪.৪৪ শতাংশ পড়ে যায়। ধাক্কা খেয়েছে আদানি পোর্টসের শেয়ার। এক্ষেত্রে ৪.৩২ শতাংশ পতন দেখা যায়। জেএসব্লু ৪ শতাংশ পড়ে যায়। ইন্ডাসইন্ড ব্যাঙ্কের শেয়ারেও ৩.৮৬ শতাংশ কমে লেনদেন চলে।
সেক্টোরিয়াল সূচকের হাল
সেক্টোরিয়াল ইনডেক্সের সমস্ত স্টকই নিম্নমুখী এবং রেড জোনে দেখা যাচ্ছে। মিডিয়া শেয়ারে ৩.২৫ শতাংশ পতন দেখা গিয়েছে। নিফটি অটো ইনডেস্ক ২.৫৯ শতাংশ ধাক্কা খেয়ে নিম্নমুখী হয়ে লেনদেন করছে। মেটাল ইনডেক্সও ২.৫ শতাংশ পড়েছে। আইটি ইনডেক্স ২.৮০ শতাংশ পড়েছে। অয়েল অ্যান্ড গ্যাস, এফএমসিজি, ফিনান্সিয়াল সার্ভিসেসেও পতন দেখা গিয়েছে।