Stock Market Update: নবমীতে শেয়ার বাজারে লক্ষ্মীলাভ, এই প্রথম ৬১ হাজার পয়েন্ট ছুঁল Sensex
এর আগে ৬০ হাজারের কোঠা পেরোলেও ৬১ হাজার পয়েন্ট পেরোল এই প্রথম। বৃহস্পতিবার নতুন রেকর্ড তৈরি হল শেয়ার বাজারে।
মুম্বই: উৎসবের মরসুমে শেয়ার বাজারে নয়া রেকর্ড। শেয়ার বাজারে ইতিহাস। প্রথমবার ৬১ হাজারে গণ্ডি পেরোল সেনসেক্স। এর আগে ৬০ হাজারের কোঠা পেরোলেও ৬১ হাজার পয়েন্ট পেরোল এই প্রথম। বৃহস্পতিবার নতুন রেকর্ড তৈরি হল শেয়ার বাজারে।
BSE Sensex ৬১ হাজার শীর্ষে, এবং NSE Nifty ১৮ হাজার ২৫০ পয়েন্ট অতিক্রম করেছে। ইনফোসিস, টেক মাহিন্দ্রা, আইটিসি, এলএন্ডটি, এনটিপিসি, টাটা স্টিল, মারুতি সুজুকি, এইচসিএল টেক, আল্ট্রাটেক সিমেন্ট, আরআইএল, সেনসেক্সের শীর্ষ লাভকারীদের মধ্যে ছিল। ইন্ডিয়া পাওয়ার গ্রিড কর্পোরেশন, এমএন্ডএম, হাউজিং ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশন (এইচডিএফসি), ভারতী এয়ারটেল, ইন্ডাস ইন্ড ব্যাঙ্ক শীর্ষ সূচক হারিয়েছে। সেক্টরাল ফ্রন্টে, সব নিফটি সেক্টরাল সূচক লেনদেন করছিল। ব্যাঙ্ক নিফটি ০.২৩ শতাংশ, নিফটি অটো ১.১৮ শতাংশ এবং নিফটি আইটি ২.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
দেশের দ্বিতীয় বৃহত্তম সফটওয়্যার পরিষেবা রপ্তানিকারক, ইনফোসিস বুধবার জুলাই-সেপ্টেম্বরে ফের এগিয়েছে। শেয়ার বাজারে সাফল্যের কারণ হিসেবে রিজার্ভ ব্যাঙ্কের নীতিকেও কৃতিত্ব দিয়েছেন বাজার বিশেষজ্ঞরা। মূলত ব্যাঙ্ক, ধাতু প্রস্তুতকারী সংস্থা এবং তথ্য প্রযুক্তি সংস্থাগুলিই বিনিয়োগকারীদের লাভের মুখ দেখিয়েছে। বেশি সাফল্য পেয়েছে ব্যাঙ্কগুলি।
উৎসবের মরসুমে অফার রাষ্ট্রায়ত্ত পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের। উৎসবের মরসুমে সোনার গহনার পরিবর্তে ঋণ ও সোভেরেন গোল্ড বন্ডে সুদের হার কমাল পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। এক্ষেত্রে সুদের হার ১৪৫ বেসিস পয়েন্ট বা ১.৪৫ শতাংশ হ্রাস করা হয়েছে। উৎসব অফারের অঙ্গ হিসেবেই সুদে এই ছাড়ের ঘোষণা রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের। পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক সোভেরেন গোল্ড বন্ডে (এসজিবি) ৭.২০ শতাংশ হারে ঋণ দেয়। সোনার গয়নার ক্ষেত্রে ঋণে সুদের হার ৭.৩০ শতাংশ। পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের পক্ষ থেকে এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।