Stock Market Update: হোলির আনন্দে মাতল বাজার, এইসব কারণে ১০০০ পয়েন্ট উঠল মার্কেট
Stock Market Update: আতঙ্কের প্রহর গোনা প্রায় শেষ। বৃহস্পতিবার নিফটি ১৭,৩০০ পয়েন্ট ছুঁতেই স্বস্তির নিশ্বাস ফেলল বিনিয়োগকারীরা।
Stock Market Update: খরা কাটল বাজারে। আতঙ্কের প্রহর গোনা প্রায় শেষ। বৃহস্পতিবার নিফটি ১৭,৩০০ পয়েন্ট ছুঁতেই স্বস্তির নিশ্বাস ফেলল বিনিয়োগকারীরা। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ভুলে হোলির আনন্দে মাতল দালাল স্ট্রিট।
Share Market Update: এদিন বেঞ্চমার্ক সূচকগুলি সকাল থেকেই গতি বাড়ায়। আমেরিকায় সুদের হার বৃদ্ধি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আবহ কিছুই বাগে আনতে পারেনি তাদের। সব মিলিয়ে প্রায় ২ শতাংশ ওপের ওঠে বাজার। দিনের শেষে সব ধরনের সূচকের গতি থামে সবুজে। এদিন সেনসেক্স 1,047.28 পয়েন্ট বা 1.84% বেড়ে 57,863.93-তে বন্ধ হয়েছে। সেখানে নিফটি 311.70 পয়েন্ট বা 1.84% বেড়ে 17,287.05-তে থামে। পরিসংখ্যান বলছে, এদিন মার্কেটে বেড়েছে 2046টি শেয়ার, সেই তুলনায় হ্রাস পেয়েছে 1270টি স্টক। দিনের শেষে 121টি শেয়ারের দাম অপরিবর্তিত ছিল।
Share Market Closing: বাজারে হিরো থাকল কারা ?
এদিন বাজারে নিফটির সেরা শেয়ারগুলির মধ্যে ছিল HDFC, JSW Steel, Titan, SBI Life Insurance Kotak Mahindra Bank। টাটা গ্রুপের প্রায় সব শেয়ার ৫২ সপ্তাহের উচ্চতা ছাড়িয়ে গিয়েছে। সেখানে লোকসানে নাম লেখায়, Infosys, Cipla, IOC, Coal India,HCL Technologies।
Stock Market Update: কী বলছেন বাজার বিশেষজ্ঞরা ?
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থিতিয়ে আসায় ইতিবাচক সাহস জুগিয়েছে বাজারে। ফলে আগের মতো অস্থিরতা দেখা যাচ্ছে না দালাল স্ট্রিটে। যার ফলে নিত্যদিন বাড়ছে বিনিয়োগকারীর সংখ্যা। বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দামও এখন অনেকটাই নিয়ন্ত্রণে। সেই কারণে দেশে মূল্যবৃদ্ধির সূচক আরও বাড়ার সম্ভাবনা কম। সবথেকে বড় বিষয়, এদিন নিফটির সাপোর্ট বেস ১৭,৩০০ ছুঁয়ে ফেলে বুলসরা। বাজার বন্ধের আগে দীর্ঘক্ষণ এই পয়েন্টের ওপরে থাকে বাজার। যা অনেকটাই চিন্তা কমিয়েছে আমানতকারীদের। আগামী দিনে এখান থেকে সামান্য কারেকশন হয়ে ফের
১৮,০০০দিকে ছুটতে পারে বাজার। অন্তত তেমনটাই মনে করছেন বাজার বিশেষজ্ঞরা। সেই ক্ষেত্রে আদতে লাভবান হবেন দীর্ঘ সময়ের বিনিয়োগকারীরা।