Stock Market Update: দিনের শুরুতেই চাঙ্গা শেয়ার বাজার, ৬০ হাজার পেরোল সেনসেক্স
শেয়ার বাজারে সবুজ সঙ্কেত নিয়েই লেনদেন শুরু হয়। বিএসই সেনসেক্স ও এনএসই নিফটি- উভয় সূচকই সবুজ সঙ্গেত নিয়ে যাত্রা শুরু করে।এভাবে শেয়ার বাজারে তেজিভাব দিয়ে লেনদেন শুরু হয়েছে।
Stock Market Opening: দেশের শেয়ার বাজারে স্বস্তির খবর। গতকালের সূচকে পতনের পর আজ ফের চাঙ্গা শেয়ার বাজার। গ্যাপ আপ ওপেনিং দেখা গিয়েছে শেয়ার বাজারে। বাজার খোলার সঙ্গে সঙ্গে প্রি-ওপেনিং বাজারের জন্য ভালো সঙ্কেত দেখা যায়। আর এর প্রভাবেই শেয়ার বাজারে সবুজ সঙ্কেত নিয়েই লেনদেন শুরু হয়। বিএসই সেনসেক্স ও এনএসই নিফটি- উভয় সূচকই সবুজ সঙ্গেত নিয়ে যাত্রা শুরু করে। এভাবে শেয়ার বাজারে তেজিভাব দিয়ে লেনদেন শুরু হয়েছে।
শেয়ার বাজারের লেনদেনের সূচনা
শেয়ার বাজারে আজ কারবারের শুরুতে এনএসই-র নিফটি ছিল ১৭,৭৯৭। কিন্তু বাজার খোলার পরই তা ১৭,৮০০ পেরিয়ে যায়। লেনদেন শুরুর এক মিনিটের মধ্যেই বিএসই-র সূচক সেনসেক্স ২৭৫ অঙ্ক বেড়ে ৫৯,৯০০ পেরিয়ে যায়। এরপর শুরুর আধ ঘণ্টার মধ্যেই সেনসেক্স ৬০ হাজার ছাড়িয়ে যায়।
আজ শেয়ার বাজারের প্রি-ওপেনিং লেনদেনের দিকে নজর রাখলে দেখা গিয়েছে যে, সেনসেক্স ১৭৪ পয়েন্ট বেড়ে ৫৯৭৭৬ এ লেনদেন জারি রেখেছে। নিফটিও ৫৫ পয়েন্ট বেড়ে ১৭,৮০১ এর স্তরে লেনদেন শুরু করে।
এশিয়ার বাজারের পরিস্থিতি
এশিয়ার শেয়ার বাজারে আজ লেনদেনে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। নিক্কেই ও কোস্পি ছাড়া বাকি বাকি সমস্ত শেয়ার সূচকেই উত্থান দেখা গিয়েছে। নিক্কেইয়ে প্রায় ২০০ পয়েন্ট পতন দেখা গিয়েছে। স্ট্রেট টাইমস, তাইওয়ান, শাংঘাই ও হ্যাংসেং-এ তেজিভাব দেখা গিয়েছে।
গত দুদিনের লেনদেনে অবনতির পর আজ ফের ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারের। কারণ হিসেবে বলা হচ্ছে। মার্কিন কর্মসংস্থান জনিত যে তথ্য বকেয়া রয়েছে, তা মার্কিন সুদের হার বৃদ্ধির প্রয়োজনীয়তাকে জোরদার করবে কিনা, তা জানার অপেক্ষায় ছিলেন লগ্নিকারীরা।
মিড ও স্মল ক্যাপ শেয়ারগুলির লেনদেন এদিন ইতিবাচকভাবে শুরু হয়। নিফটির মিড ক্যাপ ১০০ সূচক ০.৪২ শতাংশ ও স্মল ক্যাপ শেয়ারগুলি ০.৬৯ শতাংশ বেড়ে লেনদেন শুরু হয়।