(Source: ECI/ABP News/ABP Majha)
Stock Market Updates রেকর্ড সৃষ্টি করে ৫৯ হাজারের ঘরে সেনসেক্স, নতুন উচ্চতায় নিফটিও
আজ সেনসেক্স সর্বোচ্চ ৫৯ হাজার ৩৬ পয়েন্টে পৌঁছয়, নিফটি পৌঁছয় ১৭ হাজার ৫৯৪ পয়েন্টে...
মুম্বই: নতুন উচ্চতায় পৌঁছল সেনসেক্স। প্রথমবার ৫৯ হাজারের ঘরে পৌঁছল বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক। একইসঙ্গে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে নিফটিও। আজ সেনসেক্স সর্বোচ্চ ৫৯ হাজার ৩৬ পয়েন্টে পৌঁছয়। নিফটি পৌঁছয় ১৭ হাজার ৫৯৪ পয়েন্টে।
অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ লোকসানে চলা ও আর্থিকভাবে জর্জরিত সরকারি ব্যাঙ্কগুলির জন্য ৩১ হাজার কোটি টাকা পর্যন্ত সরকারী গ্যারান্টি ঘোষণা করতে পারেন বলে জোর খবর।
এর জন্য গঠন করা হয়েছে ন্যাশনাল অ্যাসেট রিকনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড (এনএআরসিএল)। এই সম্ভাবনা তৈরি হতেই ব্যাঙ্কিং সেক্টর চাঙ্গা হয়, যার প্রতিফলন ঘটে শেয়ার বাজারে।
এই বছর বেঞ্চমার্ক সেনসেক্স ২৩ শতাংশের বেশি বৃদ্ধি পাওয়ায় ভারত এখন বিশ্বের ষষ্ঠ বৃহত্তম শেয়ার বাজারে পরিণত হয়েছে। সম্প্রতি, ভারত বাজার মূলধনের ক্ষেত্রে প্রথমবারের মতো ফ্রান্সকে ছাপিয়ে গেছে।
আজ যে সংস্থার শেয়ার সবচেয়ে বৃদ্ধি পেয়েছে তার মধ্যে ইন্দাসইন্দ ব্যাঙ্ক, আইটিসি, টাটা স্টিল, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই), পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া, কোটাক মহিন্দ্র ব্যাঙ্ক, রেড্ডিস ল্যাব এবং আরআইএল উল্লেখযোগ্য।
অন্যদিকে, আজকের দিনেও ক্ষতির মুখ দেখেছে টেক মহিন্দ্র, টিসিএস, ভারতী এয়ারটেল, এইচডিএফসি ব্যাঙ্ক ও টাইটান।
গতকালই অটোমোবাইল এবং টেলিকম সেক্টরগুলির জন্য বিশেষ প্যাকেজের ঘোষণা করে কেন্দ্র। ঠিক তার পরের দিনই এই দুই সেক্টর শেয়ার বাজারে ভাল ফল করেছে।
নিফটি আইটি বাদে, সব সূচকের গ্রাফ ঊর্ধ্বমুখী ছিল। ব্যাঙ্ক নিফটি ৩৭ হাজার পয়েন্টের ওপরে উঠেছে, যা প্রায় এক ০.২ শতাংশের সমান।
বেসরকারি ব্যাংকগুলি ০.৪৫ শতাংশ লাভ করেছে। আজ নিফটি ৫০ সূচকের সবচেয়ে বড় লাভজনক সংস্থা ছিল ইন্ডাস ইন্ড ব্যাঙ্ক যার শেয়ারদর ১.৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
বম্বে স্টক এক্সচেঞ্জে টেলিকম সূচক ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বুধবারই, লোকসানে চলা এই সেক্টরের জন্য বিশেষ আর্থিক প্যাকেজের ঘোষণা করে কেন্দ্র।