Most Popular Used Cars: নতুনের সঙ্গে চলছে পাঞ্জা, ভারতে সর্বাধিক জনপ্রিয় ব্যবহৃত গাড়িগুলির নাম জানেন ?
Most Popular Used Cars: পুরোনো গাড়ির ক্ষেত্রে প্রায় সবাই ঝোঁকেন Maruti-র দিকে। এই ক্ষেত্রে মারুতির সার্ভিসের কারণে জনপ্রিয়তায় অনেক এগিয়ে থাকে এই গাড়ি।
India's Top Used Cars: নতুনের থেকে বাড়ছে পুরোনোর চাহিদা। সমীক্ষা বলছে, ভারতে ব্যবহৃত গাড়ির চাহিদা বেড়েই চলেছে। নতুন গাড়ির জন্য দীর্ঘ অপেক্ষার কারণেই ব্যবহৃত গাড়ির বাজার বেড়েছে দেশে। সমীক্ষা অনুসারে, ভারতীয় ক্রেতাদের এই পুরোনো গাড়ির চাহিদার তালিকায় সবার ওপরে রয়েছে মারুতি ডিজায়ার (Maruti Dzire), আরটিগা প্লাস (Ertiga Plus) ও হুন্ডাই ক্রেটার (Hyundai Creta)মতো গাড়িগুলি।
Maruti Suzuki, Hyundai-এর জনপ্রিয়তা বেশি
পুরোনো গাড়ির ক্ষেত্রে প্রায় সবাই ঝোঁকেন Maruti-র দিকে। এই ক্ষেত্রে মারুতির সার্ভিসের কারণে জনপ্রিয়তায় অনেক এগিয়ে থাকে এই গাড়ি। বিশেষ করে এর পুরোনো Maruti Suzuki WagonR, Ertiga ও DZire নিতে কার্পণ্য করেন না কোনও ক্রেতা। বড় বুট স্পেস থাকার কারণে DZire-এর চাহিদা এমনিতেই বেশি দেশে। তার ওপর একেবারে 'নো মেনটেন্যান্স কার' বলা যেতে পারে এই গাড়িকে। বড় পরিবারের ক্ষেত্রে রয়েছে মারুতির Ertiga।
Hyundai Creta: এসইউভির জনপ্রিয়তায় এগিয়ে গাড়ি
তবে পুরোনো SUV-এর ক্ষেত্রে হুন্ডাইয়ের ওপর আস্থা রাখে অনেকেই। সেই ক্ষেত্রে মারুতির থেকেও বেশি বিক্রি হওয়া গাড়ির তালিকায় রয়েছে Hyundai Creta। ক্রেটার ডিজেল ও পেট্রল স্বয়ংক্রিয় ভ্যারিয়েন্টের বিশেষ চাহিদা রয়েছে বাজারে। লাস্ট জেনারেশনে ক্রেটা SUV-র পর সবচেয়ে বেশি চাওয়া এসইউভির মধ্যে রয়েছে Tata Nexon, Maruti Brezza। মূলত, ডিজেল ইঞ্জিন থাকার কারণেই পুরোনো Brezza-র একটা চাহিদা রয়েছে।
Honda City : পুরোনো সেডানের ক্ষেত্রে সবার আগে নাম আসে হোন্ডা সিটির (Honda City)। ক্রেতাদের কাছে এটি একটি জনপ্রিয় বিকল্প। চিপ না থাকায় নতুন গাড়ির অপেক্ষার সময় বেড়েছে। এই সময়ে পুরোনো গাড়ির বাজার কমার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। জনপ্রিয় অন্যান্য ব্যবহৃত গাড়িগুলির মধ্যে রয়েছে টয়োটা ইনোভা, ফরচুনার, ফোর্ড এন্ডেভারের মতো গাড়ি। সেখানে বিলাসবহুল গাড়ির বিভাগে নাম রয়েছে মার্সিডিজ (Mercedes), অডি (Audi), ল্যান্ড রোভারের (Land Rover) মতো গাড়ি।