Tamil Nadu: ভাল কাজের উপহার, ১০০ জন কর্মীকে গাড়ি দিল এই কোম্পানি
Tamil Nadu: কোম্পানির জন্য অক্লান্ত পরিশ্রমের ফল পেলেন কর্মীরা। ভাল কাজের উপহারস্বরূপ ১০০জন কর্মীকে গাড়ি দিল চেন্নাইয়ের এক আইটি কোম্পানি। মারুতি সুজুকির বড় ফ্যামিলি কার দেওয়া হয়েছে কর্মীদের।
Tamil Nadu: কোম্পানির জন্য অক্লান্ত পরিশ্রমের ফল পেলেন কর্মীরা। ভাল কাজের উপহারস্বরূপ ১০০জন কর্মীকে গাড়ি দিল চেন্নাইয়ের এক আইটি কোম্পানি। মারুতি সুজুকির বড় ফ্যামিলি কার দেওয়া হয়েছে কর্মীদের।
Offbeat News: কী বলছে কোম্পানি ?
কোম্পানির কর্মীদের এই গাড়ি দিয়ে বেজায় খুশি Ideas2IT কোম্পানির মার্কেটিং হেড সুব্রহ্মণম। তিনি বলেন, "আমরা আমাদের 100 জন কর্মচারীকে 100টি গাড়ি উপহার দিচ্ছি। এরাঁ 10 বছরেরও বেশি সময় ধরে আমাদের কোম্পানির অংশ। আমাদের কোম্পানির 500 জন কর্মী রয়েছে। মূলত, কর্মীদের পরিশ্রমের ফলে কোম্পানি যেভাবে লাভবান হয়েছে, তা কর্মীদের মধ্যে ফিরিয়ে দেওয়াই আমাদের উদ্দেশ্য।"
Tamil Nadu: কর্মীদের এই গাড়ি উপহার প্রসঙ্গে Ideas2IT-র প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান মুরালি বিবেকানন্দ বলেন, ''কর্মীরা কোম্পানির উন্নতির জন্য অনেক চেষ্টা করেছে। কোম্পানি কর্মীদের গাড়ি দিচ্ছে না, কঠোর পরিশ্রম দিয়ে এই গাড়ি অর্জন করেছে কর্মীরা। সাত-আট বছর আগেই আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম। কোম্পানি লক্ষ্য পূরণ করতে পারলেই লাভের অংশ ভাগ করে নেওয়া হবে। সেই প্রতিশ্রুতি মতো গাড়ি দিয়ে কর্মীদের পুরস্কৃত করা হল। এটা কেবল প্রথম পদক্ষেপ। আমরা অদূর ভবিষ্যতে এই ধরনের আরও উদ্যোগ নেওয়ার পরিকল্পনা করছি।"
Offbeat News: গাড়ি পেয়ে কর্মীদের বক্তব্য
তবে কেবল গাড়ি নয়, কোম্পানির লভ্যাংশ কর্মীদের মধ্যে বণ্টনের উদ্দেশ্যে সোনার কয়েন এমনকী আইফোন উপহার হিসাবে দিয়েছে Ideas2IT । কোম্পানির এই মনোভাবে খুশি কর্মীরা। কোম্পানির এরকমই এক কর্মী প্রশান্ত জানিয়েছেন, গাড়ির মতো উপহার পেয়ে বেজায় খুশি তিনি। কোম্পানির এই চিন্তাধারা তাঁকে অনুপ্রাণিত করবে।
আরও পড়ুন : Velomobile on Bangalore roads: বেঙ্গালুরুর রাস্তায় আজব যান, গাড়ি দেখে হতবাক সবাই
Tamil Nadu: এক কোটির BMW গিফট
তবে দক্ষিণের রাজ্যে এই ঘটনা প্রথম নয়। কদিন আগেই (SaaS) Kissflow নামের এর সার্ভিস আইটি কোম্পানি তাদের ৫ সিনিয়র এক্জিকিউটিভকে BMW উপহার দেয়। এই বিলাসবহুল গাড়ির বাজারে দাম এক কোটি টাকার ওপরে। সেখানে কোম্পানির গ্রোথ দেখে এই উপহার দেওয়া হয়েছে সিনিয়র এক্জিকিউটিভদের।