TATA Car Price Hike: দাম বাড়ল টাটার গাড়ির, কত দামি হচ্ছে কার ?
TATA Car Price Hike: অফিশিয়াল বিবৃতিতে কোম্পানি জানিয়েছে, কাঁচামালের দাম বাড়ার কারণে গাড়ির দাম বাড়াতে বাধ্য হচ্ছে টাটা ।
TATA Car Price Hike: এবার গাড়ির দাম বাড়াল টাটা। ২৩ এপ্রিল 2022 থেকে কার্যকর হল এই দাম বৃদ্ধি। মডেল অনুযায়ী আলাদা-আলাদা দাম হবে বিভিন্ন গাড়ির। অফিশিয়াল বিবৃতিতে কোম্পানি জানিয়েছে, কাঁচামালের দাম বাড়ার কারণে গাড়ির দাম বাড়াতে বাধ্য হচ্ছে টাটা ।
TATA Car Price Hike: কী বলছে কোম্পানি ?
তবে চলতি বছরে এই প্রথমবার নয়। পুরোনো দাম বৃদ্ধির ২ মাস পরই ফের দাম বৃদ্ধির পথে হাঁটল কোম্পানি। টাটা মোটরস জানুয়ারিতে তার যাত্রীবাহী গাড়ির দাম 0.9 শতাংশ বাড়িয়েছে। গতবার কোম্পানি গাড়ির দাম বাড়ানোর সময় জানিয়েছিল, কাঁচামালের দাম বৃদ্ধির জন্যই গাড়ির দাম বাড়ানো হচ্ছে। এবারও সেই একই কথা বলেছে কোম্পানি।
TATA Car Price Hike: CNBC-TV18-এ প্রকাশিত রিপোর্ট বলছে, Tata Motors তাদের গাড়ির দাম প্রায় 1.1% বাড়িয়েছে। মডেল ও ভ্যারিয়েন্ট অনুযায়ী গাড়ির দাম নির্ধারণ করা হবে। এর আগে 22 মার্চ কোম্পানিটি তাদের বাণিজ্যিক গাড়ির দাম বাড়িয়েছিল। সেই বৃদ্ধি ছিল 2-2.5% । এই বৃদ্ধিও 1 এপ্রিল 2022 থেকে কার্যকর করা হয়েছে। যাত্রীবাহী গাড়ির দামে 1.1% বৃদ্ধি আজ থেকে অর্থাৎ 23 এপ্রিল 2022 থেকে কার্যকর হয়েছে। অর্থাৎ, আজ থেকে আপনার গাড়ি কেনার স্বপ্ন ব্যয়বহুল হয়ে উঠবে।
TATA Car Price Hike: ভারতীয় বাজারে টাটার প্রভাব
পরিসংখ্যান বলছে, কোম্পানি সম্প্রতি তাদের বাণিজ্যিক গাড়ির দাম ২.৫ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে। দেশের সাম্প্রতিক অতীত বলছে, Tata Motors সাম্প্রতিক বছরগুলিতে ভারতীয় বাজারে সবচেয়ে বেশি বিক্রি হওয়া যাত্রীবাহী গাড়ি কোম্পানিগুলির মধ্যে একটি। 2020 সালে প্রথম সাব কমপ্যাক্ট ইলেকট্রিক এসইউভির তালিকায় Tata Nexon EV জায়গা করে নেয়। এটি একটি বৈদ্যুতিক সাবকমপ্যাক্ট SUV, যা লঞ্চের পর থেকেই বিশাল সাফল্য পেয়েছে। 2021 সালে ইভি-র সাফল্যের ধারা বজায় রাখাতে প্রথম বৈদ্যুতিক সাবকমপ্যাক্ট সেডান Tigor EV চালু করে কোম্পানি।
TATA Cars: কী কী গাড়ি রয়েছে টাটার
দেশীয় গাড়ি নির্মাতার পোর্টফোলিওতে Tiago, Tigor, Altroz, Punch, Nexon, Harrier ও Safari মিলিয়ে মোট সাতটি ICE গাড়ি রয়েছে টাটার। এ ছাড়াও দুটি EV - Nexon EV, Tigor EV এনেছে কোম্পানি। সম্প্রতি, 29 এপ্রিল একটি নতুন ইভি লঞ্চের জন্য বিশ্বব্যাপী মিডিয়া আমন্ত্রণ পাঠিয়েছে কোম্পানি। এই নতুন বৈদ্যুতিক গাড়ি কী তা কোম্পানি নিশ্চিত করেনি।
আরও পড়ুন : Royal Enfield Update: দাম বাড়াল রয়্যাল এনফিল্ড, নতুন অবতারে Meteor 350