Tata-Haldiram Deal: হলদিরামের ৫১ শতাংশ শেয়ার কিনবে টাটা কনজিউমার ! দুই সংস্থায় আলোচনা শুরু
Haldiram-Tata Deal:এবার নোনতা ভুজিয়ার কোম্পানি হলদিরামের (Tata-Haldiram Deal) অংশীদারিত্ব কিনতে চলেছে টাটা কনজিউমার প্রোডাক্টস (Tata Consumer Products)।
Haldiram-Tata Deal: অতীতে বিসলারির (Tata Bisleri Deal) সঙ্গে কথা হলেও চূড়ান্ত হয়নি চুক্তি। এবার নোনতা ভুজিয়ার কোম্পানি হলদিরামের (Tata-Haldiram Deal) অংশীদারিত্ব কিনতে চলেছে টাটা কনজিউমার প্রোডাক্টস (Tata Consumer Products)।
এই খবর ঘিরে গতি ফিরল স্টকে
বাজারে জোর খবর, টাটা গ্রুপের এফএমসিজি কোম্পানি টাটা কনজিউমার প্রোডাক্টস নোনতা ভুজিয়া এবং মিষ্টির খুচরো চেইন কোম্পানি হলদিরামের শেয়ার কিনতে পারে। রয়টার্সের খবর অনুযায়ী, টাটা কনজিউমারও হলদিরামের শেয়ার কেনার জন্য আলোচনা করছে। রিপোর্ট অনুযায়ী, টাটা কনজিউমার হলদিরামের ৫১ শতাংশ শেয়ার কিনতে পারে।
কী বলছে রয়টার্সের রিপোর্ট ?
রয়টার্সের খবর অনুযায়ী, এই শেয়ার বিক্রির জন্য হলদিরাম ১০ বিলিয়ন ডলারের মূল্য চেয়েছে। তবে, টাটা কনজিউমার বিশ্বাস করে, হলদিরাম যে মূল্য চাইছে তা অনেক বেশি।এই খবর সামনে আসার পর টাটা কনজিউমার প্রোডাক্টের স্টকে অসাধারণ বৃদ্ধি হয়েছে। টাটা কনজিউমার 2.37 শতাংশ বৃদ্ধির সাথে 866 টাকায় ট্রেড করছে।
কেন হলদিরামের শেয়ার কিনতে চাইছে টাটা ?
নোনতা ভুজিয়া এবং মিষ্টির বিষয়ে প্রতিটি বাড়িতেপরিচিত নাম হলদিরামস। হলদিরামের সারা দেশে ১৫০ টিরও বেশি রেস্তোরাঁ রয়েছে, যেখানে মিষ্টি এবং অনেক ধরনের খাবার পাওয়া যায়। হলদিরামের দখলে রয়েছে দেশের নোনতা খাবার বাজারের ১৩ শতাংশ শেয়ার। একটি হিসাব অনুযায়ী, দেশে নোনতা ভুজিয়া বাজারের আয়তন প্রায় ৬ বিলিয়ন ডলারের কাছাকাছি। সিঙ্গাপুর, আমেরিকার মতো দেশেও রয়েছে হলদিরাম।
বিকাজি ইতিমধ্য়েই শেয়ার বাজারে নাম লিখিয়েছে
প্রাইভেট ইক্যুইটি ফার্ম বেইন ক্যাপিটালও হলদিরামের ১০ শতাংশ শেয়ার কেনার প্রস্তুতি নিচ্ছে। এই খবর প্রকাশ্যে আসার পর, টাটা কনজিউমার প্রোডাক্টের স্টকে ব্যাপক উত্থান হয়েছে। টাটা কনজিউমার 2.37 শতাংশ বৃদ্ধির সাথে 866 টাকায় লেনদেন করছে। বিকাজি ফুডস-এর মতো নোনতা উৎপাদনকারী কোম্পানিগুলো ইতিমধ্যেই শেয়ার বাজারে নাম লিখিয়েছে। এর আগে টাটা গ্রুপও মিনারেল ওয়াটার কোম্পানি বিসলেরি কিনতে চেয়েছিল কিন্তু চুক্তি সফল হয়নি।
আরও পড়ুন Digene Gel: বাড়িতে অম্বলের এই ওষুধ হয়েছে? জেনে নিন কী বলছে DCGI?