Multibagger Stock: ১০০ টাকারও কম দাম ছিল, এখন ১০৭৫ টাকায় ট্রেড করছে এই শেয়ার ! ৫ বছরে কোটিপতি করেছে বিনিয়োগকারীদের
Stock Market News: আজ থেকে ৫ বছর আগে এই স্টকের দাম ছিল ৮৯ টাকা অর্থাৎ ১০০ টাকারও কম দাম। আর ৫ বছরেই এই স্টকে ১১০০ শতাংশ রিটার্ন এনে দিয়েছে অর্থাৎ এটি এখন ১০৭৫.৮০ টাকায় পৌঁছেছে।

Stock Market: শেয়ার বাজার অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি বিনিয়োগের মাধ্যম, এখানে বিপুল রিটার্নের যেমন আশা থাকে তেমনি থাকে টাকা হারানোর আশঙ্কাও। তবে কেউ যদি দীর্ঘ সময় এই শেয়ার বাজারে বিনিয়োগ ধরে রাখেন তাহলে তাঁর ঝুঁকি অনেকটাই কমে যায়। আর দীর্ঘমেয়াদী বিনিয়োগে রিটার্নও ব্যাপক হারে পাওয়া যায়। এতেই কোটিপতি হন বিনিয়োগকারীরা। শেয়ার বাজারে এমন একটি স্টক (Multibagger Stock) রয়েছে যার দাম এক সময় ছিল ১০ টাকার কম, আর আজ সেই স্টকের দাম হয়েছে ১০৭৫ টাকা। সংস্থার নাম গ্যাব্রিয়েল ইন্ডিয়া লিমিটেড। মাত্র ৬ মাসের মধ্যেই এই স্টক (Stock Market) টাকা দ্বিগুণ করে দিয়েছে বিনিয়োগকারীদের।
বিরাট মুনাফা দিয়েছে এই স্টক
আজ থেকে ৫ বছর আগে এই স্টকের দাম ছিল ৮৯ টাকা অর্থাৎ ১০০ টাকারও কম দাম। আর ৫ বছরেই এই স্টকে ১১০০ শতাংশ রিটার্ন এনে দিয়েছে অর্থাৎ এটি এখন ১০৭৫.৮০ টাকায় পৌঁছেছে। কেউ যদি আজ থেকে ৫ বছর আগে এই স্টকে ১ লক্ষ টাকা বিনিয়োগ করতেন তাহলে তাঁর মূল্য আজ হত ১২ লক্ষ টাকা। মাত্র ৫ বছরের মধ্যেই ১১ লক্ষ টাকা মুনাফা হত সংস্থার।
যদি আমরা মাত্র এক বছরের কথা দেখি তাহলে এই মাল্টিব্যাগার স্টক গত ৪ মাসেই বিনিয়োগকারীদের টাকা দ্বিগুণ করেছে। ৪ মাস আগে কেউ যদি এই স্টকে ১ লক্ষ টাকা বিনিয়োগ করে থাকতেন তাহলে আজ তিনি ২ লক্ষ টাকা মুনাফা পেতেন। বহুবার আপার সার্কিটে গিয়েছে গ্যাব্রিয়েল ইন্ডিয়া লিমিটেডের এই স্টক। দীর্ঘমেয়াদে এই স্টক বিনিয়োগকারীদের ব্যাপক রিটার্ন এনে দিয়েছে।
এলিটকন ইন্টারন্যাশনাল নামে আরেকটি স্মলক্যাপ স্টকও মাল্টিব্যাগারে পরিণত হয়েছে। ৪৫টি ট্রেডিং সেশনের মধ্যে ৩০টি সেশনেই এই স্টক আপার সার্কিটে থেকেছে। আর এক মাসের মধ্যে এই এলিটকন ইন্টারন্যাশনাল সংস্থার স্টকে ১৭৮ শতাংশ আর গত ৬ মাসে ১২০০ শতাংশেরও বেশি মুনাফা দিয়েছে। এক বছরের মধ্যেই এই স্টকে ১ লাখ টাকার বিনিয়োগ হয়ে গিয়েছে ২.৪ কোটি টাকা।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)






















