Petrol Pump: পেট্রোল পাম্পের শৌচালয় ব্যবহার করতে পারবেন না সাধারণ মানুষ ! এই রাজ্যে জারি নয়া নিয়ম
Kerala Court on Petrol Pump Toilet Use: মূলত পেট্রোলিয়াম ট্রেডারস ওয়েলফেয়ার অ্যান্ড লিগাল সার্ভিস সোসাইটি সহ আরও ৫ জন পৃথক খুচরো ব্যবসায়ী এই বিষয়ে বিরোধিতা করে অভিযোগ জমা করেছিলেন।

তিরুবনন্তপুরম: কেরালা উচ্চ আদালত নির্দেশ দিয়েছে যে এবার থেকে সেই রাজ্যের সমস্ত পেট্রোল পাম্পে উপস্থিত শৌচালয় কোনও সাধারণ মানুষ ব্যবহার করতে পারবেন না। সেই শৌচালয়গুলি সাধারণ মানুষের জন্য নির্মিত হয়নি। পেট্রোলিয়াম ব্যবসায়ী এবং বেশ কিছু পাম্প মালিকের প্রতিনিধিত্বকারী একটি সংগঠন রাজ্য সরকার ও স্থানীয় সংস্থাগুলির দ্বারা সাধারণ মানুষের এই পেট্রোল পাম্পের শৌচালয় ব্যবহারের বিরোধিতা করার প্রেক্ষিতেই এই রায় ঘোষণা করেছে কেরালা উচ্চ আদালত।
পাম্প মালিকরা তাদের আবেদনে যুক্তি দিয়েছেন যে তাদের প্রতিষ্ঠানের ব্যক্তিগত শৌচালয়গুলি গ্রাহকদের জরুরি প্রয়োজনের জন্য তৈরি করা হয়েছিল। এমনকী তা কখনই সবসময়ের জন্য সাধারণ মানুষের জন্য খোলা রাখা যাবে না। এই যুক্তির সঙ্গে একমত হয়ে আদালত একটি অন্তর্বর্তীকালীন আদেশে, রাজ্য সরকার ও তিরুবনন্তপুরম পৌর কর্পোরেশনকে আবেদনকারীদের আউটলেটের শৌচালয়গুলি সাধারণ মানুষের দ্বারা ব্যবহার করার জন্য জোর না দেওয়ার নির্দেশ দিয়েছে। নির্দেশের সঙ্গে সঙ্গে আদালতের বিষয়টির পরবর্তী শুনানির জন্য ১৭ জুলাই দিনটি ঠিক করা হয়েছে।
মূলত পেট্রোলিয়াম ট্রেডারস ওয়েলফেয়ার অ্যান্ড লিগাল সার্ভিস সোসাইটি সহ আরও ৫ জন পৃথক খুচরো ব্যবসায়ী এই বিষয়ে বিরোধিতা করে অভিযোগ জমা করেছিলেন আদালতে। পেট্রোল পাম্পের মালিকরা অনেকে তাদের অভিযোগপত্রে এও জানিয়েছেন যে পৌর কর্তৃপক্ষের তরফে পেট্রোল পাম্পের শৌচালয়ে তাদের পোস্টার এবং কিউআর কোড লাগিয়ে দিয়েছে যা গ্রাহকদের বিভ্রান্ত করেছে এবং বিশ্বাস করতে বাধ্য করেছে যে তারা আদপে পাবলিক টয়লেট ব্যবহার করছেন। আর এর ফলে পেট্রোল পাম্পের নিরাপত্তা বিধির উপর ঝুঁকি আসছে কারণ শৌচালয় ব্যবহারের কারণে বহু মানুষ পেট্রোল পাম্পে জড়ো হয়ে পড়ছেন।
সমাজমাধ্যম রেডিটে এই খবর ছড়িয়ে পড়তেই, তীব্র প্রতিক্রিয়া দেখা যায় নেটিজেনদের মধ্যে। কেউ কেউ লেখেন, 'আমার খুব জোরে মূত্রবেগ পেয়েছে। আমি আপনাদের রেস্টরুম ব্যবহার করতে পারি ? নিশ্চয় এর জন্য আপনাকে ১০০ টাকার তেল ভরাতে হবে যদি আপনি এক নম্বরে যান আর যদি আপনি ২ নম্বরে যান তাহলে আপনাকে ৫০০ টাকার তেল ভরাতে হবে !', বিদ্রুপ করে লেখেন এক নেটিজেন। আবার আরেক ব্যক্তি লেখেন যে এই কারণেই আমরা যেখানে সেখানে মূত্রত্যাগ করি।
তবে আরেক ব্যক্তি নিরপেক্ষভাবে এই বিষয়ের মধ্যে সমস্যার অবতারণা করে লিখেছেন, 'বেসরকারি প্রতিষ্ঠানগুলিকে কি তাদের শৌচালয় সংস্কারের জন্য সরকারের তরফ থেকে টাকা দেওয়া হচ্ছিল না যাতে সেগুলি জনগণ আরামে ব্যবহার করতে পারেন ? যদি সেই প্রতিষ্ঠান এই প্রকল্পের অধীনে থাকে তাহলে তাদের শৌচালয় জনসাধারণের জন্য খুলে দিতে হবে। তবে জনসাধারণের জন্য খুলে দেওয়া মানে এলাকার সমস্ত লোক যাদের বাড়িতে যথাযথ শৌচালয় ব্যবস্থা নেই তারাও এসে এখানে ভিড় করেন। ফলে ব্যবিসায়িক দিক থেকে দেখলে এটি সমস্যাজনক তো বটেই'।






















