Toyota Mirai Launch:'সবুজ বিপ্লবের' দিকে আরও এক ধাপ, ভারতে লঞ্চ হল প্রথম হাইড্রোজেন গাড়ি
Toyota Mirai Launch: ভারতে পরিবেশবান্ধব গাড়ির প্রযুক্তি নিয়ে এল টয়োটা। তাদের গ্রিন হাইড্রোজেন ভিত্তিক গাড়ি টয়োটা মিরাই এসে গেল দেশে।
Green Hydrogen Car: দেশে কার্বন নির্গমন রুখতে আরও একধাপ এগোল কেন্দ্রীয় সরকার। ভারতে লঞ্চ হল প্রথম গ্রিন হাইড্রোজেন ভিত্তিক গাড়ি। এসে গেলে Toyota Mirai। বুধবার গাড়ির উদ্বোধন করলেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতিন গড়করি।
Toyota Mirai Launch: ভারতে পরিবেশবান্ধব গাড়ির প্রযুক্তি নিয়ে এল টয়োটা। তাদের গ্রিন হাইড্রোজেন ভিত্তিক গাড়ি টয়োটা মিরাই এসে গেল দেশে। এদিন নিজেই সেই গাড়ির উদ্বোধন করেন কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রী। পরে ফুয়েল সেল ইলেকট্রিক ভেহিক্যাল (FCEV) টয়োটা মিরাই প্রকাশ্যে আনেন মন্ত্রী। কীভাবে পরিবেশ রক্ষায় এই গাড়ি সাহায্য করে তার ভিডিয়ো সামনে আনেন গড়করি। তিনি বলেন, ''আগামী দিনে গ্রিন হাইড্রোজেন শক্তি ভারতকে স্বনির্ভর করার জন্য একটি দক্ষ, পরিবেশবান্ধব পথ হবে।''
Toyota Mirai Specs: ইতিমধ্যেই গিনেস বুক অফ ওয়ার্লড রেকর্ডে নাম তুলেছে এই গাড়ি। ফুয়েল সেল ইলেকট্রিক ভেহিক্যাল হিসাবে স্টার্ট দিয়ে ৮৪৫ মাইল চলেছে এই গাড়ি। পথে একবারও রিফুয়েল করাতে হয়নি এই সেডান। যার ফলস্বরূপ বিশ্বরেকর্ডে নাম উঠেছে টয়োটা মিরাইয়ের (Toyota Mirai)।
Green Hydrogen Car: এদিন হাইড্রোজেন-ভিত্তিক অ্যাডভান্সড ফুয়েল সেল ইলেকট্রিক গাড়ির (FCEV) জন্য একটি পাইলট প্রকল্পের উদ্বোধন করেন নীতিন গড়করি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ পুরি ও রাজ কে সিং। এই পাইলট প্রকল্পটি পরিচালনা করবে টয়োটা কিরলোস্কর মোটর ও ইন্টারন্যাশনাল সেন্টার ফর অটোমোটিভ টেকনোলজি (ICAT)।
Toyota Mirai Launch: সরকারি বিবৃতিতে বলা হয়েছে, হাইড্রোজেন ও এফসিইভি প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বাড়াতে বড় পদক্ষেপ নিল ভারত। মূলত, হাইড্রোজেন-ভিত্তিক সমাজকে সমর্থন করার জন্য দেশের প্রথম গ্রিন হাইড্রোজেন ভিত্তিক প্রকল্প গড়া হল। বর্তমানে, রিনিউয়েবল এনার্জি ব্যবহার করে জলের তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে এই গ্রিন হাইড্রোজেন তৈরি করা হয়।ফেব্রুয়ারিতে কেন্দ্র একটি "গ্রিন হাইড্রোজেন নীতি" নিয়েছে। ২০৭০ সালের মধ্যে এই প্রকল্পের সঠিক বাস্তবায়ন দেখতে চাইছে সরকার।