Look Back 2024: বক্স অফিসের লড়াই থেকে সেলিব্রিটিদের বিতর্ক। টি টোয়েন্টিতে বিশ্বজয় থেকে গুকেশের চেকমেট
ABP Ananda Live: বক্স অফিসের লড়াই থেকে সেলিব্রিটিদের বিতর্ক। টি টোয়েন্টিতে বিশ্বজয় থেকে গুকেশের চেকমেট। ফিরে দেখা ২০২৪: বিনোদন ও খেলা। ফিরে দেখা ২০২৪: বিনোদন ও খেলা।
সোমবার শাহজাহান কাণ্ডের এক বছরের মাথায় সন্দেশখালিতে পা রাখেন মুখ্যমন্ত্রী যে সন্দেশখালি একবছর আগেই শাসকদলের বিরুদ্ধে মহিলাদের নেতৃত্বে সরব হয়েছিল, সেই মহিলাদের উদ্দেশ্যেই তিনি বলেন, 'কোনও দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না। কেউ ডাকল আর চলে গেলেন, সেটাও যাবেন না।' এই নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি বিরোধীরা। বিরোধীরা প্রশ্ন তোলেন, 'অভিযোগ তো উঠেছিল তৃণমূল নেতাদের বিরুদ্ধে। তাহলে মুখ্য়মন্ত্রী তাঁদের নিয়ে কিছু না বলে, মহিলাদের উদ্দেশে বার্তা দিলেন কেন?' আর ঠিক তার পরদিন , মঙ্গলবার সন্দেশখালি গিয়ে সরাসরি মুখ্যমন্ত্রীকেই চ্যালেঞ্জ করলেন বিরোধী দলনেতা। বললেন, কে দুষ্টু লোক জানেন? উত্তরটাও দিয়েদিলেন তিনিই।
সোমবারই মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়ে দেন শুভেন্দু অধিকারী। পুলিশের অনুমতি ছাড়াই মুখ্যমন্ত্রীর পাল্টা সভা করেন তিনি মঙ্গলবার।
লোকসভা ভোটের সন্দেশখালি আন্দোলন ঘুম কেড়ে নিয়েছিল শাসকদলের। কিন্তু সব হিসেব উল্টে দিয়ে বসিরহাট লোকসভা আসনে সন্দেশখালির প্রতিবাদী মুখ রেখা পাত্রকে প্রার্থী করেও বাজি জিততে পারেনি বিজেপি। জয়ী হয় তৃণমূল। তারপর আবার সন্দেশ খালিতে গিয়ে তৃণমূলকে হারানোর কথা বললেন শুভেন্দু বললেন, 'ভুলে যেতে বলেছেন আপনি, এখানকার লোক ভুলবে না, আমিও ভুলব না। এরাজ্যে বিজেপি সরকার হলে, সন্দেশখালির ঘটনায় কমিশন বসবে। মমতা আপনাকেও জেলে পাঠাবে বিজেপি। বদলা তো নেব, সুদ-সহ নেব। আইন মেনে নেব। সংবিধানের মধ্যে থেকে নেব।'