UPS Deadline: পেনশনের এই কাজ এখনও করেননি ? সরকার সময় বাড়াল ৩০ সেপ্টেম্বর পর্যন্ত
UPS Deadline Extended: এনপিএস যদিও বাজার সংযুক্ত, ইকুইটি ও ডেটের পারফরম্যান্সের উপরে ভিত্তি করে রিটার্ন দিয়ে থাকে, ইউপিএস শেষ এক বছরের গড় বেতনের উপরে ভিত্তি করে নিশ্চিত পেনশন প্রদানের প্রস্তাব দেয়।

UPS Deadline Extended: ভারত সরকার ন্যাশনাল পেনশন স্কিমের অধীনে ইউনিফায়েড পেনশন স্কিম বেছে নেওয়ার সময়সীমা ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। এর আগে ৩১ জুলাই ২০২৫ পর্যন্ত এই ইউনিফায়েড পেনশন স্কিমে নাম নথিভুক্ত করানোর শেষ তারিখ ছিল। এই সময়সীমা বাড়ানো হয়েছে সম্প্রতি সরকারের তরফে। যোগ্য গ্রাহকরা, এনপিএসের অধীনে বিদ্যমান কেন্দ্র সরকারি কর্মী, প্রাক্তন অবসরপ্রাপ্ত ব্যক্তি এবং মৃত অবসরপ্রাপ্তদের আইনত বিবাহিত পত্নী এখন ইউনিফায়েড পেনশন স্কিম বেছে নেওয়ার জন্য মাত্র ৩ মাস সময় পাবেন।
ইউনিফায়েড পেনশন স্কিম আসলে কী
ভারত সরকার কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য জাতীয় পেনশন স্কিমের অধীনে পেনশন স্কিম বেছে নেওয়ার একটি বিকল্প চালু করেছে। অবসরগ্রহণের পরে এই নতুন পেনশন স্কিমে একটি নিশ্চিত হারে পেনশন দেওয়া হয়। ২০২৫ সালের ১ এপ্রিল থেকে এই ইউনিফায়েড পেনশন স্কিম কার্যকর হয়েছে।
ইউপিএস একটি ফান্ড-ভিত্তিক পে-আউট সিস্টেম যা মূলত নিয়মনিষ্ঠ ও নিয়মিত মাসিক অবদান (সংস্থা ও কর্মী উভয় তরফের)-এর উপর নির্ভরশীল। সময়োপযোগী সঞ্চয় এবং বিনিয়োগের উপরে নির্ভর করে এই পেনশন সিস্টেম পরিচালনা করা হয়।
ইউপিএস এবং এনপিএসের মধ্যে কী পার্থক্য
ন্যাশনাল পেনশন সিস্টেম যদিও বাজার সংযুক্ত, ইকুইটি ও ডেটের পারফরম্যান্সের উপরে ভিত্তি করে রিটার্ন দিয়ে থাকে, ইউপিএস শেষ এক বছরের গড় বেতনের উপরে ভিত্তি করে নিশ্চিত পেনশন প্রদানের প্রস্তাব দেয়। এনপিএস বাজারের ওঠানামার উপরে নির্ভর করে আর অন্যদিকে ইউনিফায়েড পেনশন স্কিমে ঝুঁকি অনেক কম। ন্যাশনাল পেনশন স্কিমে বিনিয়োগের পরিমাণ সঞ্চিত কর্পাসের উপরে নির্ভর করবে, অন্যদিকে ইউনিফায়েড পেনশন স্কিমে ১০ বছর চাকরির পর থেকেই প্রতি মাসে ন্যূনতম ১০ হাজার টাকা করে পেনশন নিশ্চিত রয়েছে।
অফিসিয়াল এসওপি নথির উপর ভিত্তি করে কেন্দ্র সরকারি কর্মীদের অনলাইনে এনপিএস থেকে ইউপিএসে স্থানান্তরিত করা যাবে। যে সমস্ত কেন্দ্র সরকারি কর্মী বর্তমানে এনপিএসের অধীনে রয়েছেন, তারাই এই নতুন পেনশন স্কিমে নাম নথিভুক্ত করাতে পারবেন। ২০২৫ সালের ১ এপ্রিলের নিরিখে তাদের কর্মরত থাকতে হবে।
ইউপিএসের অধীনে আপনি যদি কেন্দ্র সরকারি কর্মী হিসেবে টানা ২৫ বছর ইউনিফায়েড পেনশন প্রকল্পের অধীনে কাজ করে থাকেন, তাহলে প্রতি মাসে আপনার পেনশন নির্ধারিত হবে অবসরকালীন সময়ে শেষ ১২ মাসের গড় বেতনের ৫০ শতাংশ হিসেবে। ধরা যাক আপনার বেতন যদি হয় ৫০ হাজার টাকা, তাহলে আপনি পেনশন হিসেবে সর্বনিম্ন ২৫ হাজার টাকা পাবেন।






















