Yes Bank: ত্রৈমাসিকের ফল বেরোতেই বিরাট লাফ, সপ্তাহের শুরুতেই কত মুনাফা ইয়েস ব্যাঙ্কের শেয়ারে ?
Yes Bank Share Price: সোমবার বাজার খুলতেই ২৮.১০ টাকায় বম্বে স্টক এক্সচেঞ্জে ট্রেড শুরু করে ইয়েস ব্যাঙ্কের শেয়ার। ২৭.৪০ টাকা থেকে এই ব্যাঙ্কের শেয়ারের (Yes Bank Share Price) দাম ৪.৮৬ শতাংশ বেড়েছিল।
Yes Bank Share Price: গত সপ্তাহেই শনিবার ২০২৩-২৪ অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকের ফলাফল ঘোষণা হয়েছে ইয়েস ব্যাঙ্কের। আর তারপর আজ সোমবার বাজার খুলতেই বিরাট লাফ ইয়েস ব্যাঙ্কের শেয়ারে। ২৭.৫০ টাকায় আজ সকালের সেশনে খোলে ইয়েস ব্যাঙ্কের শেয়ার (Yes Bank Share Price) আর তারপরেই ২৮.৫৫ টাকায় চলে যায় শেয়ারের দাম। ইন্ট্রাডে-তে সোমের সকালেই ৮ শতাংশ বেড়ে যায় ইয়েস ব্যাঙ্কের শেয়ারের দাম। যদিও তারপর কিছুটা কারেকশন আসে, দাম খানিক কমে আসে। এখন প্রায় ৫ শতাংশ বেড়ে গিয়েছে ইয়েস ব্যাঙ্কের শেয়ারের দাম।
কী বলছেন বাজার বিশেষজ্ঞরা
বাজার বিশেষজ্ঞদের মতে, ত্রৈমাসিকের ফল এই ব্যাঙ্কের ক্ষেত্রে বেশ শক্তিশালী। ফলে এই ব্যাঙ্কের শেয়ারে আরও নতুন উচ্চতা দেখার সম্ভাবনা রয়েছে বলেই জানা যাচ্ছে। ২৪ টাকায় স্টপ-লস দিয়ে ৩০-৩২ টাকার দিকে ছুটতে পারে এই শেয়ার। ইয়েস ব্যাঙ্কের শেয়ারের (Yes Bank Share Price) ৫২ সপ্তাহের সর্বোচ্চ দাম ৩২.৮৫ টাকা। ফলে খুব কাছেই ট্রেড করছে এই শেয়ার।
সোমবারের বাজারে বিপুল মুনাফা ইয়েস ব্যাঙ্কের শেয়ারে
আজ সোমবার বাজার খুলতেই ২৮.১০ টাকায় বম্বে স্টক এক্সচেঞ্জে ট্রেড শুরু করে ইয়েস ব্যাঙ্কের শেয়ার। ২৭.৪০ টাকার স্তর থেকে এই ব্যাঙ্কের শেয়ারের (Yes Bank Share Price) দাম ৪.৮৬ শতাংশ বেড়ে গিয়েছিল সকাল ১০টা নাগাদ। শনিবার এই ব্যাঙ্কের তৃতীয় ত্রৈমাসিকের ফল প্রকাশিত হয়েছে আর তাতেই দেখা গিয়েছে চতুর্থ ত্রৈমাসিকে ইয়েস ব্যাঙ্কের শেয়ারের দাম ১২৪ শতাংশ বেড়েছে। মার্চ ত্রৈমাসিকে সংস্থার ইয়ার-অন-ইয়ার মুনাফা দাঁড়ায় ৪৫৪ কোটি টাকা। সংস্থার নেট সুদ থেকে আয় বেড়েছে, আগের ত্রৈমাসিকের তুলনায় এই আয় ২.৩ শতাংশ বেড়ে হয় ২১৫৩.১ কোটি টাকা। আগের বছর এই সংস্থার সুদ থেকে আয় ছিল ২১০৫.২ কোটি টাকা।
অন্যদিকে অপারেশনস থেকে ইয়েস ব্যাঙ্কের মার্চ ত্রৈমাসিকের মুনাফা হয়েছে ৯০২.৪৭ কোটি টাকা। এই অঙ্ক আগের বছর একই ত্রৈমাসিকে ছিল ৮৮৮.৯০ কোটি টাকা।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না। )
আরও পড়ুন: Upcoming IPO: আগামী সপ্তাহে আসছে এই তিন আইপিও, কোনটিতে বিনিয়োগে লাভ আপনার ?