Zomato: ডেলিভারি চার্জ আদায় গ্রাহকদের কাছ থেকে, অথচ ১০০০ কোটি GST বাকি, Zomato, Swiggy-কে নোটিস
Zomato And Swiggy: Zomato যদিও জানিয়েছে, GST মেটানোর কোনও দায়বদ্ধতা নেই তাদের।
নয়াদিল্লি: কোটি কোটি টাকা কর বাকি থাকায় অনলাইন খাবার সরবরাহকারী সংস্থা Zomato-কে নোটিস গুড অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স (GST)-এর আওতায় নোটিস. ডিরেক্টরেট জেনারেল অফ GST ইনটেলিজেন্স (DGGI)-এর তরফে নোটিস ধরানো হয়েছে, তাতে বলা হয়েছে, করবাবদ ৪০১.৭ কোটি টাকা মেটাতে হবে Zomato-কে। আর এক অনলাইন খাবার সরবরাহকারী সংস্থা Swiggy-কেও GST নোটিস ধরানো হয়েছে। দুই সংস্থার সম্মিলিত GST প্রায় ১০০০ কোটি টাকা। ডেলিভারি চার্জ বাবদ গ্রাহকদের থেকে যে টাকা নেওয়া হয়, তা পরিষেবা করের আওতায় পড়ে। তাই ১৮ শতাংশ হারে Zomato-কে GST দিতে হবে বলে জানানো হয়েছে নোটিসে। (Zomato And Swiggy)
Zomato যদিও জানিয়েছে, GST মেটানোর কোনও দায়বদ্ধতা নেই তাদের। সংস্থার তরফে লিখিত বিবৃতি জারি করে বলা হয়, ‘ডেলিভারি পার্টনারদের হয়ে গ্রাহকদের থেকে টাকা নেওয়া হয়। পারস্পরিক সম্মতিতে যে চুক্তি হয়েছে, তার শর্তাবলী অনুযায়ী, ডেলিভারি পার্টনাররা গ্রাহককে পরিষেবা প্রদান করেন, সংস্থাকে নয়। এ ব্যাপারে আইন এবং কর বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হয়েছে, তাঁরাও একমত। এই শো কজ নোটিসের যথাযোগ্য জবাব দেবে সংস্থা’। (GST Penalty)
২০১৯ সালের অক্টোবর থেকে ২০২২ সালের মার্চ মাস পর্যন্ত পরিষেবা বাবদ গ্রাহকদের কাছ থেকে যে টাকা নিয়েছে Zomato, সুদ-সহ তার বকেয়া কর এবং জরিমানা জমা করতে বলা হয়েছে। ভারতীয় স্টক এক্সচেঞ্জে নথিভুক্ত সংস্থা Zomato. তাদের দাবি, সংস্থার দাবি যথেষ্ট যুক্তিযুক্ত। যে বিপুল অঙ্কের করের কথা বলা হচ্ছে, যথেষ্ট ভাবনাচিন্তার পরই তাকে চ্যালেঞ্জ জানানো হচ্ছে।
Zomato এবং Swiggy-র মতো অনলাইন সংস্থা থেকে খাবার অর্ডার করলে তাদের বিলে তিনটি অংশ থাকে, যার মধ্যে প্রথমটি হল, খাবারের দাম। দ্বিতীয়টি হল, পরিষেবা প্রদানের চার্জ, যে সমস্ত গ্রাহকের সাবস্ক্রিপশন রয়েছে, এক্ষেত্রে কখনও কখনও ছাড় মেলে। তৃতীয়টি হল, খাবার এবং অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহারের উপর ধার্য ৫ শতাংশ কর।
এর আগে, ২০২২ সালের জানুয়ারি মাসে GST পর্ষদ জানিয়েছিল, খাবার পরিষেবা প্রদানের উপর ৫ শতাংশ কর দিতে হবে। রেস্তরাঁ পরিষেবাকে GST-র আওতায় আনা হয়। এর ফলে Zomato এবং Swiggy-র মতো সংস্থাকে রেস্তরাঁ পরিষেবাবাবদ ৫ শতাংশ কর দিতে হবে বলে নির্দেশ আসে। এর পর অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার এবং খাবার সরবরাহের ফি বাড়িয়ে দেয় Swiggy. ডেলিভারি চার্জের সঙ্গেই তা কেটে নেওয়া হয়। এবার ২০২৭ সালের GST আইনের অনুচ্ছেদ নং ৭৪ (১) অনুযায়ী নোটিস ধরানো হল দুই সংস্থাকেই।বৃহস্পতিবার সকালে Zomato-র শেয়ার দরে ২ শতাংশ পতন হয়।