Crime News: বিবাহিত হয়েও অন্য তরুণীর সঙ্গে সহবাস, বিয়ের কথা উঠতেই সঙ্গিনীকে শেষ করে দিল যুবক, ৮ মাস পর ফ্রিজ থেকে উদ্ধার পচাগলা দেহ
Madhya Pradesh News: মধ্যপ্রদেশের দেবসের ঘটনা। ফ্রিজের মধ্যে থেকে শাড়ি পরিহিত তরুণীর পচাগলা দেহ উদ্ধার হয়েছে।

ভোপাল: বিবাহিত হওয়া সত্ত্বেও অন্য মহিলার সঙ্গে সহবাস। আগের স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়নি, তার মধ্যেই সঙ্গিনীর কাছ থেকে বিয়ের জন্য চাপ। পিছুহটার পরিবর্তে মারাত্মক অপরাধ ঘটানোর অভিযোগ যুবকের বিরুদ্ধে। সঙ্গিনীকে খুন করে আটমাস ধরে ফ্রিজে দেহ রেখে দেওয়ার অভিযোগ উঠল। বিষয়টি সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। (Crime News)
মধ্যপ্রদেশের দেবসের ঘটনা। ফ্রিজের মধ্যে থেকে শাড়ি পরিহিত তরুণীর পচাগলা দেহ উদ্ধার হয়েছে। তরুণী গয়নাগাঁটি পরেছিলেন, যা গয়না রয়ে গিয়েছে পচাগলা শরীরে। হাত পিছমোড়া করে বাঁধা রয়েছে। দড়ি বাঁধা রয়েছে গলাতেও। সেই অবস্থাতেই পচাগলা দেহটি উদ্ধার করল স্থানীয় পুলিশ। (Madhya Pradesh News)
এই ঘটনায় সঞ্জয় পাটিদার নামে এক যুবকের নাম সামনে এসেছে। জানা গিয়েছে, আদতে উজ্জয়নের বাসিন্দা সে। সঞ্জয় বিবাহিত। তার পরও গত পাঁচ বছর ধরে পিঙ্কি পিঙ্কি প্রজাপতি নামের ওই তরুণীর সঙ্গে ভাড়াবাড়িতে সহবাস করছিল। পিঙ্কি বিয়ের জন্য জোরাজুরি করায় আটমাস আগে তাঁকে খুন করে সঞ্জয়। দেহটি ফ্রিজে ঢুকিয়ে দেয়।
শুক্রবার ওই ফ্রিজ থেকে পিঙ্কির দেহ উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, পিঙ্কির বয়স ৩০-এর কোটায়। ধীরেন্দ্র শ্রীবাস্তবের বাড়িতে ভাড়া থাকছিলেন তিনি, যেখানে সঞ্জয়েরও আসা-যাওয়া ছিল। ২০২৩ সালের জুন মাসে সঞ্জয়ই বাড়িটি ভাড়ায় নেয়। কিছু দিন আগে বাড়ি খালি করে দেয় সঞ্জয়। কিন্তু জিনিসপত্র সরায়নি। স্টাডি রুম এবং মাস্টার বেডরুমে জিনিসপত্র রাখা ছিল। মাঝেমধ্যে সেখানে আসত সঞ্জয়। কিছু দিন সময় চেয়েছিল জিনিসপত্র সরাতে।
বার বার বলেও কাজ হয়নি। কয়েক দিন আগে বাড়ির ওই অংশের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেন মালিক। ফলে ফ্রিজও বন্ধ হয়ে যায়। আর তার পরই দুর্গন্ধ বেরোতে শুরু করে। পরিস্থিতি বেগতিক দেখে থানায় খবর দেন বাড়ির মালিক। সেই মতো পুলিশ এসে ফ্রিজ খোলে। তার মধ্যে পচাগলা দেহটি মেলে। সঞ্জয়কে গ্রেফতার করেছে পুলিশ। গতবছর জুন মাসে পিঙ্কিকে খুন করা হয় বলে মনে করছে পুলিশ। সঞ্জয়ের এক বন্ধুও তাকে এই কাজে সাহায্য করে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।
এই ঘটনায় দিল্লিতে শ্রদ্ধা ওয়ালকরের খুনের ঘটনার স্মৃতি তাজা হয়ে উঠেছে। ২০২২ সালের মে মাসে শ্রদ্ধাকে শ্বাসরোধ করে খুন করে আফতাব আমিন পুণাওয়ালা। দেহ টুকরো করে ফ্রিজে ঢুকিয়ে রাখে। একটি একটি করে নানা জায়গায় দেহাংশ ফেলেও আসে সে। শেষ পর্যন্ত ধরা পড়ে যায় আফতাব। দিল্লির জেলে রয়েছে সে।






















